জন্ম ও মৃত্যু নিবন্ধন

অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়ম 2024 । ঘরে বসে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম।

ঘরে বসে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম।

 

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে হলে অবশ্যই নিজেই করা ভালো কারন বানান করুন ভুল রাতে না হয় নিজেই করুন– অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়ম 2024

 

১। ঘরে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম 

এখন ঘরে বসেই অনলাইনে জন্ম নিবন্ধন করা যায়। আসুন জেনে নেই কিভাবে অনলাইন থেকে জন্ম নিবন্ধন করবো। অনলাইন থেকে জন্ম নিবন্ধন করতে প্রথমেই আপনাকে Chrome ব্রাউজারে যেতে হবে। এখানে আপনি Search Bar এ গিয়ে লিখবেন হচ্ছে http://bdris.gov.bd এবার Enter বা Search এ ক্লিক করুন। আপনি জন্ম নিবন্ধনের সরকারি Website টি পেয়ে যাবেন।

 

২। জন্ম নিবন্ধন আবেদন করার ওয়েবসাইট

http://bdris.gov.bd এই Website থেকেই আপনি জন্ম নিবন্ধনের সকল কাজ করতে পারবেন। এবার আপনি নিচের লেখাটি দেখতে পাবেন #জন্ম নিবন্ধন আপনার কোন ঠিকানা থেকে সংগ্রহ করতে চান। 1. জন্মস্থান 2. স্থায়ী ঠিকানা 3. বর্তমান ঠিকানা এখান থেকে আপনি যেকোন একটি Select করতে পারবেন। আসুন স্থায়ী ঠিকানা select করি। এবার পরবর্তী বাটনে ক্লিক করি। এখন আপনার সামনে যে Page টি আছে তা ভালোভাবে দেখে নিন। #নতুন জন্ম নিবন্ধনের আবেদন আপনি এখানে পাবেন 1. নামের প্রথম অংশ বাংলায় 2. নামের শেষ অংশ বাংলায় 3. নামের প্রথম অংশ ইংরেজিতে 4. নামের শেষ অংশ ইংরেজিতে 5. জন্ম তারিখ এখানে বলে রাখি জন্ম তারিখ দেয়ার পর একটি নোটিশ দেখাবে।

 

৩। নতুন জন্ম নিবন্ধন ওয়েবসাইট এবং নিয়ম 

নতুন জন্ম নিবন্ধন আবেদন –http://bdris.gov.bd/br/application । জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন- http://bdris.gov.bd/br/correction । জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান- http://bdris.gov.bd/br/search

জন্ম নিবন্ধন নতুন করে বা সংশোধন করে আপনাকে কিছু ডকুমেন্ট অনুসারে ফরম পূরণ করতে হবে এবং পরবর্তীতে প্রিন্ট কপিসহ ডকুমেন্ট ইউপি বা পৌরসভায় জমা দিতে হবে।

জন্ম নিবন্ধন নতুন করে বা সংশোধন করে আপনাকে কিছু ডকুমেন্ট অনুসারে ফরম পূরণ করতে হবে এবং পরবর্তীতে প্রিন্ট কপিসহ ডকুমেন্ট ইউপি বা পৌরসভায় জমা দিতে হবে।

৪। জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা- http://bdris.gov.bd/br/application/status । জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট- http://bdris.gov.bd/application/print । জন্ম নিবন্ধন সনদ পুন- মুদ্রন- http://bdris.gov.bd/br/reprint

৫। নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৪ । জন্ম নিবন্ধন সম্পন্ন করার জন‍্য যে যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে

আপনার যদি প্রাথমিক/জুনিয়র সার্টিফিকেট/এস.এস.সি সনদ এগুলো যদি না থাকে তবে ডাক্তার কর্তৃক একটি প্রত‍্যায়নপত্র লাগবে।

  1. পিতা – মাতার জন্মসনদ
  2. স্থায়ী ঠিকানার জন‍্য কর রশিদ বা জমির দলিলপত্র এইসব ডকুমেন্টস যদি আপনার থাকে তবে আপনি জন্ম তারিখ দিন।
  3. লিঙ্গ – পুরুষ, মহিলা, তৃতীয় লিঙ্গ যে কোন একটি সিলেক্ট করুন।

 

জাতীয় পরিচয়পত্র নম্বর (না দিলেও সমস‍্যা নেই)

জন্মস্থানের ঠিকানা # দেশ # বিভাগ # জেলা # উপজেলা # ওয়ার্ড # ডাকঘর বাংলায় # ডাকঘর ইংরেজিতে # গ্রাম/পাড়া বাংলায় # গ্রাম/পাড়া ইংরেজিতে # বাসা/সড়ক বাংলায় # বাসা/ সড়ক ইংরেজিতে এখানে সবগুলো এন্ট্রি করুন।

এবার পরবর্তীতে ক্লিক করুন। এখন আপনাকে যা করতে হবে তা স্কিনে দেখতে পারছেন পিতার জন্ম নিবন্ধন নম্বর পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে পিতার জাতীয় পরিচয়পত্রের নম্বর (না দিলেও চলবে) পিতার জাতীয়তা মাতার জন্ম নিবন্ধন নম্বর মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর (না দিলেও চলবে) মাতার জাতীয়তা উপরের সবগুলো এন্ট্রি হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করুন। এই পেইজে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হলে শুধু বক্সে টিক দিলেই হবে। এবার পরবর্তীতে ক্লিক করলে পরের পেইজে আপনি দেখবেন নিজ ও অন‍্যান‍্য লেখা রয়েছে। আপনার বয়স যদি 18 বা তদুর্ধ্ব হয় তবে নিজ সিলেক্ট করুন। আর যদি বয়স 18 এর নিচে হয় তবে অন‍্যান‍্য সিলেক্ট করুন। আমরা নিজ সিলেক্ট করে দিলাম।

সংযোজন এ ক্লিক করে প্রয়োজনীয় কাগজপত্র Attach করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই ফাইল করে রাখতে হবে। কাগজপত্রগুলো দেয়া হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করুন। এবার আপনার সামনে একটি ফাইল দেখতে পাবেন। এই ফাইলে এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম সেসকল তথ‍্যগুলো দেখাবে। আপনি ভালো করে ফাইলটি পড়ে দেখবেন সব তথ্য ঠিক আছে কিনা। সবঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *