ডিসকভার ১২৫ সিসি দাম কত ২০২৩– এই তো জুন মাসেও ডিসকোভার ১২৫ সিসি বাইকের বাইকের দাম ১,৩১,০০০ টাকায় ছিল কিন্তু বর্তমানে ১,৫৩,০০০ টাকায় উঠে গেছে  – ডলার রেট ও মূল্যস্ফিতি বৃদ্ধির কারণে হুহু করে বাড়ছে দৈনন্দিন পন্যের দাম। আমদানিকৃত পন্যের দামও একই হারে বেড়ে যাচ্ছে।

Bajaj Discover 125 Price in Bangladesh Disc (1,53,000)Tk, 110 (1,37,000)Tk Approx. বাজাজ ডিসকভার ১২৫ ছাড়াও এই সেগমেন্টে আরো অনেক গুলি কোম্পানির বাইক রয়েছে তার মধ্যে বাজাজ ডিসকভার ১২৫ বাংলাদেশের জনপ্রিয় একটি বাইক।

Bajaj Discover 125 Price in Bangladesh Disc 1,53,500 Taka. If you are a middle class man you can take it. There is another option that you are a new biker you can take it. Discover 125 is not suitable for Experienced or Here type People bike. This is ordinery bike which can be used to 30-70 Years old level bikers. An Low expense and maintain cost operating bike is discover 125.

ডিসকোভার ১১০ নয় আপনি যদি ডিসকোভার ১২৫ নেন তবে আপনি মিডল ক্লাস ফিল পাবেন। ডিসকোভার ১১০ সিসি বাইকের ক্ষেত্রে আপনি যে ফিল পাবেন তার চেয়ে উন্নত ফিল পেতে অবশ্যই ডিসকোভার ১২৫ ব্যবহার করে দেখতে পারেন। আপনি যদি বাইক ৬০ কি:মি: বেগের বেশি গতিতে চালাতে পছন্দ করেন তবে ডিসকোভার আপনার নয়।

Discover 125 best bike for you / Low yearly maintenance cost in Bangladesh

ফুয়েল খরচ খুবই কম। প্রতি লিটারে ৫০-৬০ কি:মি: মাইলেজ পাওয়া যায় এবং সারা বছর ধরে চালাতে মেরামত খরচ খুবই কম। তাই আপনি যদি একটু কৃপন স্বভাবের বা বাইকের পেছনে স্বল্প খরচ করতে পছন্দ করেন তবে ডিসকোভার বাইক আপনার জন্য।

Discover125Disc_Green_New_Model_2021

Caption: Discover 125 Best Bike in Bangladesh 1,53,000 taka

যে কারণে ডিসকোভার ১২৫ কিনবেন। নিচের বাক্যগুলো যদি আপনার সাথে ম্যাচ করে তবে ডিসকোভার ১২৫ বাইক আপনার জন্যই।

  1. জ্বালানী খরচ বাচাতে চাই এবং খুব স্বল্প ব্যয়ে মাসিক চলাচল করতে ইচ্ছুক।
  2. শুধুমাত্র অফিস ও বাজার সদাই করতে চান। স্কুল, অফিস, প্রতিদিনের বাজার ইত্যাদি কাজে বাইকটি ব্যবহার করতে চাই।
  3. বাইকের স্পিড ৪০-৫০ কি:মি: চালাতে চাই। খুব বেশি স্পিডের দরকার নেই। হাইওয়ে রেগুলার রাইডিং করতে চাই না।
  4. ফুল স্পিডে বাইক চালাতে চাই না। রেগিং, রেসিং ইত্যাদি করতে চাই না। প্রয়োজনের সঙ্গী হিসেবে ব্যবহার করতে চাই।
  5. মাসে ৫০০ টাকার ফুয়েল অথবা ২০০-২৫০ কি:মি: চালাতে চাই বাইক। লং রানের জন্য বাইকটি খুব বেশি ব্যবহার করা হবে না।
  6. বাইকের জন্য বাজেট সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা মাত্র। দের লক্ষ টাকার মধ্যেই আপনি বাইক পেয়ে যাবেন।
  7. মিডিল ক্লাস মানুষ। ৩০-৬০ বছর বয়স আমার খুব বেশি রিস্ক নিয়ে বাইক চালাতে চাই না।
  8. ৬০ কি:মি: বেগের বেশি গতিতে বাইক চালালে ভাইব্রেশন করে তাই লো স্পিডে চালাতে চাই বা নতুন বাইকার হাত ক্লিয়ার করে প্রথম বাইক হিসেবে নিতে চাই।
  9. সারা বছর জুরে ২-৫ হাজার টাকা মেইনটেইন্যান্স কস্ট হিসেবে ব্যবহার হবে। মোট কথা খুব বেশি বাৎসরিক খরচ হবে না।

লং লাস্টিং বেষ্ট বাইক চান?

যদি ব্যাপারটি এমন হয় যে আপনি এমন একটা বাইক চান যেটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তবে ডিসকোভার আপনার জন্য। যদি আপনি কিছু ব্যবহার করে বাইকটি বিক্রি করতে চান তবুও আপনি ডিসকোভার বাইক নিতে পারেন এতে করে রিসেল ভেল্যু পাবেন। তবে কালার লাল নীল হলে ভাল রিসেল ভেল্যু পাওয়া যায়। ডিসকোভার ১২৫ সিসি বাইকের চাহিদা ভাল থাকায় যে কোন সময় বাইক বিক্রি করা যায়।

What is the Bajaj Discover 125 Specification ?

বাইকের নাম Discover
ব্র্যান্ড ওরিজিন ইন্ডিয়া
দাম ১,৫৩,০০০ Tk (প্রায়)
ডিসপ্লেসমেন্ট ১২৪.৫ সিসি
গিয়ার ৫ স্পিড
টপ স্পিড ১০০ কিমি (প্রায়)
মাইলেজ ৫৫ কিলোমিটার (প্রায়)
স্টার্টিং মেথড কিক এবং সেলফ
হেড লাইট হেলোজেন
কার্ব ওয়েইট ১২৪ কেজি
ব্রেক ডিস্ক ,ড্রাম
টায়ার টিউবলেস
ফুয়েল ট্যাঙ্ক ৮ লিটার
সাসপেনশন টেলিস্কোপিক, টুইন শকস নিট্রক্স