সর্বশেষ নিউজ

আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন নম্বর বের করার নিয়ম । জন্ম নিবন্ধন বের করার উপায় ২০২২

আইডি কার্ড সার্ভার থেকে জন্ম নিবন্ধনের তথ্যও দেখা যায় – services.nidw.gov.bd – জন্ম নিবন্ধন বের করার উপায় ২০২২

NID সার্ভার থেকে জন্ম নিবন্ধন নম্বর বের করা যায়?– হ্যাঁ জন্ম নিবন্ধন নম্বর এখন বাধ্যতামূলক করা হয়েছে। পূর্বে যারা ভোটার হয়েছেন তাদের জন্য নিবন্ধন নম্বরও এনআইডি কর্তৃপক্ষ ম্যাপিং করে সার্ভার থেকে সংগহ করে যুক্ত করেছে। তাই আপনি জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগিন করে জন্ম নিবন্ধন নম্বর দেখে নিতে বা সংগ্রহ করে নিতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র নিবন্ধনের সময় আপনার জন্ম নিবন্ধন নম্বর দেয়া হলে তা আপনার প্রোফাইলে থাকবে। চলুন ট্রিক্স খাটিয়ে কিভাবে ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন নম্বর জানবেন সেটি দেখে নিই। আপনার জন্ম নিবন্ধন সনদ হারিয়ে ফেলেছেন এবং আপনার জন্ম নিবন্ধন নম্বরটিও জানা নেই? কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি দিয়ে জন্ম নিবন্ধন বের করবেন তা ব্যাখ্যা করে বুঝাবো।

জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড নিবন্ধনের সময় আমাদের জন্ম নিবন্ধন নম্বরটি আবশ্যিকভাবে ব্যবহার করা হয়। তাই, ভোটার নিবন্ধন ফরমে যদি জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে থাকেন, জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আপনার একাউন্ট থেকে জন্ম নিবন্ধন নম্বরটি জানতে পারবেন। জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করে আপনার প্রোফাইল থেকে জন্ম নিবন্ধন নম্বরটি জেনে নিতে পারবেন। জন্ম নিবন্ধন নম্বর বের করার জন্য আপনাকে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আপনার ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। অতপর লগিন করে প্রোফাইলে গেলেই নম্বর নিবন্ধন নম্বর দেখতে পারবেন। NID Card Registration । www.nidw.gov.bd login । এনআইডি রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২২

এনআইডি সার্ভার থেকে জন্ম নিবন্ধন নম্বর জানুন / জন্ম নিবন্ধন নম্বর জানতে Services.nidw.gov.bd তে লগিন করুন

Goto Services.nidw.gov.bd> Login by user ID and password>Click Profile>Check জন্ম নিবন্ধন নম্বর। ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন ও সংশোধন করুন।

আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন করার নিয়ম । জন্ম নিবন্ধন বের করার উপায় ২০২২

জাতীয় পরিচয়পত্র ব্যক্তিগত তথ্যের মধ্যে জন্ম নিবন্ধন অটো অ্যাড হয়ে থাকে তাই আপনি জন্ম নিবন্ধন নম্বর এনআইডি সার্ভার হতে কালেক্ট করতে পারেন।

NID নিবন্ধন করতে আপনার যা যা লাগবে

  1. নআইডি/ স্মার্ট কার্ড নম্বর
  2. জন্ম তারিখ ও ঠিকানা
  3. মোবাইল ভেরিফিকেশনের জন্য আপনার সচল মোবাইল নম্বর
  4. ইন্টারনেট ব্রাউজ করার জন্য একটি মোবাইল বা কম্পিউটার (ক্রোম ব্রাউজার সহ)
  5. ফেইস ভেরিফিকেশনের জন্য একটি এন্ড্রয়েড মোবাইল ফোন

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বা রেজিস্ট্রেশন করার নিয়ম কি?

  1. Search Google “NID Application System” or Click The link New NID registration
  2. Personal Information input
  3. Online Application Submission
  4. Application verification by Election Commission with hardcopy
  5. Biometric Information- Picture, Fingerprint
  6. Download NID Card From Online or Offline Collection from election commission
  7. You have to mind That Password should be unique like Nid#345
  8. Use Capital letter, small letter, special character and number also for password creation and user name should be unique like Razzak2348

No, You can do Online information submission only Then you have to physically present to Election Commission office – Mind it username Already Exists if your username is not unique. জাতীয় পরিচয়পত্র আবেদনের সিস্টেমে একাউন্ট রেজিস্ট্রেশন হলে, আপনি নিচের মত একটি ড্যাশবোর্ড দেখবেন। যদি অটোমেটিক লগ ইন না হতে পারেন, আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। নিবন্ধন ফর্ম

NID Card Registration । www.nidw.gov.bd login । এনআইডি রেজিস্ট্রেশন করার নিয়ম

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *