সর্বশেষ নিউজ

কোন ব্যাংকে ডিপিএস লাভ বেশি ২০২৩ । ৫ হাজার টাকার ৩ বছর মেয়াদী ডিপিএস কোন ব্যাংকে করবেন?

প্রতিমাসে ডিপিএস এর টাকা ব্যাংক গিয়ে জমা দিতে হয় – ঘরে বসে ডিপিএস জমা দেয়ার ব্যাংক সিলেক্ট করুন – কোন ব্যাংকে ডিপিএস লাভ বেশি ২০২৩

ডিপিএস মানে কি? – DPS is an installment based savings deposit (on monthly basis) for individual customer অর্থাৎ ডিপিএস বলতে বোঝায় মাসিক ভিত্তিতে ব্যাংক কোন স্কীমে টাকা জমানো। আপনি যদি কোনো ব্যাংকের অধীনে কোনো টাকা সঞ্চয় করতে চান, তাহলে সেই টাকা সঞ্চয় করার বিষয়টি বা স্কিমকে ডিপিএস বলা হয়। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা রয়েছে এবং বিভিন্ন রকমের নাম দিয়ে এই ডিপিএস অ্যাকাউন্টকে বিভিন্ন নাম দেয়া হয়েছে।

কোন ব্যাংকে রেট বেশি? আপনি সকল ব্যাংকে যোগাযোগ করলেই দেখতে পারবেন যে, প্রতি ব্যাংকই ৬-৭% সুদ প্রদান করা হয়। ব্যাংক ভেদে সুদ ভিন্ন হয়। সাধারণ নতুন বা সুনামী নয় এমন ব্যাংকে বেশি রেট দেয়া হয়। আজ পর্যন্ত বাংলাদেশে কোন ব্যাংক দেউলিয়া ঘোষিত হয়নি তাই টাকা মারা যাবে এমন চিন্তার কোন কারণ নেই। তাই ব্যাংক নিয়ে ভয়ের কিছু নেই সকল ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের তালিকাভূক্ত তাই ব্যাংকের কোন ক্ষতি হলে কেন্দ্রীয় ব্যাংক সেটিকে ঋণ দিবে বা বাচিয়েঁ রাখতে যা করা দরকার সবই করবে।

তাহলে প্রশ্ন হচ্ছে কোন ব্যাংকে ডিপিএস করবেন? মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে যে কোন এমাউন্টে ডিপিএস করা যায়। তবে আপনাকে আমি পরামর্শ দিবো আপনার টাকা সেইফ রাখতে আপনি পুরাতন ব্যাংক যেমন, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক এসব ব্যাংকে ডিপিএস খুলা ভাল। রেট একটু কম হলেও আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ। এছাড়া বর্তমানে যুগে লাইনে দাড়িয়েঁ টাকা জমা দিতে হয় এমন ব্যাংক সিলেক্ট করবেন না। অবশ্যই ঘরে বসে অ্যাপে বা মোবাইল ব্যাংকিং এ টাকা জমা দিতে হয় এমন ব্যাংকে ডিপিএস করাই উত্তম। ব্যাংকের পরিচালন মুনাফা রিপোর্ট ২০২৩ । সংকটেও গত বছর ব্যাংকগুলো কোটি কোটি টাকা আয় করেছে

২০০০ টাকার ডিপিএস / ডিপিএস করার সময় ডিজিটাল ও স্মার্ট ব্যাংকগুলো নির্বাচন করতে হবে

কোন ব্যাংক চাইলেই ডিপিএস রেট বাড়াতে পারে না। বাজার প্রতিযোগীতা চিন্তা করে নতুন ব্যাংকগুলোর রেট বেশি প্রদান করা হয়।

dps rate in bangladesh

Caption: dps rate in bangladesh

বেশি আয় করা ব্যাংকগুলোর রেট কত? ক্লিক করে ডিপিএস রেট দেখে নিন

  1. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:– ৬.২৫%
  2. সোনালী ব্যাংক লি:– ৬.৫%
  3. সাউথইস্ট ব্যাংক লি:– ৬.৫%
  4. মার্কেন্টাইল ব্যাংক লি:– ৭.০১%
  5. সোশ্যাল ইসলামী ব্যাংক লি:– ৬.২৫%
  6. যমুনা ব্যাংক লি:– ৬.৫%
  7. আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি:- ৬.২৫%
  8. এনআরবিসি ব্যাংক লি:- ৬.২৫%
  9. ইউনিয়ন ব্যাংক লি:– ৭.০%
  10. সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লি:– ৭.০%
  11. মেঘনা ব্যাংক লি:– ৬.৭৫%
  12. সিটিজেন ব্যাংক লি:-৭.১৩%

Note: Islami Bank Interest Rate Estimated Rate. They Provide Share of Profit that provisional Rate mentioned above

বিকাশ ডিপিএস রেট কত?

বিকাশে যদি আপনি ডিপিএস করেন তবে এখানেও ৬-৭% পর্যন্ত সুদ পাবে। আপনি যদি ৫০০-২০০০ টাকার কোন স্কীম করতে চান তবে আপনি বিকাশে ডিপিএস করতে পারেন। এতে করে টাকা জমা দেয়ার কোন ঝামেলা নেই বিকাশে টাকা থাকলে প্রতিমাসের ৩ তারিখে টাকা কেটে নিবে। তাছাড়া বিকাশে টাকা আসলে ক্যাশ আউট করতে ব্যয় হয় এক্ষেত্রে আপনি বিকাশে ডিপিএস করা থাকলে সেখান থেকেই জমা দিতে পারবেন কোন চার্জ ছাড়াই এবং মেয়াদ শেষে কোন চার্জ ছাড়াই ক্যাশ আউট করতে পারবেন। এখানে আইডিএলসি, ঢাকা ব্যাংক বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ঘরে বসেই ডিপিএস একাউন্ট খুলতে পারবেন। যে কোন সময় একক্লিকে ভেঙ্গেও ফেলতে পারবেন। একাউন্ট করা, টাকা জমা দেওয়া এবং টাকা ফেরত পাওয়া যায় ক্লিকেই। তাই আমি ছোট বিনিয়োগকারী বা সঞ্চয়কারীদের বিকাশে ডিপিএস করার পরামর্শ দিব।

সোনালী ব্যাংকের আর্থিক অবস্থা ২০২৩ । ব্যাংকে টাকা রাখলে কি ফেরত পাওয়া যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *