ডাকঘর সঞ্চয় ব্যাংক ২০২৩ । সাধারণ হিসাবে ৭.৫% সরল হারে মুনাফা পাওয়া যায়
অনলাইন হিসাব পদ্ধতিতে ব্যাংক হিসাব খোলা হবে যেখানে বাংলাদেশী যে কোন নাগরিক অর্থ জমা রাখতে পারবেন– ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব ২০২৩
ডিজিটাল হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংক? – ১ জুলাই, ২০২৩ তারিখের পূর্বে ম্যানুয়ালি খোলা ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের বিনিয়োগকারী/বিনিয়োগকারীগণ ১ (এক) বছর পর্যন্ত অর্থাৎ ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত মুনাফা পাবেন এবং পরবর্তীতে হিসাব বন্ধ থাকবে।
তবে বিনিয়োগকারী/বিনিয়োগকারীগণ ইচ্ছা পোষণ করলে একই দিনে অনলাইনে ১টি নতুন ডিজিটাল সাধারণ হিসাব খুলতে পারবেন। ১ জুলাই ২০২৩ তারিখ হতে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এর কোন জমা ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণযোগ্য হবে না।
ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব- মেয়াদী হিসাব ছাড়াও ডাকঘর সঞ্চয় ব্যাংকে সাধারণ হিসাব খুলা হয়। এক্ষেত্রে মেয়াদী আমানতে ১১.৫২% মুনাফা দিলেও সাধারণ সঞ্চয়ী হিসাবে ৭.৫% মুনাফা প্রদান করা হয় যা সরল হারে প্রযোজ্য হইবে। বাংলাদেশের যে কোন নাগরিক এ হিসাব খুলে অর্থ সঞ্চয় করতে পারবেন। এ হিসাবে বিনিয়োগের ক্ষেত্রে নাবালকের পক্ষেও এ হিসাব খোলা যায়।
মান্যুয়াল হিসাব আর আগামী ১ লা জুলাইয়ের পর খোলা যাবে না / ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল নম্বর প্রদান করা হবে
১ জুলাই ২০২৩ তারিখ হতে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এর কোন জমা ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণযোগ্য হবে না।
ডাকঘর সঞ্চয় ব্যাংক সংক্রান্ত প্রজ্ঞাপন Full PDF Download
মাত্র ১০ টাকাও সঞ্চয়ী হিসাব খোলা যায়। সর্বোচ্চ বিনিয়োগের উর্ধ্বসীমা কত?
- একক নামে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং যুগ্ম-নামে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা।
- অন্যান্য সুবিধাঃ (ক) নমিনী নিয়োগ করা যায় / পরিবর্তন ও বাতিল করা যায়;
- এক মাসেরও মুনাফা প্রদেয়।
১ মাস টাকা রাখলেও মুনাফা পাওয়া যায় কি?
হ্যাঁ। ডাকঘর ব্যাংকে যদি আপনি সাধারণ হিসাব খুলে ১ মাসও টাকা রাখেন তবে মুনাফা পাওয়া যাবে। ৭.৫% হারে এক মাসে সরল সুদে যে মুনাফা থাকে তা পাওয়া যাবে। যেখানে অন্যান্য ব্যাংকগুলো বার্ষিক ২.৫% থেকে ৩% মুনাফা দেয় তাও তাদের নির্ধারিত সময় সীমার পর্যন্ত অর্থ জমা রাখতে হয়।
পোস্ট অফিস সঞ্চয় ব্যাংক সংক্রান্ত
ক্রমিক নং | শিরোনাম | ফাইল |
১ | পোস্ট অফিস সঞ্চয় ব্যাংক মেয়াদী ও সাধারন হিসাব খোলার নিয়মাবলী এক নজরে তথ্য ছক | ডাউনলোড |
পোস্ট অফিস সঞ্চয় ব্যাংকে ব্যাবহৃত ফরম সমূহঃ
ক্রমিক নং | শিরোনাম | ফাইল |
১ | (ক). মেয়াদী হিসাব (এফ ডি) খোলার নতুন ফরম
(খ). মেয়াদী হিসাব (এফ ডি) খোলার পুরাতন ফরম |
ডাউনলোড
ডাউনলোড |
২ | (ক). সাধারন হিসাব (এস বি) খোলার নতুন ফরম
(খ). সাধারন হিসাব (এস বি) খোলার পুরাতন ফরম |
ডাউনলোড |
৩ | Bank intimation ( চেকের মাধ্যমে জমার ক্ষেত্রে) | ডাউনলোড |
৪ | প্রধান ডাকঘরে টাকা জমার ফরম | ডাউনলোড |
৫ | সাব অফিসে টাকা জমার ফরম | ডাউনলোড |
৬ | টাকা উত্তোলনের ফরম | ডাউনলোড |
৭ | প্রাথমিক এস, বি রসিদ | ডাউনলোড |
৮ | নমুনা স্বাক্ষর কার্ড | ডাউনলোড |