সর্বশেষ নিউজ

এশিয়া কাপ ২০২২ । মোবাইলে ক্রিকেট লাইভ খেলা দেখার উপায় ২০২২

অনলাইনেই আপনি এশিয়া কাপ টি২০ খেলা দেখতে পারবেন –ক্রিকেট খেলা লাইভ ভিডিও – মোবাইলে লাইভ খেলা দেখার উপায় ২০২২

আজকের খেলা লাইভ ২০২২ – ভারত -পাকিস্তান এশিয়া টি২০ খেলাও আপনি অনলাইন দেখতে পারবেন – অনলাইনে লাইভ খেলা দেখতে পারবেন র‍্যাবিটহোলবিডিমাইজিপি অ্যাপ থেকে। টফি অ্যাপেও খেলাগুলো দেখা যাবে বলে আশা করা যায়। এছাড়া গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপেও খেলা দেখতে পারবেন। এশিয়া কাপের ম্যাচগুলো বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

T20 Format Cricket- ২০২২ সালের এশিয়া কাপ টি ২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে ও ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা হবে। এর মানে হলো প্রতিটি দল নিজেদের গ্রুপে ২টি করে ম্যাচ খেলবে, প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে দল সুপার ফোর ধাপে যাবে, যেখানে দলগুলো রাউন্ড-রবিন ফরম্যাটে একে অন্যের সাথে খেলবে। BPL Live Online by Bkash Payment । অনলাইনে দেখুন পুরো বিপিএল ২০২২

এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখাবে কোন কোন চ্যানেল? গাজী টিভি চ্যানেলে এশিয়া কাপ ২০২২ এর ক্রিকেট ম্যাচগুলো দেখা যাবে। এছাড়া নাগরিক টিভি, টি স্পোর্টস, স্টার স্পোর্টস, টেন স্পোর্টস ও বিটিভিতেও খেলাগুলো দেখা যাবে বলে জানা গেছে। আপনার বাসায় যদি ক্যাবল টিভি নেটওয়ার্ক থাকে তবে আপনি ক্রিকেট খেলা দেখতে পাবেন। যদিও বাংলাদেশে সকল বাংলা চ্যানেল ফি’তে মোবাইলে দেখা যায় কিন্তু ওসব চ্যানেলেও ক্রিকেট দেখানো হয়। ক্রিকেট একটি খুবই প্রিমিয়াম প্রোগ্রাম তাই ফিতে দেখা সম্ভব হয় না।

সরাসরি খেলা দেখার সফটওয়্যার ২০২২ / লাইভ ক্রিকেট খেলা দেখার এপস

বিপিএল-এর সিলেট পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স ম্যাচটি লাইভ দেখতে শুধুমাত্র বিকাশ পেমেন্টে সাবস্ক্রিপশন নিন র‍্যাবিটহোল-এ । ৯৯ টাকায় র‍্যাবিটহোল মান্থলি প্যাক, মেয়াদ ৩০ দিন

এশিয়া কাপ ২০২২ । মোবাইলে লাইভ খেলা দেখার উপায় ২০২২

ফেসবুক বা ইউটিউবে “এশিয়া কাপ ক্রিকেট লাইভ” সার্চ করলে খেলা দেখতে পারবেন কিন্তু তাতে খুব একটা মজা পাবেন না এবং লিংক বন্ধ হয়ে যাবে এবং স্লো হবে।

লাইভ খেলা দেখার ওয়েবসাইট । এশিয়া কাপ ২০২২ এর সময়সূচি ২০২২

  • ২৭ আগস্ট ২০২২ – শ্রীলঙ্কা বনাম আফগানিস্থান, দুবাই (গ্রুপ বি)
  • ২৮ আগস্ট ২০২২ – ভারত বনাম পাকিস্থান, দুবাই (গ্রুপ এ)
  • ৩০ আগস্ট ২০২২ – বাংলাদেশ বনাম আফগানিস্থান, শারজাহ (গ্রুপ বি)
  • ৩১ আগস্ট ২০২২ – ভারত বনাম হংকং, দুবাই (গ্রুপ এ)
  • ১ সেপ্টেম্বর ২০২২ – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দুবাই (গ্রুপ বি)
  • ২ সেপ্টেম্বর ২০২২ – পাকিস্থান বনাম হংকং, শারজাহ (গ্রুপ এ)
  • ৩ সেপ্টেম্বর ২০২২ – বি১ বনাম বি২, শারজাহ (সুপার ৪)
  • ৪ সেপ্টেম্বর ২০২২ – এ১ বনাম এ২, দুবাই (সুপার ৪)
  • ৬ সেপ্টেম্বর ২০২২ – এ১ বনাম বি১, দুবাই (সুপার ৪)
  • ৭ সেপ্টেম্বর ২০২২– এ২ বনাম বি২, দুবাই (সুপার ৪)
  • ৮ সেপ্টেম্বর ২০২২– এ১ বনাম বি২, দুবাই (সুপার ৪)
  • ৯ সেপ্টেম্বর ২০২২– বি১ বনাম এ২, দুবাই (সুপার ৪)

কত তারিখ পর্যন্ত এশিয়া কাপ টি২০ ক্রিকেট চলবে?

এশিয়া কাপ ক্রিকেট কত দিন চলবে? দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৭ আগস্ট শুরু হয়েছে এশিয়া কাপ ২০২২। ছয় বছরে এই প্রথমবার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে টি২০ ফরম্যাটে যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এবং হংকং, এই ৬টি দল এশিয়া কাপ ২০২২ এর ট্রফি জেতার লক্ষ্যে মাঠে নামবে। ৯ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত এশিয়া কাপ ক্রিকেট চলবে।

https://bdtimes.net/bpl-live-online-by-bkash-payment-%e0%a5%a4-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%ac/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *