আয়কর রশিদ যাচাই করার নিয়ম ২০২২ । টিন নম্বর দিয়ে নাম বের করুন
টিআইএন এর মালিকের নাম বের করার নিয়ম – Verify your TIN – আয়কর রশিদ যাচাই করার নিয়ম ২০২২
টিন নম্বর দিয়েই নাম বের করুন – টিন নম্বর ব্যবহার করে verification.taxofficemanagement.gov.bd এই ওয়েবসাইট হতে শুধু টিআইএন নম্বর ইনপুট দিয়ে অর্থ বছর সিলেক্ট করে ক্যাপচা এন্ট্রি করুন। ব্যস Verify ক্লিক করলেই নাম চলে আসমবে।
ভূয়া রিটার্ণ রশিদ দাখিলে সতর্ক হউন- বাংলাদেশ সরকার কিছু ক্ষেত্রে রিটার্ণ দাখিল বাধ্যতামূলক করেছে, সঞ্চয়পত্র ক্রয় সহ বেশি কিছু ক্ষেত্রে রিটার্ণ দাখিলের রশিদ অতীব জরুরি এবং ঐ সকল কাজে কোন ভাবেই রিটার্ণ দাখিল ছাড়া অগ্রগতি সম্ভব হবে না। তাই কিছু ব্যক্তি এই সুযোগে ভুয়া রিটার্ণ রশিদ দেখিয়ে কাজ সম্পন্ন করছিলেন। যেহেতু অনলাইনে রিটার্ণ দাখিল চেক করা যায় তাই কোন ভাবে এখন আর চালাকি বা সরকারকে ফাঁকি দেওয়া যাবে না
ট্যাক্স পেয়ার শনাক্ত করার সাথে সাথে সাথে আপনি কিন্তু করদাতার নামও জেনে নিতে পারেন। মোট কথা অনলাইনে রিটার্ণ রশিদ দাখিল আরও একটি মাইল ফলক এনবিআর এর জন্য।
অনলাইনেই টিন দিয়ে নাম বের করা যায় / টিন যাচাই করা যাবে অনলাইনেই
টিনআইএন যাচাই করার সময় আপনি আয়কর দাখিলকারীর নামও দেখতে পারেন।
Taxpayer’s name will be shown to verifier
How to Check Return Submission by TIN online check 2022
- visit verification.taxofficemanagement.gov.bd
- 2022-2023 সিলেক্ট করুন যদি চলতি বছর রিটার্ণ দাখিল করে থাকেন)।
- আপনার টিআইএন নম্বর দিন
- বড় ও ছোট হাতের লেখা খেয়াল করে ক্যাপচা লিখুন)
- Click Verify
- done (টিআইএন মালিকের নাম দেখতে পাবেন)
রিটার্ণ দাখিল না করলে যে সেবা পাওয়া যাবে না?
পাঁচ লাখ টাকার বেশি ব্যাংকঋণ পাওয়া, পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা, ক্রেডিট ব্যবহার, অনলাইনে বেচাকেনার ব্যবসা, রাইড শেয়ারিংয়ে মোটরগাড়ি দেওয়া, এমনকি সন্তানকে ইংরেজি সংস্করণে (ইংলিশ ভার্সন) পড়াশোনা করালেও রিটার্ন জমা দিতে হবে। তাই ভবিষ্যতে এসব সেবা পেতে এবার রিটার্ন দিতেই হবে। এ ছাড়া গাড়ির মালিক, অভিজাত ক্লাবের সদস্য, কোম্পানির পরিচালক, বণিক সংগঠনের সদস্য, পৌর থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রার্থী হলেও রিটার্ন দিতে হবে।