অনলাইন ভিত্তিক পরীক্ষা ২০২২ । মরহুম হাজী তালেব উল্লাহ স্মৃতি বৃত্তি ২০২২
অনলাইনেই বৃত্তির তজন্য আবেদন করা যায় – অনলাইনেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে বৃত্তির জন্য মনোনীত হওয়া যাবে– অনলাইন ভিত্তিক পরীক্ষা ২০২২
অনলাইনে আবেদন করলেই কি হবে? –মরহুম হাজী তালেব উল্লাহ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাতারবাড়িব্যাপী পঞ্চম শ্রেণি ও সমমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা আয়োজন করতে চলেছে। এ বছর মাতারবাড়ির সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতা়য় অংশগ্রহণ করবে। প্রাথমিক লেভেলের শিক্ষা উন্নয়নে এ বৃত্তি শিক্ষার্থীদের মেধা ও মননে আরও অগ্রসর ভূমিকা পালনে সমগ্র মাতারবাড়ির জন্য এক মাইলফলক সৃষ্টি করবে।
ফরম বিতরণ: ২০ নভেম্বর ২০২২ইং হতে ৩০ নভেম্বর ২০২২ ইং পর্যন্ত । ফরম মূল্য: নামমাত্র ১০ টাকা । পরীক্ষার তারিখ: ২০ ডিসেম্বর ২০২২ ইং । সময়ঃ সকাল ১০:০০ – ১১.৩০ টা পর্যন্ত *কেন্দ্র: মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়। সম্মানিত শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসা আশা করছি ।
আগ্রহী শিক্ষার্থীগণদের ” গুগল ফর্মের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সাধারণ জ্ঞানের সিলেবাস এবং পাঠ্যবই রেজিষ্ট্রেশনকারীদের ই-মেইলে প্রদান করা হবে। পরীক্ষা ZOOM এর মাধ্যমে অনলাইনে নেওয়া হবে। নির্ধারিত তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে। রেজিষ্ট্রেশন এর শেষ সময় ৯ ডিসেম্বর ২০২২ । আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত এই ফর্মটি ফিলআপ করে ফেলতে হবে। অনলাইনে আবেদন করা যাবে: https://docs.google.com/…/1FAIpQLSdohpVUkeF…/viewform…
জুমের মাধ্যমে অনলাইনে পরীক্ষা নেয়া হবে / অনলাইনেই আবেন করা যাবে
Caption: Information Source
ইতোপূর্বেকি তারা বৃত্তি দিয়েছে?
গত বছর সারা বাংলাদেশের তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী জুমের মাধ্যমে পরীক্ষা দিয়ে তিন ক্যাটাগরিতে মেধাভিত্তিক যাচাইয়ে উত্তীর্ণ হয়ে বৃত্তি সনদ গ্রহন করেছিলো। এবছর সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং সারা বাংলাদেশের প্রতিটি স্কুলের শিক্ষার্থী যাতে অংশ গ্রহণ করতে পারে সেই সুবিধার্থে অনলাইন ভিত্তিক পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি। তৃতীয় থেকে অষ্টম শ্রেণির সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।