কোটিপতি স্কিম । Millionaire scheme

এবি ব্যাংক মিলিয়নিয়ার সঞ্চয়ী হিসাব । সঞ্চয়ী হিসাব খুলতে কি কি কাগজপত্র লাগবে?

AB Bank মিনিয়নিয়ার সঞ্চয় স্কীম চালু করেছে যেখানে মাসিক কিস্তি-ভিত্তিক সঞ্চয় প্রকল্প যা মেয়াদান্তে হবে এক মিলিয়ন (১০ লক্ষ টাকা) টাকার মালিক হওয়া সম্ভব। তাই দেরী না করে ৩, ৪, ৫ অথবা ৬ বছরের মেয়াদে একটি স্কিম চালুন করে ফেলুন। একাউন্টে ন্যূনতম ১৫ হাজার টাকা থাকলে আমানতের ৯০% পর্যন্ত ঋণ সুবিধা।

সর্বনিম্ন কত টাকা মাসিক কিস্তির ভিত্তিতে মিলিওনিয়ার হওয়া যাবে?

স্কিমটি শুরু করতে হলে প্রথমে আপনাকে ২ লক্ষ টাকা জমা দিয়ে সর্বনিম্ন ৮৭৭০ টাকা মাসিক ভিত্তিতে মাত্র ৬ বছর অর্থ জমা করলে আপনি মিলিওনিয়ার হতে পারবেন।  কিস্তিতে প্রিন্সিপাল এমাউন্ট জমা করবেন ৬৩১৪৪০ টাকা+প্রাথমিক ডিপোজিট ২ লক্ষ সর্বমোট ৮৩১৪৪০ টাকা জমা করলে আপনি ৬ বছর পরে ১০ লক্ষ টাকার মালিক হলে পারবেন।

মুনাফার হার কত?

মুনাফার হার ৫.৫% বার্ষিক ভিত্তিতে জমা হবে।

সর্বনিম্ন ইনিশিয়াল ডিপোজিট কত দিয়ে শুরু করা যাবে?

মাত্র ৫০ হাজার টাকা জমা দিয়ে মিলিওনিয়ার স্কিমটি চালু করা যাবে। ৩ বছর মেয়াদে চালু করলে মাসিক ২৫,৮০০ টাকা এবং ৫ বছর মেয়াদে চালু করলে ১৪,৭২০ টাকা মাসিক এবং ৬ বছর মেয়াদ চালু করলে মাসিক ১১,৯৭০ টাকা মাসিক ভিত্তিতে জমা করা মেয়াদান্তে ১০ লক্ষ টাকার মালিক হওয়া যাবে।

কি কি কাগজপত্র লাগবে?

১। এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের কপি।

২। নমিনির এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি।

৩। ছবি নমিনি+ হিসাবধারীর-২কপি।

৪। সংশ্লিষ্ট ব্যাংকে হিসাবধারী বা পরিচয়দানকারী।

৫। ইউটিলিটি বিলের কপি।

সূত্র: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *