কাতার বিশ্বকাপ সময়টা জেলে বসে কাটাতে হতে পারে নেইমারের!
কাতার বিশ্বকাপ জয়ের আশায় নেইমারকে নিয়ে স্বপ্ন দেখছে তার দল ব্রাজিল। আজ থেকে ২০ বছর পূর্বে সবশেষ বিশ্বকাপ জেতা দলটি এই ৩০ বছর বয়সি ফুটবলার তারকা ব্রাজিলিয়ানদের আরো একটি বিশ্বকাপ উপহার এনে দিতে পারবেন- এমনটা আশাবাদ ব্যক্ত করেন বেশিরভাগ ব্রাজিলিয়ান। কিন্তু কাতার বিশ্বকাপ যখন দ্বারপ্রান্তে , ঠিক তখনই নেইমার পড়েছেন বিপদে। কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে পিএসজির তারকার খ্যাত এই পেলেয়ারের নামে। সে জন্য বিচারের সম্মুখীন হতে হচ্ছে নেইমারকে। অভিযোগের সত্যতা পাওয়াগেলে জরিমানা তো হবেই, সেই সঙ্গে নেইমারের হতে পারে দুই বছরের জেলও। সেক্ষেত্রে বিশ্বকাপ খেলা নিয়ে বিপাকে পড়তে হতে পারে এ তারকার খ্যাত ব্রাজিলিয়ান খেলোয়ার কে ।
নেইমারের বিরুদ্ধে স্প্যানিশ কর কর্তৃপক্ষের মামলা
অবশ্যই কর ফাঁকি দেওয়ার এই অভিযোগ এখন নতুন নয়। ২০১৩ সালে যখন ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তোস ছেড়ে তিনি বার্সেলোনায় যোগ দেন, তখন নাকি বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। সেই অভিযোগেই মামলা ঠুকেছিল স্প্যানিশ কর কর্তৃপক্ষ। এ মামলার শুনানি হবে আগামী ১৭ অক্টোবর। বিশ্বকাপের মাসখানেক আগে খেলার চিন্তা বাদ দিয়ে তাকে তাই দৌড়াতে হবে বার্সেলোনার আদালতে।
স্প্যানিশ কর কর্তৃপক্ষের দাবি, বার্সেলোনায় যোগ দেয়ার সময় দলবদলের করটা ফাঁকি দিয়েছেন নেইমার। সে কারণে তার দু-বছরের জেল ও ৯৬ কোটি টাকা জরিমানা চান স্প্যানিশ কর কর্তৃপক্ষ।
স্প্যানিশ পত্রিকা এল পাইস মারফতে জানা যাচ্ছে যে , এ মামলার শুনানি শুরু হবে আগামী ১৭ অক্টোবর। যার কারনে নেইমারকে যেতে হবে বার্সেলোনায়। দলবদলের সময় নেইমার কমপক্ষে ৮০ কোটি ৮ লক্ষ টাকা কর ফাঁকি দিয়েছেন এমনটা দাবি করেছেন প্রসিকিউশন।
এখানেই বিপদের শেষ নয় তারকা খ্যাত ব্রাজিলিয়ান খেলয়ার নেইমারের।
এখানেই বিপদের শেষ হতে পারত এই ব্রাজিলিয়ানের বিপদ।কিন্তুু ব্রাজিলের ‘ডিআইএস’ নামের একটা কোম্পানি দাবি করেছেন , নেইমারের ইমেজ স্বত্বের ৪০ শতাংশের মালিকানার দাবিদার তারা। ২০০৯ সালে, ১৭ বছরের নেইমার যখন স্যান্তোস ক্লাবের উঠতি তারকা সে সময়ে ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব ক্রয় করেন তারা। কিন্তু স্বত্ব ক্রয়ের বিষয়টি নেইমার এখন অস্বীকার করায় মামলা দিয়েছেন ডিআইএস কর্তৃপক্ষ। মামলায় ডিআইএস কর্তৃপক্ষ নেইমারে ১৪৪ কোটি জরিমানা এবং ৫ বছরের জেল দাবি করছে কোম্পানি কর্তৃপক্ষ। এমনটাই জানাচ্ছেন এল পাইস।
কর ফাঁকির অভিযোগে নেইমার একমাত্র আসামি নয়। এল পাইস জানিয়েছে, ব্রাজিলিয়ানের চুক্তির সঙ্গে নেইমারের মা-বাবা যুক্ত থাকায় , বার্সেলোনার সাবেক দুই সভাপতি স্যান্দ্রো রোসেল ও হোসে মারিয়া বার্তেমিউ ও বার্সেলোনা ও স্যান্তোসের তখনকার কোচকেও দায়ী করেছে। তারকা খ্যাত খেলয়ার নেইমারের বাবার দুই বছরের ও মায়ের এক বছরের জেল দাবি করেছেন স্প্যানিশ কর কর্তৃপক্ষ।
সূত্রঃ সময়নিউজ.টিভি।