সর্বশেষ নিউজ

মৌলভীবাজার জেলার পর্যটন আকর্ষণীয় স্থান গুলো কি কি? যা মৌলভীবাজার সুনাম ঐতিহ্য ধরে রাখছে

মৌলভীবাজার ঐতিহাসিক ভ্রমণের দর্শনীয় স্থান গুলো সম্পর্কে জেনে নেই ।   মৌলভীবাজার ঐতিহাসিক ভ্রমণের দর্শনীয় স্থান

১. চা জাদুঘর ,শ্রীমঙ্গল চা বাগান

মৌলভীবাজার জেলার বিস্তৃত অঞ্চলে ছোট ছোট টিলা, পাহাড় ও সমতলে ৯২টি চা বাগান রয়েছে। প্রতিটি চা বাগানে রয়েছে সবুজের সমাহার, অপরূপ সৌন্দর্য, বিভিন্ন প্রজাতির পশুপাখি।

২. মাধবকুণ্ড ইকোপার্ক ও ঝর্ণা,মাধবকুন্ড

দেশের সর্ব বৃহৎজলপ্রপাত মাধবকৃন্ড। প্রায় ৮৩ মিটার উচু পাহাড়ের উপর থেকে জলরাশি অবিরাম ধারায় নিচে পড়ছে। বিরামহীন এই জলরাশি পতনের ফলে সৃষ্ট কুন্ডের প্রবাহ শান্ডির বারিধারার মতো।

৩.মনিপুরী পল্লী কমলগঞ্জ ,পরিকুন্ড

সবুজে আবৃতমনিপুরী পল্লী (কমলগঞ্জ) আর পাহাড়ে ঘেরা এই জলপ্রপাতটি সিলেট বিভাগের মৌলবিবাজার জেলায় অবস্থিত। মাধবকুন্ড জলপ্রপাত হতে মাত্র ১০ বা ১৫ মিনিট হাটার পথ। তার পরেই পেয়ে যাবেন নিরবে নিভৃতে ঝরে পরা এই দৃষ্টিনন্দন ঝর্নাটি। তেমন কোন পর্যটক এখানে যায় না বলে ঝর্না এলাকাটি নিরবই থাক সারা বছর।

৪. হাম হাম জলপ্রপাত কমলগঞ্জ,হামহাম ঝর্ণা

প্রথমে শ্রীমঙ্গল যেতে হবে। তারপর সেখান থেকে সি এন জি যাওয়া আসা রির্জাভ করে কলাবনপাড়া।
সি এন জি যতটুকু যাওয়া সম্ভব ততটুকু সিএনজিতেই যাবেন।

৫. রজনীকুন্ড

মাধবকুন্ড এলাকা থেকে দক্ষিণ দিকে পায়ে হেটে প্রায় ৫ কিলো হাটলে পাওয়া যাবে এঈ ঝর্ণা।

যাওয়ার রাস্তা অনেক কঠিন। গাইড ছাড়া যাওয়া যাবে না।

৬.যামিনিকুন্ড

মাধবকুন্ড এলাকা থেকে ট্যুরিস্ট পুলিশের অনুমতি নিয়ে প্রায় ঘন্টাখানিক পাহাড় ঝিরিপথ পায়ে হেটে পাওয়া যাবে এই ঝর্ণা।

যাওয়ার রাস্তা অনেক কঠিন। গাইড ছাড়া যাওয়া যাবে না।

৭. ত্রিপল ঝর্ণা

মাধবকুন্ড এলাকা থেকে ট্যুরিস্ট পুলিশের অনুমতি নিয়ে প্রায় দেড়ঘন্টা পাহাড় ঝিরিপথ পায়ে হেটে পাওয়া যাবে এই ঝর্ণা।

যাওয়ার রাস্তা অনেক কঠিন। গাইড ছাড়া যাওয়া যাবে না।

. হাইল হাওর,বাইক্কাবিল

মাছ ও পাখির অভয়াশ্রম এ বাইক্কা বিল। ঢাকা থেকে ২০০ কিমি. উত্তর-পূর্বে মৌলভীবাজার জেলার অন্তর্গত শহর শ্রীমঙ্গল। এ শহরের ৬০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে হাইল হাওর। এর পূর্ব দিকে ১০০ হেক্টর এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এ অভয়াশ্রমটি। মার্কিন সাহায্য সংস্থা ইউএস এইডের সাহায্য এবং স্থানীয় প্রশাসন

ও জনগণের সহযোগিতায় গড়ে ওঠা এ অভয়াশ্রমই ঐতিহাসিকভা বেদেশীয় মাছের বংশ বিস্তারে প্রথম এলাকা।

৯. মাধবপুর চা বাগান ও লেক

মাধবপুর চা বাগানের মধ্যে কৃত্রিমভাবে তৈরী মাধবপুর লেক।

এ লেকে রয়েছে প্রচুর শাপলা পদ্ম ফুল। শীত মৌসুমে এ লেকে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির সমাগম হয়।

১০. মনিপুরী পল্লী কমলগঞ্জ ,মনিপুরী পল্লী

মনিপুরীদের অন্যতম আবাসস্থল আদমপুর ও মাধবপুর। পাহাড় পর্বত এবং অরণ্য ভূমি নয়নাভিরাম দৃশ্যাবলী মানুষের মনকে যতটা আকৃষ্ট করে তার চেয়েও বেশী আকৃষ্ট করে মনিপুরীদেরজীবন প্রণালী। মনিপুরীদের রয়েছে উন্নত সংস্কৃতি। প্রতি বছর নভেম্বর মাসে অগ্রহায়ণের শুরুতে মনিপুরী পল্লীতে বসে আকর্ষণীয় রাস মেলা। রাস মেলায় দেশ বিদেশ থেকে অসংখ্য দর্শণার্থী আসেন। দর্শণার্থীরা এ সময় ক্রয় করতে পারেন মনিপুরী শাল, চাদর, শাড়ী, সেলোয়ার কামিজ, ব্যাগ, ফতুয়া, পঞ্জাবী ইত্যাদি। মাধবপুরে রয়েছে একটি মনিপুরী সাংস্কৃতিক একাডেমী।

১১. হাকালুকি হাওড়

হাকালুকি হাওড় বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি। হাকালুকি হাওড় সিলেট এবং মৌলভীবাজার জেলার ১০টি উপজেলা জুড়ে বিস্তৃত। এ হাওড়ে প্রচুর জলজ উদ্ভিদ এবং বিলুপ্ত প্রায় অনেজ মৎস্য প্রজাতির সন্ধান পাওয়া যায়।

পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে অতিথি পাখীরা হাকালুকি হাওড়ে আসে খাদ্য ও আবাস স্থলের সন্ধানে।

১২. বাংলাদেশ চা গবেষণা ইনষ্টিটিউট

১৯৫৭ সালে পাকিস্তান চা গবেষণা প্রতিষ্ঠান পিটিআরআই স্থাপন করা হয়। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালে এ গবেষণা প্রতিষ্ঠানটিকে একটি পূর্নঙ্গ গবেষণা ইনষ্টিটিউট এ রূপান্তর করে এর নামকরণ করা হয় বাংলাদেশ চা গবেষণা ইনষ্টিটিউট বিটিআরআই। এ ইনষ্টিটিউটটি চায়ের রাজধানী শ্রীমঙ্গলের গর্ব। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চায়ের গবেষণার মাধ্যমেতার অবস্থান সুসংহত করে আসছে।

১৩.  মৌলভীবাজার এর পাথারিয়া পাহাড়

মৌলভীবাজার জেলার পাথারিয়া পাহাড় অসম্পূর্ণ সাদার পাথারিয়া নামেও পরিচিত। এটি একটি পাহাড়ি যা অবস্থিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। এটি জেলাটির পূর্ব অংশে অবস্থিত এবং উচ্চতা প্রায় ২,৪০০ ফুট। পাথারিয়া পাহাড় জানার কারণ হলো এর চেয়েও বেশিরভাগ পাথারিয়া বা পাথারিয়া চুনখানা মনে করা যায়।

পাথারিয়া পাহাড় একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান যেখানে আপনি মাঝে মাঝে মেঘলা বাতাসের মধ্যে ছোঁয়া পাহাড়ির উপর ট্রেকিং করতে পারেন। এখানে আপনি উচ্চ পাহাড়ির উপর চড়ে যাবার পর প্রাকৃতিক পাহাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, যেখানে ঘন বন, ঝর্ণা, পাহাড়ের সাথে মিশে গিয়েছে।

এছাড়া মৌলভীবাজার জেলার অন্যান্য ভ্রমণের দর্শনীয় স্থানগুলো রয়েছে সে গুলো হল

 ১.বাইক্কা বিল শ্রীমঙ্গল

২. হাকালুকি হাওর

৩. হাইল হাওর

৪. চা জাদুঘর শ্রীমঙ্গল

৫.মনিপুরী পল্লী কমলগঞ্জ

৬. পরিকুণ্ড জলপ্রপাত মাধবকুণ্ড

 ৭. লাউয়াছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ

 ৮. হাম হাম জলপ্রপাত কমলগঞ্জ

 ৯. দুসাই রিসোর্ট গিয়াসনগর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *