Online NID correction Step by step । জন্ম নিবন্ধন সনদ সংশোধন নিয়ম ২০২২

জন্ম নিবন্ধন সনদপত্র করা প্রত্যেক নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ।একটি শিশু জন্ম গ্রহনের ৪৫ দিনের ভিতরেই শিশুর জন্ম নিবন্ধন সনদ করা বাধ্যতামূলক।কোন শিশু জন্ম গ্রহনের পরে যদি জন্ম নিবন্ধন সনদ না করা হয় তাহলে পরবর্তীতে সময়ে নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে নতুন বছরে সন্তানকে স্কুলে ভর্তি করার জন্ম নিবন্ধন সনদ অবশ্যই এখনই তৈরি  করে রাখতে হবে।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২২

বেশর ভাগ মানুষই সশরীরে উপস্থিত  হয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে থাকেন। আবার কিছু সংখ্যক মানুষ  ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম পূরণ করেন। তবে জন্ম সনদ করার সময় অমনোযোগী অথবা অসচেতন থাকার কারনে ভুল হয়ে যায়। Birth Certificate Correction System 2022 । জন্ম নিবন্ধন সংশোধন

ভোগান্তির শিকার হতে হয় অনেকের

এই অমনোযোগী থাকার কারনে দেখা যায়, কারও বা নামের বানানে ভুল হয়েছে অথবা মা-বাবার বানান সঠিক নেই। অন্যথায় জন্ম তারিখ, মাস কিংবা সাল ভুল হতে পারে। এই ভুল সংশোধন করার  জন্য আবার অনেকের ভোগান্তির শিকার হতে হয়।

কীভাবে জন্ম নিবন্ধন সনদের ভুল সংশোধন করবেন

এখন আসুন যেনে নেওয়া যাক কোন যায়গা থেকে এবং কীভাবে জন্ম নিবন্ধন সনদের এই ভুল সংশোধন করবেন, এটা নিয়ে অনেকে আতংকিত হয়ে পড়েন। তবে এটা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই।আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করে জন্ম নিবন্ধনের ভুল সঠিক করে নিতে পারবেন। এক্ষেত্রে ১০-১৫ কার্যদিবসের মধ্যেই আপনি আপনার সঠিক সনদপত্রটি পেয়ে যাবেন। NID correction । ঘরে বসে অনলাইনে NID কার্ড সংশোধন করুন

যে কাগজপত্র আপনার সাথে রাখবেন

  • আবেদনকারীর ব্যক্তির জন্ম নিবন্ধন (যা অনলাইনে পূর্বে নিবন্ধিত থাকতে হবে) বাবা এবং মার জন্ম নিবন্ধন (যা অনলাইনে পূর্বে নিবন্ধন থাকতে হবে) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/টিকা সনদপত্র কিংবা তথ্য প্রমাণের জন্য অন্য যে কোন গুরুত্বপূর্ণ সনদপত্র।
  • আপনার মা/বাবার নাম সংশোধন করার ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আপনার জন্ম নিবন্ধনটির তথ্য সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন।
  • যদি আপনার জন্ম নিবন্ধন করার সময়ে মা/বাবার জন্ম নিবন্ধন নম্বর প্রথমে দিয়ে থাকেন, সেক্ষেত্রে তাদের নাম সংশোধন করার পরে, আপনার জন্ম নিবন্ধন সনদ পুনরায় মুদ্রিত হলে সেখানে মা/বাবার সংশোধিত নাম দেখা পাবেন।
  • জন্ম নিবন্ধন করার সময় আপনার মাত/বাবার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন, তাহলে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে মা/বাবার জন্ম নিবন্ধন নম্বর নকশা তৈরি করতে হবে।
  • মা/বাবার জন্ম নিবন্ধন নম্বর নকশা করার হলে আপনার জন্ম নিবন্ধন সনদ পুনরায় মুদ্রিত করলে, সেখানে আপনি মা/বাবার সংশোধিত নাম দেখতে পাবেন।

প্রামাণিকপত্র জমা দিতে হবে না

যদি আপনার মা/বাবার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং  আপনার জন্ম যদি ০১/০১/২০০১ এর পূর্বে হয়, তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদনপত্রে মা/বাবার নামও সংশোধন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার মা/বাবা যদি মারা যান তাহলে তাদের মৃত্যুর কোনো প্রামাণিকপত্র জমা দিতে হবে না।

প্রামাণিকপত্র দাখিল করতে হবে

মা/বাবার জন্ম নিবন্ধন নম্বর না থাকলে অথবা মা/বাবা মারা গেলে ও আপনি যদি ০১/০১/২০০১ খ্রিঃ তারিখের পরে জন্মগ্রহন করেন, তাহলে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার জন্য আবেদন করলে মা/বাবার নাম সংশোধন করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রেও আপনাকে মৃত বাবা/মার মৃত্যুর প্রামাণিকপত্র দাখিল করতে হবে।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২২

  • প্রথমে জন্ম তথ্য সংশোধন করতে অনলাইনে আবেদন করার জন্য এই লিংকে প্রবেশ করুন http://bdris.gov.bd/br/correction
  • এরপর পোর্টালের জন্ম নিবন্ধন সংশোধন ফরমে প্রবেশ করুন।তারপর যার জন্ম নিবন্ধন সংশোধন করতে ইচ্ছুক, তার জন্ম নিবন্ধন নম্বরটি দেন।
  • এখন আপনি আপনার পূর্বের জন্ম নিবন্ধিত নম্বরের ১৭ ডিজিট দিয়ে প্রবেশ করুন। এরপর জন্ম তারিখ উপরে নিচে  মেনু থেকে বাছাই করে অনুসন্ধান বাটনে চাপ দেন। তথ্য ঠিক থাকলে নিচে নিবন্ধিত ব্যক্তির তথ্য দেখা যাবে।
  • প্রর্দশিত তথ্যের পাশে থাকা বাছাই করুন অপশন বাটনে চাপ দেন। আপনি কি নিশ্চিত?’ মেসেজ দেখতে পাবেন। সেখানে আপনি নিশ্চিত বাটনে চাপ দেন। আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।

বি দ্র: অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য অবশ্যই নিবন্ধিত ব্যক্তির জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে থাকতে হবে। জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই ১৭ সংখ্যার হতে হবে।তানা হলে জন্ম সনদ অনলাইন করার পরবর্তী পদক্ষেপ  গ্রহণ করতে হবে।

  • ১ম ধাপঃ এ ধাপে আপনার আগে যে ইউনিয়ন, পৌরসভার অধীনে জন্ম নিবন্ধনটি করেছেন সে ঠিকানা দিতে হবে। দোশ নির্বাচনের ক্ষেত্রে উপরে নিচে মেনু থেকে যে দেশ থেকে অনলাইন জন্ম নিবন্ধন করা হয়েছে, সে দেশ সিলেক্ট করুন।
  • ২য় ধাপঃ বাংলাদেশ সিলেক্ট করলে বিভাগ অপশন থেকে বিভাগ এবং ছবিতে প্রর্দশিত আবশ্যিক তথ্যগুলো দেন। সব তথ্য দেওয়া হয়ে গেলে পরর্বতী বাটনে চাপ দেন। এই ধাপে আপনার জন্ম নিবন্ধন সনদ সংশোধনের মূল কার্যাবলি শেষ করতে হবে।
  • ৩য় ধাপঃ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ আপনার জন্ম নিবন্ধনে তথ্য সংশোধনের ক্ষেত্রে এখানে আপনি আপনার তথ্য সংশোধনের জন্য অপরিহার্য  তথ্য পূরণ করবেন।
  • ৪র্থঃ প্রথমে বিষয়ের উপরে নিচে  মেনু বার থেকে সংশোধনের বিষয় নির্বাচন করুন।

যে বিষয় গুলো সংশোধনের আবেদন করতে পারবেন

1. নাম (বাংলায় এবং ইংরেজি), 2. বাবা এবং  মার নাম (বাংলায় এবং ইংরেজি), 3. জন্ম তারিখ, 4. জাতীয়তা, 5. জেন্ডার, 6. জাতীয় পরিচয়পত্র।

উপরোক্ত বিষয় হতে আপনি যে তথ্যটি সংশোধন করতে চান সে বিষয়টি নির্বাচন করার পর সংশোধিত তথ্য বক্সটি সচল হবে। এখানে আপনি আপনার সঠিক তথ্যটি প্রদান করুন সংশোধনের কারণ হিসেবে ভুল রেকর্ড (লিপিবদ্ধ) করা হয়েছে নির্বাচন করুন।

একের অধিক তথ্য সংশোধন করতে হলে আরও তথ্য সংযুক্ত করুন বাটনে ক্লিক করে সংশোধনের প্রয়োজনীয়  তথ্য দিন।

৫ম ধাপঃ ঠিকানা ঘটিত তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি দেওয়ার পর আপনার জন্ম স্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানার তথ্য প্রদান করুন।

দেশ, বিভাগ, ডাকঘর (বাংলায় এবং ইংরেজি), গ্রাম / পাড়া / মহল্লা (বাংলায় এবং ইংরেজি), বাসা এবং সড়ক ( নাম, নম্বর ) সঠিকভাবে প্রবেশ করুন।

নিবন্ধিত ব্যক্তির তথ্যাদি সংশোধনের জন্য যিনি আবেদন করছেন তার তথ্য এন্ট্রি করুন। আবেদনাধীন ব্যক্তির সাথে সম্পর্ক সিলেক্ট করুন এবং আবেদনকারীর নাম, আবেদনকারীর ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল (যদি থাকে) প্রদান করুন।

সংশোধনের আবেদনকারী বাবা-মা ছাড়া অন্য কোন ব্যক্তি হলে তার জন্ম নিবন্ধন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করুন। অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদনের স্বপক্ষ্যে প্রয়োজনীয় তথ্য আপলোড করার জন্য সবুজ চিহ্নিত সংযুক্ত বাটনে চাপ দিন।

আপনার কাঙ্খিত  ফাইলটি নির্বাচন করে ওপেন বাটনে চাপ দিন। আপনার নির্বাচিত ফাইলটি প্রিভিউ দেখাবে এবং  এর পাশে থাকা ফাইল টাইপ ড্রপ ডাউন মেনু থেকে আপনার সংযোজনের ধরন নির্বাচন করে আপলোড করার জন্য শুরু করুন বাটনে চাপ দিন।

ফি পরিশোধ পদ্ধতি

জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় ফি চালান কিংবা অনলাইন ফি পরিশোধ পদ্ধতির মাধ্যমে পরিশোধ করতে হবে।

আপনি যদি অনলাইন এ ফি পরিশোধ করতে চান তাহলে ফি আদায় বাটনে চাপ দিন।

সংশোধনের জন্য ফি নির্ধারন

এবার আসুন জেনে নেওয়া যাক জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে। বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য ফি নির্ধারন করেছে। সরকার ফি নির্ধারন করছে ১০০ টাকা তবে আপনাকে কিছু টাকা বেশ খরচ করতে হবে।সবমিলিয়ে হয়তো ২০০/৩০০ টাকা খরচ হতে পারে।

চালানের মাধ্যমে ফি জমা দিয়ে থাকলে- চালান নম্বর, চালান জমার তারিখ, চালান পরিশোধের মাধ্যম, ব্যাংক, জেলা এবং ব্যাংক ব্রাঞ্চ সঠিক ভাবে এন্ট্রি করে সাবমিট অপসনে চাপ দিন।

সফল ম্যাসেজ আসলে বুঝবেন, আপনার আবেদনটি সফল ভাবে সাবমিট হয়েছে।আবেদন গ্রহন করার পর প্রিন্ট বাটনে চাপ দিন, আবেদনটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের কাছে (ইউনিয়ন বা পৌরসভায়) দাখিল করুন।

এরপর নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয় আপনার আবেদনপত্রটি যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন। নিবন্ধন সংশোধন হয়ে গেলে আপনি আপনার অনলাইন জন্ম নিবন্ধনটি পেয়ে যাবেন।

Birth Certificate Correction System 2023 । অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *