অনলাইনে ইনকাম করার উপায় ২০২৩ । ইউটিউব এবং ব্লগিং এর জন্য সেরা কিছু আইডিয়া

ঘরে বসে অনলাইনে আয় করাটা এখন অতিমাত্রায় সহজ হয়ে যাচ্ছে দিন দিন। একজন চাকুরীজীবীর থেকেও বেশি ইনকাম করে যাচ্ছে একজন ব্লগার, ইউটিউবার। তাই আজকাল সকলেই ব্লগিং এবং ইউটিউবিং শুরু করতে চায়। ইউটিউব এবং ব্লগিং শুরু করার জন্য প্রথমেই আমাদের দরকার ক্রিয়েটিভ কনটেন্ট । একজন ভাল কনটেন্টই আসলে আপনাকে একজন ভালো ইউটিউবার বা ব্লগার বানাতে পারে। ইউটিউব এবং ব্লগিং এর কনটেন্ট শুরু করার জন্য প্রয়োজন একটি টপিক ,আর এই টপিক বাছাই করাকে ইন্টারনেটের ভাষায় বলা হয় নিশ ।

আপনি যদি  ইউটিউবার বা ব্লগার হতে চান তাহলে চলুন জেনে নেওয়া যাক দারুন কিছু কনটেন্ট তৈরীর  আইডিয়া। Article Writer হতে চান? বাংলা আর্টিকেল লেখার নিয়ম ২০২৩

ফুড রিভিউ করে আয় করা যায়

বর্তমান সময়ে ফুড রিভিউ দেওয়া ভিডিও গুলো বেশ ভাইরাল হচ্ছে। ফুড রিভিউ আসলে কোনো খাবার সম্পর্কে তুলে ধরা, কোন খাবারের মান কেমন প্রাইস কেমন, কোথায় পাওয়া যায় মূলত এই বিষয় গুলো। ফুড পছন্দ করা মানষ গুলো সব সময়ই চায় মজার মজার ফুড এবং এর বিভিন্ন তথ্য গুলো যার কারনে তারা এই সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করে।

পণ্য রিভিউ করেও আর্ন করা যায়

দৈনন্দিন জীবনে বিভিন্ন পণ্য ব্যাবহার, নতুন কোন পণ্য কিনতে যায় তার পূর্বে সেই পণ্যের বিষয়ে ভালোভাবে খোজ খবর নিয়ে নেয় এবং তার বাজেটের মধ্যে কোন কোন কোম্পানি কি দাম অফার করছে সেই পণ্যের কি কি সুবিধা রয়েছে কি কি আসুবিধা রয়েছে এই রিভিউ গুলো করার মাধ্যমে ক্রেতাদের কে বুঝাতে পারবেন কোন পণ্য টি বেস্ট। তাই যে কোন ধরনের পণ্য বাছাই করে সেই পণ্য গুলোর সম্পর্কে রিভিউ কনটেন্ট পাবলিশ করতে পারেন। এতে করে রিডার বা ক্রেতারা যেন পণ্য গুলোর সম্পর্কে রিভিউ পড়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

বিউটি এন্ড ফ্যাশন সম্পর্কে লেখালেখি করে আয়

বিউটি এন্ড ফ্যাশন এটি একটি জনপ্রিয় নিশ এমন কোন মানুষ নেই যে নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে চায় না এবং যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে নিজেকে আধুনিকভাবে প্রেজেন্ট করা যায় এই বিষয় গুলো জানতে চায়। তাছাড়া একটি বিউটি  কনটেন্ট।তৈরি করে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ইত্যাদি বিষয়ের উপর নিয়মিত টিপস শেয়ার করতে পারেন এবং এই ইন্ডাস্ট্রির হাজারও প্রডাক রয়েছে সেগুলো নিয়েও রিভিউ বা আলোচনা করতে পারেন, তাই আপনি চাইলে বিউটি এন্ড ফ্যাশন নিয়ে কাজ শুরু করতে পারেন। How To Earn Money From Blog । ব্লগ থেকে টাকা আয় করা যায়?

রেসিপি লিখে বা ভিডিও তৈরি করে আয়

ইউটিউবে কনটেন্ট তৈরি করতে পারেন কুকিং করতে ভালোবাসেন এমন কেউ। বিভিন্ন ধরনের খাবার কিভাবে তৈরি করতে হয় সেটার প্রসেস কি এবং কি কি উপাদান এর প্রয়োজন হতে পারে এই বিষয় গুলো নিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আপনার কনটেন্ট।

ব্রেকিং নিউজ মার্কেটিং করে আয়

কটা সময় ছিল মানুষ শুধু মাত্র পত্রিকা পড়তো কিন্তু এখন ইন্টারনেটের এই যুগে সবার হাতেই স্মার্টফোন রয়েছে সবাই এখন ওয়েব সাইটের মাধ্যমে বিভিন্ন নিউজ পড়ে থাকে। মানুষ দেশে বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের খোজ খবর রাখতে চায়। 

সেলিব্রেটি গসিপ বা ইন্টারভিউ নিয়েও লেখা বা ভিডিও করে আয়

ব্লগিং এবং ইউটিউব এর জন্য এটিও একটি জনপ্রিয় বিষয় প্রতিটি মানুষেরই দেশি বিদেশি পছন্দের তারকা রয়েছে , সেই তারকারা কি করছে, তাদের লাইফে কি ঘটছে, তাদের নতুন কি গান এবং ছবি কবে মুক্তি পাচ্ছে এই সেলেব্রিটি গসিপ বা নিউজ নিয়ে কনটেন্ট তৈরি করা যেতে পারে। ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২২ । ফ্রিল্যান্সিং এর জন্য কি শিখবো?

এছাড়াও ইউটিউব এবং ব্লগিং এর জন্য জনপ্রিয় বিষয় গুলো যা নিয়ে আপনিও শুরু করতে পারেন

  • চাকরি ও শিক্ষা
  • হেলথ কেয়ার
  • খবর
  • ট্রাভেল গাইড
  • বিজ্ঞান
  • অটো ও যানবাহন
  • কম্পিউটার ও ইলেকট্রনিক্স
  • অনলাইন কমিউনিটি
  • অর্থনৈতিক
  • আইন ও সরকার
  • ইন্টারনেট ও টেলিকম
  • খাদ্য ও পানী
  • কেনাকাটা
  • খেলাধূলা
  • গৃহপালিত পশু ও প্রাণী
  • গেম
  • বই ও সাহিত্য
  • বাড়ি ও বাগান
  • ব্যবসা ও শিল্প
  • ভ্রমণ
  • রিয়েল এস্টেট
  • রেফারেন্স
  • লোকজন ও সমাজ
  • শিল্পকলা ও বিনোদন
  • সখ ও অবকাশ
  • সৌন্দর্য ও ফিটনেস
  • স্বাস্থ্য
  • হিস্ট্রি বা ইতিহাস 
  • ট্রাভেল গাইড

আসলেই ইউটিউব আর ব্লগ দুটোতেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন গুগল এডসেন্সের মাধ্যমে। যেখানে আপনার এই দুইটার মধ্যে যেখানে বেশি ভিউ হবে সেখানে বেশি ইনকাম হবে। ঘরে বসে আয় করার জন্য দুইটাই অনেক সুন্দর মাধ্যম।

নতুনদের জন্য ফ্রিল্যান্সিং । যে কারণে নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *