সর্বশেষ নিউজ

CA কি? CA মাধ্যমে কি ভাবে চাকরি ও ক্যারিয়ার সমৃদ্ধ করা যায়?

CA মাধ্যমে কি ভাবে চাকরি ও ক্যারিয়ার সমৃদ্ধ করা যায়

 

প্রশ্ন ১ সিএ আসলে কি?

উত্তর Chartered Accountancy বা CA হল হিসাববিজ্ঞান বিষয়ে একটি বিশেষায়িত/প্রফেশনাল ডিগ্রি, তবে একজন CA এর কাজ শুধুমাত্র হিসাববিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা আরো রিলেটেড অনেকগুলো ফিল্ডে পরিব্যপ্ত৷ যার ফলে পাসের পর ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীকে ভাবতে হয় না। বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ বড় প্রতিষ্ঠানে সিএ ডিগ্রিধারীদের রয়েছে ব্যাপক চাহিদা। যা দিন দিন বেড়েই চলেছে।

 

প্রশ্ন ২ এই ডিগ্রি কোন প্রতিষ্ঠান দেয়?

উত্তর বাংলাদেশে হিসাবরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাগত এই ডিগ্রি দেয় দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB)।

 

 প্রশ্ন ৩ সিএ ফার্ম কি? 

উত্তর সিএ ফার্ম হল মূলত অডিটর প্রতিষ্ঠান। এরা আইসিএবি (দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশের) অধীন সদস্য সংগঠন। আর, আইসিএবি হল পুরো সিএ প্রফেশনের জন্যে সরকারি আইন দ্বারা গঠিত, বাণিজ্য মণত্রণালয়ের অধীন একমাত্র রেগিউলেটরি ক্ষমতাপ্রাপ্ত অথরিটি।

 

প্রশ্ন ৪ কেন সিএ করবো?

উত্তর একজন বিজনেস লিডার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করার জন্য ৷ লিডার হিসেবে শুরু করা ক্যারিয়ারের Growth টা কেমন হতে পারে একবার ভেবে দেখুন ৷

 

প্রশ্ন ৫ সবাই কি সিএ করতে পারে?

উত্তর সাধারণত ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টরা এটি করে থাকে ৷ অবশ্য অন্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের ও সিএ করার সুযোগ আছে ৷ চাইলে HSC পাস করেও সিএ করা যায় ৷ অনেকের ভুল ধারণা শুধু Accounting/Finance এর স্টুডেন্টদের জন্য সিএ ৷ প্রকৃতপক্ষে Accounting/Finance পড়লে জাস্ট কিছু সুবিধা পাওয়া যায়, এর বেশি আর কিছুই না ৷

 

প্রশ্ন ৬ সিএ-তে আবেদনের যোগ্যতা কেমন হতে হবে আর HSC-এর পর কি আবেদন করা সম্ভব?

 

উত্তর জ্বি সম্ভব, HSC পাসের পরই সিএ কোর্সে ভর্তির আবেদন করা যায়। সে ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোনো একটিতে জিপিএ-৫ সহ ন্যূনতম ৯ পয়েন্ট থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে ন্যূনতম ৩৮ পয়েন্ট (সর্বনিম্ন ৫ বিষয়ে, সর্বোচ্চ ৭ বিষয়ে) এবং এ লেভেলে ন্যূনতম ১২ পয়েন্ট (৩ বিষয়ে) পেতে হবে। এ ক্ষেত্রে এ গ্রেড সমান ১০ পয়েন্ট, বি গ্রেড সমান ৬ পয়েন্ট, সি গ্রেড সমান ৪ পয়েন্ট হিসাব করা হবে। যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর শেষে আবেদন করতে চাইলে উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। CGPA-4 এর মধ্যে 2.5 থেকে 3 এবং CGPA-5 এর মধ্যে 3 থেকে 4-কে দ্বিতীয় বিভাগ ধরা হয়।

 

প্রশ্ন ৭ সিএ পাস করা কি খুব কঠিন?

উত্তর যেকোন প্রফেশনাল ডিগ্রি পাস করাই কঠিন, তবে পড়াশোনার মধ্যে Regularity থাকলে সেই কাঠিন্যের তীব্রতা ক্রমাগত কমতে থাকে ৷

 

প্রশ্ন ৮ সিএ পাস করতে কয় বছর লাগে?

উত্তর তিনটা লেভেল চাইলে দেড় বছরেও পাস করা যায় ৷ এটি Person to person vary করে, মেধা, পড়াশোনা, চেষ্টা, সাধনা ইত্যাদির ওপর ৷ অনেকেই ৩-৪ বছরকে Standard মনে করেন ৷

 

 প্রশ্ন ৯ সিএ শেষ করতে কেমন খরচ হয়?

উত্তর সিএ কোর্সে ভর্তি থেকে শুরু করে সমাপনী পরীক্ষা পর্যন্ত সব মিলিয়ে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়। এর মধ্যে রেজিস্ট্রেশনে খরচ পড়ে তিরিশ হাজার (৩০,০০০) টাকা। সিএতে এটাই একমাত্র বড় অংকের খরচ, এরপর আর কোনো বড় অংকের খরচ নেই।

 

 প্রশ্ন ১০ সিএ পরীক্ষা কখন হয়?

উত্তর সিএ পরীক্ষা বৎসরে দুইবার নেয়া হয়- সাধারনত জুন এবং ডিসেম্বরে। সিএ রেজিস্ট্রেশনের পর সাবজেক্ট এনরোলমেন্ট এবং নির্দিষ্ট সংখ্যক পার্সেন্ট ক্লাস এটেন্ডেনস নিশ্চিত করার পর একজন ছাত্র জুন বা ডিসেম্বর যেকোনো সেশনের পরীক্ষায় অংশ নিতে পারে। সিএ সিসি শেষ হয়ে যাওয়ার পরেও সিএ পরীক্ষায় পাস না করা পর্যন্ত আজীবন দেয়া যায়।

 

 প্রশ্ন ১১ সিএ-তে পাস মার্ক কত?

উত্তর পাস মার্ক সাধারণত ৫০ (বি গ্রেইড), তবে প্রশ্নের মান অনুযায়ী এর ব্যত্যয়ও হয়। পরীক্ষায় কোনো অপশনাল প্রশ্ন থাকে না।

 

 প্রশ্ন ১২ পাশ করতে পারলেই কি আমি একজন Chartered Accountant হয়ে যাবো? 

 

উত্তর ব্যাপারটা আসলে এই রকম, সব লেভেল পাশের পর একজন সিএ ছাত্র আইসিএবির এসোসিয়াট মেম্বার ACA (এসোসিয়াট অব চার্টার্ড একাউন্টেন্টস) হয়ে যান। এরও পর, পাঁচ বৎসর মেম্বারশিপ অতিবাহিত হলে তিনি হন ফেলো মেম্বার বা FCA (ফেলো অব চার্টার্ড একাউন্টেন্টস), যা এই প্রফেশনে সর্বোচ্চ স্তর।

 

প্রশ্ন ১৩ আর্টিকেলশিপ কতটুকু গুরুত্বপূর্ণ?

উত্তর একজন ভাল প্রফেশনাল একাউন্ট্যান্ট হতে আর্টিকেলশিপের গুরুত্ব অপরিসীম ৷ এই সময়টাকে যে যত বেশি কাজে লাগাতে পারবে, এই সেক্টরে তার অভিজ্ঞতা তত বাড়বে এবং পরবর্তী কর্মজীবনে তার সফলপ্রয়োগের মাধ্যমে একটা sustainable ক্যারিয়ার গড়া সম্ভব ৷

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *