ইসলামী ব্যাংক ২০২৩। ইসলামী ব্যাংকে ডুয়েল কারেন্সি ডেবিট এক কার্ডেই কি ভাবে বিশ্ব ভ্রমন করা যায়?

ইসলামী ব্যাংকে এক কার্ডেই বিশ্ব ভ্রমন 

 

 

 

১। ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড এর বৈশিষ্ট্য 

 

১.সম্পূর্ণভাবে সুরক্ষিত।

২. বিশ্বব্যাপী বৈধ।

৩. বিশ্বব্যাপী যে কোনো VISA মার্চেন্ট আউটলেট থেকে POS লেনদেনে এ্যাক্সেস।

৪.ফরেন কারেন্সি কোটা অনুযায়ী লেনদেনের সীমা।

৫. স্থানীয় এনপিএসবি এবং ভিসা নেট উভয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।

৬. আন্তর্জাতিক অর্থ উত্তোলন স্থানীয় রেগুলেশন অনুযায়ী হবে।

 

২. ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের সুবিধা 

 

১. ATM/CRM থেকে উত্তলোন

২. দেশ/ বিদেশ থেকে টাকা উত্তোলন

৩. লাইফস্টাইল সমাধান

৪. POS এর মাধ্যমে কেনাকাটা

৫. ATM এর মাধ্যমে বিল পেমেন্ট

৬. ডেবিট কার্ডের অন্যান্য সকল সুবিধা

৭. ক্যাশলেস পেমেন্টস

৮. দ্রুত এবং সুবিধাজনক

৯. ই-কমার্স পেমেন্ট

১০. লেনদেনের সর্তকতা

১১. গ্রেট ডিসকাউন্ট

১৩. কার্ড হারিয়ে গেলে দ্রুত নতুন কার্ড ইস্যু

১৪. 24/7 কন্ট্যাক্ট সেন্টার(16259)

১৫. মার্চেন্ট আউটলেটে সহজেই অর্থ প্রদান

১৬. যে কোন ATM মেশিন থেকে নগদ অর্থ উত্তোলন

১৭. এসএমএস সতর্কতা

১৮. শপিং, বিনোদন, ডাইনিং এবং ভ্রমণের জন্য বিশ্বব্যাপী 29 মিলিয়ন ভিসা মার্চেন্ট এ এক্সেস

১৯. ব্রাঞ্চ POS এর মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন

২০. যেকোন অপারেটরে মোবাইল টপ-আপ

২১. ই-কমার্স ট্রানজেকশন (দেশ/বিদেশে

 

৩। অন্যান্য সুবিধা কি কি সুবিধা আছে?

১. এটিএম এর মাধ্যমে ১ দিনে ২ লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন

২. যেকোনো আইবিবিএল শাখা থেকে কার্ড হোল্ডার এর পাসপোর্ট এনডোর্স করতে হবে। এন্ডোর্সমেন্ট এর সময় উক্ত কার্ডটি সঙ্গে আনতে হবে।

৩. এন্ডোর্সকৃত কার্ডটি বিদেশ ভ্রমনয়কালীন সময় নগদ অর্থের পরিবর্তে ব্যবহার করতে পারবেন।

৪. ভিসা কার্ড বিশ্বব্যাপী যে সকল ছাড় দেয় ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ব্যবহারকারীরা ভ্রমণকালীন সময়ে সে সকল সুবিধা ভোগ করতে পারবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *