সোনালী ব্যাংক অনলাইন চার্জ ২০২২ –সোনালী ব্যাংকের ৫০ বছর পূর্তিতে গত ২৬ মার্চ ২০২২ পর্যন্ত অনলাইন চার্জ ফ্রি লেনদেন সুবিধা প্রদান করা হয়েছিল। এক ব্রাঞ্চ হতে অন্য ব্রাঞ্চে অর্থ প্রেরণ করতে এ সময় কোন চার্জ গ্রাহককে গুনতে হয়নি। অর্ধ শত বর্ষ পূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের ফ্রি লেনদেন সুবিধা প্রদান করা হয়েছিল।

গত ১৯৭২ সালে সোনালী ব্যাংকের প্রতিষ্ঠা হলে এই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হিসাবে বেশ সাফল্য পেয়েছে। সোনালী ব্যাংক লিমিটেড এর শাখার সংখ্যা বর্তমানে ১২২৯ টি। এর মধ্যে দেশের অভ্যন্তরে ১২২৭টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে। দেশের অভ্যন্তরে ১২২৭টি শাখার মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ৭২৭ টি এবং অবশিষ্ট ৫০০টি শহরাঞ্চলে। সকল শাখার মধ্যে ৪৫টি শাখার (অথরাইজড ডিলার বা এডি শাখা) মাধ্যমে বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালনা করা হয়। তাই বিশ্বস্ত একটি ব্যাংক হিসেবেই সোনালী ব্যাংকের পরিচিতি পেয়েছে বাংলার সাধারণ মানুষের কাছে।

সরকারি লেনদেন বা গর্ভামেন্ট বিলগুলো বেশির ভাগক্ষেত্রেই সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয় বলে প্রায় ১৮ লক্ষ কর্মকর্তা/ কর্মচারীগণের অন্য ব্যাংকের পাশাপাশি সোনালী ব্যাংকের যে কোন শাখায় একটি একাউন্ট রয়েছে। তাছাড়া সোনালী ব্যাংকের বিস্তৃর্ণ শাখা গুলো থেকে যে কোন সময় অর্থ লেনদেন করতে হয়। কিন্তু অর্থ লেনদেনে গুনতে হয় চার্জ। আজ এই চার্জের পরিমাণ ও লিমিট নিয়েই আলোচনা করবো।

সোনালী ব্যাংক হতে টাকা পাঠাতে চার্জ কত? / একই ব্যাংকের অন্য ব্রাঞ্চে টাকা পাঠাতে কি চার্জ কাটে?

জি সোনালী ব্যাংকের এক ব্রাঞ্চ হতে অন্য ব্রাঞ্চে টাকা প্রেরণ করতে প্রেরককে তাৎক্ষনিক চার্জ প্রদান করতে হয় আলাদাভাবে। ব্যাংক হিসাব হতে অটো চার্জ কেটে নেয় না।

Sonali Bank Online charges 2022

Caption: Sonali Bank Online charge list 2022 । সোনালী ব্যাংক ব্রাঞ্চ টু ব্রাঞ্চ টাকা পাঠাতে চার্জ কত?

সোনালী ব্যাংক অনলাইন চার্জ বা খরচ তালিকা ২০২২ । সার্ভিস চার্জ+ ভ্যাট

  1. ১০,০০০/- টাকা পর্যন্ত (সােনালী ব্যাংকে হিসাব থাকলে)- অনলাইন চার্জ ফ্রি (১টি)
  2. ১০,০০০/- টাকা পর্যন্ত (সােনালী ব্যাংকে হিসাব না থাকলে)- অনলাইন চার্জ ১৫+ ৩ = ১৮ টাকা
  3. ১০,০০১/- টাকা থেকে ৫০,০০০/- টাকা পর্যন্ত- অনলাইন চার্জ ২৫+৪- = ২৯ টাকা।
  4. ৫০,০০১/- টাকা থেকে ১,০০,০০০/- টাকা পর্যন্ত – অনলাইন চার্জ ৫০+৮ = ৫৮ টাকা
  5. ১,০০,০০১/- টাকা থেকে ৫,০০,০০০/- টাকা পর্যন্ত- অনলাইন চার্জ  ১০০+ ১৫ = ১১৫ টাকা
  6. ৫,০০,০০১/- টাকা থেকে ১০,০০,০০০/- টাকা পর্যন্ত -অনলাইন চার্জ  ১৫০+ ২৩ = ১৭৩ টাকা
  7. ১০,০০,০০১/- টাকা থেকে ২৫,০০,০০০/- টাকা পর্যন্ত -অনলাইন চার্জ  ২৫০+৩৮ = ২৮৮ টাকা
  8. ২৫,০০,০০১/- টাকা থেকে ৫০,০০,০০০/- টাকা পর্যন্ত – অনলাইন চার্জ  ৫০০+ ৭৫ = ৫৭৫ টাকা
  9. ৫০,০০,০০১/- টাকা থেকে ১,০০,০০,০০০/- টাকা পর্যন্ত -অনলাইন চার্জ ১,৫০০+ ২২৫ = ১৭২৫ টাকা।

অন্য ব্রাঞ্চ হতে টাকা প্রেরণে সর্বোচ্চ কত টাকা চার্জ দিতে হয়?

ব্যাংক চার্জ-বেসরকারি ব্যাংক গুলো কোন অনলাইন চার্জ না কাটলেও সোনালী ব্যাংক হতে যে কোন সেবা নিতে অবশ্যই চার্জ গুণতে হবে। লিমিটেড কোম্পানী হিসেবে ব্যাংক বিধি মেনে যে কোন ব্যাংক তাদের নিজ নিজ চার্জ সিডিউল তৈরি করতে পারে। সে হিসেবে ১৮ টাকা থেকে ১৭২৫ টাকা পর্যন্ত অনলাইন চার্জ হয় এক ব্রাঞ্চ হতে অন্য ব্রাঞ্চে। ১০,০০০ টাকা পাঠাতে আপনাকে ১৫+৩ = ১৮ টাকা ব্যাংক চার্জ গুণতে হবে। আপনি যদি ৬০ লক্ষ টাকা এক ব্যাংক ব্রাঞ্চ হতে অন্য ব্রাঞ্চে প্রেরণ করেন তবে আপনাকে ১৭২৫ টাকা চার্জ হিসেবে গুণতে হবে।

যদি খুব বেশি অর্থ লেনদেন করতে হয় তবে আপনি পে অর্ডার করে প্রেরণ করবেন এতে করে সর্বোচ্চ চার্জ ১০০+১৫ = ১১৫ টাকা হবে।