সর্বশেষ নিউজ

ইনক্রিমেন্ট ২০২৫ । ইনক্রিমেন্ট বের করার নিয়ম দেখুন

সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ বার্ষিক বেতন বৃদ্ধি অনলাইনে চেক করতে পারেন-আপনিও এনআইডি ও ভেরিফিকেশন নম্বর এবং আপনার মোবাইল ব্যবহার করে চেক করতে পারেন – ইনক্রিমেন্ট ২০২৫

৫% প্রনোদনা সহ কি মূল বেতন বাড়ছে? না। শুধুমাত্র একধাপ বা একটি ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে। ১/৭/২০২৫ তা‌রি‌খের বা‌র্ষিক ইন‌ক্রি‌মেন্ট ইতোমধ্যে যুক্ত হয়ে গিয়েছে।  সরকা‌রি কর্মকর্তা-কর্মচার‌ীদের ১/৭ তা‌রি‌খে বা‌র্ষিক ইন‌ক্রি‌মেন্ট যুক্ত হয়। আপনার ইন‌ক্রি‌মেন্ট যোগ হ‌য়ে‌ছে কিনা দে‌খতে প্র‌বেশ করতে হ‌বে।

প্রনোদনা আর ইনক্রিমেন্ট কি একই? না। সরকারি কর্মচারীরা ১ জুলাই থেকে মূল বেতনের ১০ শতাংশ টাকা পাবেন। সাধারণভাবেই ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) তাঁদের আছে। এখন যোগ হবে আরও ৫ শতাংশ। অর্থাৎ তাঁদের বেতন বাড়ছে ১০ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেওয়ার কথা জানান।

কিভাবে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট লেগেছে কিনা দেখবো? খুব সহজেই আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে অনলাইন হতে ইনক্রিমেন্ট দেখে নিতে পারেন। এজন্য আপনার এনআইডি নম্বর এবং ভেরিফিকেশন নম্বর প্রয়োজন পড়বে। আবশ্যিক ভাবে আপনার পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নম্বরটি একটিভ থাকতে হবে। সহজ স্টেপ: Go to Pay Fixation > পরবর্তী ধাপ>আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি তে টিক দিতে হবে>পরবর্তী>ইনক্রিমেন্ট>হ্যাঁ>বেসামরিক>NID Number, Verification No. , Capcha Entry>Login>OK>Verification Code>5352>Validate>ইনক্রিমেন্ট তারিখ সিলেক্ট>Click GO>Increment Sheet>Go bellow to See Basic.

Pay fixation check online process / Ibas pay fixation

ব্রাউজা‌রে payfixation.gov.bd লিখ‌ে go তে ক্লিক কর‌লে নি‌চের সাই‌টে কনভার্ট হ‌বে: https://ibas.finance.gov.bd/ibas2/Fixation

ব্রাউজা‌রে payfixation.gov.bd লিখ‌ে go তে ক্লিক কর‌লে নি‌চের সাই‌টে কনভার্ট হ‌বে https://ibas.finance.gov.bd/ibas2/Fixation

Caption: Check payfixation website now

increment check 2025। পে ফিক্সেশন কপি বের করার নিয়ম দেখুন Handsome Men in Bangladesh

  • ছ‌বি-১: নী‌চের দি‌কে “পরবর্তী ধাপ” এ ক্লিক
  • ছ‌বি-২: “আ‌মি ‌প্রিন্ট নি‌য়ে‌ছি, প‌ড়ে‌ছি এবং বু‌ঝে‌ছি” বা‌মের ব‌ক্সে টিক ও “পরবর্তী” তে ক্লিক
  • ছ‌বি-৩: ইন‌ক্রিমেন্ট অপশ‌নে ক্লিক
  • ছবি-৪: স্ক্রি‌নে যে কমান্ড আস‌বে সেখা‌নে “হ্যাঁ” তে ক্লিক
  • ছ‌বি-৫: বেসাম‌রিক অপশ‌নে ক্লিক
  • ছ‌বি-৬: ১৭ ডি‌জি‌টের NID বা Smart ID যে‌টি বেতন নির্ধারণের সময় ব্যবহৃত হ‌য়ে‌ছে, মাঝখা‌নে হাই‌ফেনসহ Verification No. (Verification No. ভু‌লে গে‌লে
  • ছবি-৭: ছ‌বি-৬ এর নী‌চে Forgot verification? এ ক্লিক কর‌লে ছ‌বি-৭ এ এর মত NID আর ক্যাপচা দি‌য়ে Send Verification কো‌ডে ক্লিক কর‌লে ফি‌ক্সেশা‌নের সময় প্রদত্ত মোবাইল নম্বরে Verification No. চ‌লে যা‌বে) এবং ক্যাপচা ব‌সি‌য়ে login এ ক্লিক কর‌লে ফি‌ক্সেশা‌নের সময় প্রদত্ত মোবাইল নম্ব‌রে এসএমএস আস‌বে ৪ নম্ব‌রের Verification Code
  • ছবি-৮: Verification Code ইনপুট দি‌য়ে Validate অপশনে ক্লিক
  • ছ‌বি-৯: পে‌জের উপ‌রের দি‌কে ইন‌ক্রি‌মেন্ট তা‌রি‌খ লেখার ডানপা‌শে ড্রপ-ডাউন বাট‌নে ক্লিক কর‌লে আ‌গের সব ইন‌ক্রি‌মেন্ট তা‌রিখ সহ ১/৭/২০২৩ তা‌রিখ দেখা যা‌বে। ১/৭/২০২৩ তা‌রি‌খে ক্লিক কর‌তে হ‌বে।
  • ছ‌বি-১০: ইন‌ক্রি‌মেন্ট 01/07/2023 লেখা অং‌শের নী‌চে Go তে ক্লিক কর‌লে চ‌লে আস‌বে ফিক্সেশান পেজ, এরপর বামপা‌শে প্রিন্ট অপশ‌নে গি‌য়ে ক্লিক ক‌রে প্রিন্ট নি‌লেই হ‌য়ে গেল।

Annual Online pay fixation?

বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করাকেই অনেকে মনে করে থাকেন যে, বার্ষিক পে ফিক্সেশন। মূলত এটি বার্ষিক পে ফিক্সেশন না। অনলাইনে বেতন বৃদ্ধির ফিক্সেশন অটো অনলাইনে হয়ে থাকে। আপনি শুধুমাত্র অনলাইনে কপি দেখতে বা বের করতে পারেন। এটি চেক করা বাধ্যতামূলক নয়। এটি প্রিন্ট করতেই হবে ব্যাপারটি এমন নয়। আপনার বেতন বৃদ্ধি পেয়েছে কিনা এটি আপনি যাচাই করতে পারেন কারণ তথ্য ঘাটতি বা অনলাইন জনিত সমস্যার কারণে ইনক্রিমেন্ট না লেগে থাকলে ম্যানুয়ালী ইনক্রিমেন্ট লাগাতে হবে।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *