ব্যাংকিং নিউজ

ক্রেডিট কার্ড ছাড়াই Samsung ফোন কেনার উপায় ২০২২ । নগদ বা বিকাশে প্রতিমাসের কিস্তি পরিশোধ করা যাবে

ক্রেডিট কার্ড নেয়া সক্ষমতা সবার নাই কিন্তু ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে মূল্য পরিশোধ করা যাবে যদিও সামান্য পরিমাণ সুদ প্রদান করতে হবে – শুধুমাত্র স্যামসাং ফোনই কেনা যাবে – ক্রেডিট কার্ড ছাড়াই Samsung ফোন কেনার উপায় ২০২২

সূচীপত্র

বাংলাদেশের যেকোনো নাগরিক বুরো বাংলাদেশের সদস্য হতে পারবেন –ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি- (১) সদস্য/গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের কপি। (২) সদস্য/গ্রাহকের ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি। (৩) ভর্তি ফি, পাশবই ফি এবং অন্যান্য ফি বাবদ মোট ২৫ টাকা জমা দিয়ে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করে বুরো বাংলাদেশের গ্রাহক/সদস্য হিসেবে ভর্তি হতে হবে।

আপনি খুব সহজে কিস্তির টাকা ঘরে বসে নগদ বা বিকাশ অ্যাপ-এর মাধমে অথবা আপনার নিকটস্থ বুরো বাংলাদেশের শাখা অফিসে জমা দিতে পারবেন। বিকাশ বা নগদে কিস্তিতে পরিশোধ করার নিয়ম ও পদ্ধতি সংস্থা থেকে জানিয়ে দেয়া হবে। আপনি অনলাইনেও দেখে নিতে পারেন ঠিক কিভাবে কিস্তির অর্থ ঘরে বসেই পরিশোধ করবেন। এখানে দেখুন

প্রত্যেক মানুষেরই ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নিয়মিত সঞ্চয় করা উচিত। বুরো বাংলাদেশে ভর্তি হয়ে সদস্য/গ্রাহকগণ নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ক্ষুদ্র/বৃহৎ আয়বর্ধক প্রকল্পে বিনিয়োগ, স্বাস্থ্য পরিচর্যা, সন্তানের শিক্ষা ব্যয়, গৃহ নির্মাণ এবং অন্যান্য অতি প্রয়োজনীয় খাতে বিনিয়োগ করার জন্য ছোটো অথবা বড় আকারের পুঁজি গঠন করতে পারেন। বুরো বাংলাদেশ তার সকল সদস্য/গ্রাহককে উন্মুক্ত সঞ্চয় সুবিধার মাধ্যমে মূল্যবান সেবা প্রদান করে এবং বুরো বাংলাদেশে জমাকৃত যেকোনো সঞ্চয় সহজে উত্তোলনযোগ্য।

ব্যুরো বাংলাদেশ মাত্র ১২ হাজার টাকায় মোবাইল ফোন ঋণ দিচ্ছে / আপনি তিন মাস অথবা সর্বোচ্চ ১২ মাসে স্মার্টফোনের মূল্য বা কিস্তি পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশের যেকোনো নাগরিক, যাদের বয়স (১৮-৬০) এর মধ্যে তিনি ইচ্ছে করলে বুরো বাংলাদেশের গ্রাহক/সদস্য হতে পারবেন। একজন গ্রাহক/সদস্য তার প্রয়োজনীয় কাগজপত্রসহ সংস্থার নিকটস্থ কেন্দ্র/সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মী অথবা নিকটস্থ শাখায় যোগাযোগ করবেন। সংশ্লিষ্ট শাখা কর্তৃপক্ষ যাচাই বাছাই, জরিপ এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে আগ্রহী গ্রাহক/সদস্যকে শাখায় ভর্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পরবর্তীতে উক্ত সদস্য বুরো বাংলাদেশের সকল সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।

Caption: Purchase Smartphone by Installment of Buro Bangladesh

স্মার্টফোনের তালিকা এবং দাম ২০২২ । বুরো বাংলাদেশের নির্ধারিত শাখা থেকে আপনার প্রয়োজনীয় স্মার্টফোন কিনতে পারবেন। আপনার নিকটস্থ শাখার লোকেশন জানতে এইখানে ক্লিক করুন

# Model Name MRP Please Note : The price list will be valid till November, 2022 Month
“3 Month
(3 Installments)”
“6 Month
(6 Installments)”
“9 Month
(9 Installments)”
“1 Year
(12 Installments)”
1 Galaxy A03 Core (2/32 GB) 11,899 11,257 11,592 11,927 12,273
2 Galaxy A03 Core (2/32 GB) NEW CMF 10,999 10,320 10,627 10,934 11,252
3 Galaxy A03 (3/32 GB) 12,999 11,707 12,055 12,404 12,764
4 Galaxy A03 (4/64 GB) 16,999 16,005 16,482 16,958 17,450
5 Galaxy A03s (4/64 GB) 15,499 13,849 14,261 14,673 15,099
6 Galaxy A04s (4/64 GB) 17,999 16,976 17,481 17,987 18,509
7 Galaxy A13 (4/64 GB) 18,999 17,611 18,135 18,660 19,201
8 Galaxy A13 (6/128 GB) 23,999 22,473 23,142 23,811 24,502
9 Galaxy M12 (6/128 GB) 23,499 22,151 22,811 23,470 24,151
10 Galaxy F22 (6/128 GB) 21,999 20,518 21,129 21,740 22,371
11 Galaxy F13 (4/64 GB) 20,003 18,459 19,008 19,558 20,125
12 Galaxy F13 (6/128 GB) 24,999 22,822 23,501 24,181 24,882
13 Galaxy A23 LTE (6/128 GB) 31,599 29,803 30,690 31,578 32,494
14 Galaxy F23 5G (6+128 GB) 29,999 27,986 28,819 29,653 30,513 চার্জিং এডাপটার থাকে না
15 Galaxy M33 5G (8+128 GB) 32,599 30,372 31,276 32,181 33,115 চার্জিং এডাপটার থাকে না
16 Galaxy A52 (8/128 GB) 39,999 36,687 37,779 38,871 39,999
17 Galaxy A33 5G (8/128 GB) 46,699 43,202 44,488 45,775 47,103 চার্জিং এডাপটার থাকে না
18 Galaxy M53 (8/128GB) 52,999 49,274 50,742 52,209 53,724 চার্জিং এডাপটার থাকে না
19 Galaxy A53 5G (8/128 GB) 49,999 45,404 46,757 48,109 49,504 চার্জিং এডাপটার থাকে না
20 Galaxy A52s 5G (8/128 GB) 57,499 52,745 54,316 55,887 57,508
21 Galaxy A72 (8/256GB) 53,999 49,700 51,180 52,660 54,187
22 Galaxy A73 5G (8/256GB) 74,499 67,237 69,239 71,241 73,308 চার্জিং এডাপটার থাকে না
23 Galaxy S21 FE 5G (8/128GB) 86,699 79,293 81,655 84,016 86,453 চার্জিং এডাপটার থাকে না
24 Galaxy S22+ (8/256 GB) 122,065 107,666 110,872 114,078 117,388 চার্জিং এডাপটার থাকে না
25 Galaxy S22 Ultra (12/256 GB) 159,065 138,104 142,216 146,329 150,574 চার্জিং এডাপটার থাকে না
26 Galaxy Z Flip3 5G (8/256 GB) 130,999 116,506 119,976 123,445 127,027 চার্জিং এডাপটার থাকে না
27 Galaxy Fold 3 5G (12/256GB) 225,999 198,013 203,909 209,806 215,893 চার্জিং এডাপটার থাকে না
28 Galaxy Z Flip4 (8/256 GB) 154,999 141,093 145,294 149,496 153,833
29 Galaxy Fold4 (12/256GB) 259,999 232,428 239,349 246,271 253,415
30 Galaxy Tab A (2019) 10,599 10,177 10,480 10,783 11,096
31 Galaxy Tab A7 Lite 19,999 18,781 19,340 19,899 20,476
32 Galaxy Tab A7 30,499 27,867 28,697 29,526 30,383
33 Galaxy Tab A8 (3/32GB) 34,599 32,498 33,466 34,433 35,432
34 Galaxy Tab A8 (4/64GB) 38,999 36,149 37,225 38,302 39,413

কিস্তিতে কেনা ফোনের ওয়ারেন্টি কে দিবে?

সার্ভিস সংক্রান্ত যেকোনো তথ্য পেতে আপনার নিকটস্থ স্যামসাং কাসটমার কেয়ারে যোগাযোগ করুন। এছাড়া ওয়ারেন্টি পলিসি বিস্তারিত জানতে ক্লিক করুন । সাধারণত শো রুম থেকে ফোন কিনলে যে ওয়ারেন্টি প্রদান করা হয়, কিস্তিতে ব্যুরো বাংলাদেশের মাধ্যমে কিনলেও একইভাবে ওয়ারেন্টি মেইনটেইন প্রদান করা হবে।

স্বেচ্ছা সঞ্চয় হিসাবে সকল সদস্য/গ্রাহকগণ একাধিক সঞ্চয় হিসাব খুলতে পারবেন। সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে যেকোনো পরিমাণ টাকা জমা প্রদান করা যাবে। ৩ বৎসর মেয়াদি স্বেচ্ছা সঞ্চয়ে সদস্যের সঞ্চয় জমার উপর বার্ষিক ৭.০০% লাভ প্রদান করা হয়।

সূত্র: ব্যুরো বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *