জ্বালানি তেলের দাম ২০২২ । বিশ্ব বাজার বনাম বাংলাদেশ – বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কত
বাংলাদেশের তেলে দাম – বিশ্ব বাজারে তেলে দাম ও এ দেশের তেলে দাম কতটা বৃদ্ধি পেয়েছে– জ্বালানি তেলের দাম ২০২২
বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি ২০২১ – বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকায় নির্ধারণ করা হয়েছিল এবং এটি ৩ নভেম্বর ২০২১ বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছিল। গত বছর তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করা হলেও ০৬ আগস্ট ২০২২ তারিখ হতে বাংলাদেশের বাজারে ডিজেলে ৩৪ টাকা এবং পেট্রোলে ৪৪ টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকায় পুন:নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশে ডিজেল, পেট্রলসহ সমস্ত জ্বালানি তেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি। সূত্র: বিবিসি জ্বালানি তেলের দাম ২০২২ । জ্বালানি পূর্ব ও বর্তমান মূল্য
অয়েল প্রাইস ডটকম বলছে, আন্তর্জাতিক বাজারে দুই ধরনের অপরিশোধিত তেলই এখন ১০০ ডলারের কমে বিক্রি হচ্ছে। এই রিপোর্ট লেখার সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৮৮ ডলার ৪৩ সেন্টে বিক্রি হয়েছে। অপরদিকে ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৯৩ ডলার ৯৫ সেন্টে। 1 Fluid barrel = 119.240471 liter তেল। তাহলে যদি আমরা যদি এক ব্যারেল অপরিশোধিত তেলের মূল্যকে লিটার দিয়ে ভাগ দেই ৮৮/১১৯ = ০.৭৩ ডলার মূল্য আসে। ডলার রেট দিয়ে গুন করলে ৯৫.১৬*০.৭৩ = ৬৯.৪৬ টাকা প্রতি লিটার। এখানে বাংলাদেশ বনাম আন্তর্জাতিক রেট পার্থক্য ১০৬-৬৯.৪৬ = ৩৬.৫৩ টাকা।
১১৯ লিটার তেলের দাম ৮৮.৪৩ ডলার / প্রতি লিটার অপরিশোধিত তেলের বাংলাদেশী দাম পড়বে ৬৯.৪৬ টাকা।
আমরা উপরের ব্যারেল প্রতি দাম হিসাব করে ৩৬ টাকা পার্থক্য দেখতে পাচ্ছি। প্রজ্ঞাপন অনুসারে এক্স রিফাইনারী মূল্য (কর উত্তর) ১০৬ টাকা।
Caption: 1 fluid barrel oil = 119.24 liter
বিভিন্ন দেশের ডিজেল মূল্য তালিকা ২০২২ । Disel prices in USD
বাংলাদেশে ডিজেলের বর্তমান লিটার মূল্য কত?
ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে। অর্থাৎ এই দাম বৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশ। লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি। সূত্র: বিবিসি