মোবাইল ব্যালেন্স ট্রান্সফার নিয়ম ২০২৩। যে কোন নাম্বার থেকে অন্য নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করা যায় কি ভাবে?
ব্যালেন্স ট্রান্সফার নিয়ম ২০২৩
১। ব্যালেন্স ট্রান্সফার নিয়ম
১. প্রথমবার ব্যালেন্স ট্রান্সফার করার জন্যে ম্যাসেজ অপশনে টাইপ করুন এমাউন্ট এবং ১২১২ ব্যালেন্স গ্রহনকারীর নম্বর লিখে পাঠিয়ে দিন।
যেমন <3 রবি <3 30 লিখে পাঠান ১২১২ 018XXXXXXXX নম্বরে।
২. প্রথমবার ব্যালেন্স ট্রান্সফারের এসএমএস সেন্ড করা হলে এই সার্ভিস এর জন্য ব্যবহারকারীর নম্বরটি রেজিস্ট্রেশান হয়ে যাবে এবং একটি পিন নাম্বার প্রদান করা হবে।
৩.পরবর্তীতে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এমাউন্ট<স্পেস>পিন<গ্রহনকারীর নম্বর> টাইপ করে পাঠান ১২১২ নম্বরে।
৪.ব্যালেন্স ট্রান্সফার করা যাবে ৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ২.৩০ টাকা (ভ্যাটসহ) এবং ট্রান্সফারের পরিমাণ থেকে ২.০০ টাকা(৫ % সম্পুরক শুল্ক + ১৫% ভ্যাট+১% সারচার্জ ছাড়া) চার্জ প্রযোজ্য হবে।
৫.রবি ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই সার্ভিসটি যেকোন রবি প্রি-পেইড বা পোস্ট-পেইড সংযোগ থেকে ব্যবহার করা যাবে।
২। ব্যালেন্স ট্রান্সফার নিয়ম টেলিটক
অনেকে বলে টেলিটক থেকে টেলিটকে কোড ডায়ালের মাধ্যমে নাকি ব্যালেন্স ট্রান্সফার করা যায় না। আমি বলি সঠিক নিয়মে ব্যালেন্স ট্রান্সফার করলে হবে না কেন? আমি আজ সকালেও ব্যালেন্স ট্রান্সফার করেছি আমার কোন প্রবলেম হয়নি।
ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
*১২৪* পিন নাম্বার *টাকার পরিমান* প্রাপকের মোবাইল নাম্বার#
এখানে, পিন নাম্বার ১২৩৪ এ কাজ না হলে ১২৩৪৫৬৭৮ দিবেন। টাকার পরিমান হবে ১০, ২০,৩০, ৪০, ৫০ ঠিক এভাবে ব্যলেন্সর পরিমান দিতে হবে। কিন্তু আপনার মোবাইলে কমে ১০ টাকা রাখতে হবে। আর বিজোড় সংখ্যায় ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না। আর যাকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তার মোবাইল নাম্বার