Rojar Eid 2023 । ঈদ কত তারিখে ২০২৩ বাংলাদেশে

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বছরে দুটি খুশি বা ঈদ অনুষ্ঠিত হয় – দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের বিভিন্ন সময় বিভিন্ন উৎসব পালিত হয়ে থাকে– Rojar Eid 2023

রোজার ঈদ কি? –দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকে। ‘ঈদ’ মানে আনন্দ উৎসব, ঈদ মানে যা বারবার ফিরে আসে। ‘ফিতর’ মানে উপবাস ভঙ্গ করা বা রোজা ভাঙা। রমজানের রোজার শেষে এই ঈদ আসে বলে এর নাম ‘ঈদ-উল-ফিতর‘।

ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। ঈদে কবে অনুষ্ঠিত হবে? রোজা যেহেতু আগামী মার্চ/২০২৩ মাস হতে শুরু হবে সে হিসাবে রোজার ঈদ বা ঈদ উল ফিতর শুরু হবে এপ্রিল মাসে। এপ্রিল মাসে ২২ তারিখে সরকারি ক্যালেন্ডার মোতাবেক ঈদ অনুষ্ঠিত হবে। যদিও চাঁদ দেখার উপর নির্ভর করবে। রোজা কয়টি হবে সেটিও বড় একটি ফ্যাক্টর।

সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ অনুষ্ঠিত হয় তার পরের দিন আমাদের দেশে ঈদ অনুষ্ঠিত হয়। যদিও বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে সৌদি আরবের সাথে মিল রেখে জাতীয় ঈদ অনুষ্ঠিত হওয়ার পূর্বেই ঈদ পালিত হয়। তবে জাতীয়ভাবে ঘোষিত ঈদ কেবল সৌদিতে যে ঈদ হয় তার পরের দিনই অনুষ্ঠিত হয়ে থাকে।

২০২৩ সালের রমজান কত তারিখ / ২০২৩ সালের ঈদুল ফিতর কত তারিখ

ঈদুল আযহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে।

Rojar Eid 2023 । ঈদ কত তারিখে 2023 বাংলাদেশে

Caption: Govt. Calendar in Bangladesh

বাংলাদেশে ঈদ কবে হবে? ঈদ উল আযহা এবং ঈদ উল ফিতরের বাংলাদেশ সময়সূচী ২০২৩

  1. বাংলাদেশ ও অন্যান্য দেশে রমজান বা রোজা শুরু ২৩ মার্চ ২০২৩ খ্রি.
  2. রমজান বা রোজা শেষ ২১ এপ্রিল ২০২৩ খ্রি.
  3. সৌদি ও আরব দেশে রেজা শুরু ২২ মার্চ ২০২৩ খ্রি.
  4. রমজান বা রোজা শেষ ২০ এপ্রিল ২০২৩ খ্রি.
  5. বাংলাদেশে রোজার ঈদ বা ঈদ উল ফিতর ২২ এপ্রিল ২০২৩ খ্রি. শুরু হবে।
  6. সৌদি আবর ও আরব দেশেগুলোতে ২১ এপ্রিল ২০২৩ ঈদুল ফিতর শুরু হবে।
  7. বাংলাদেশে কোরবানির ঈদ বা ঈদ উল আযহা শুরু হবে ২৯ জুন ২০২৩ খ্রি.
  8. সৌদি আবর ও আরব দেশেগুলোতে ২৮ জুন ২০২৩ ঈদ উল আযহা শুরু হবে।

ঈদ উল ফিতর এর ইতিহাস কি?

মুসলিম ঐতিহ্য অনুযায়ী ঈদুল ফিতর ইসলামের নবি মুহাম্মাদ দ্বারা উদ্ভূত হয়েছিল। কিছু হাদিস অনুসারে, মক্কা থেকে মুহাম্মাদের হিজরতের পর এই উৎসবগুলো মদিনায় শুরু হয়েছিল। নবির একজন সুপরিচিত সাহাবি আনাস বর্ণনা করেছেন যে, মুহাম্মাদ যখন মদিনায় পৌঁছেছিলেন, তখন তিনি দেখতে পান যে সেখানের লোকেরা দুটি নির্দিষ্ট দিন উদযাপন করছে যেখানে তাঁরা বিনোদন এবং আনন্দের সাথে নিজেদের আপ্যায়ন করছে। এতে মুহাম্মাদের মন্তব্য করেন যে আল্লাহ উৎসবের দুটি দিন নির্ধারণ করেছেন: ঈদুল ফিতর এবং ঈদুল আযহা।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *