জন্ম ও মৃত্যু নিবন্ধন

জন্ম নিবন্ধন নতুন নিয়ম ২০২৪। অনলাইনে জন্ম নিবন্ধন করার নতুন নিয়ম? এবং শিশু জন্মের কত দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা ভালো?

শিশু জন্মের কত দিনের জন্ম নিবন্ধন করা ভালো

 

 

 

১। অনলাইন আবেদন করতে যে যে ডকুমেন্ট সাথে রাখতে হবে 

১. পিতা মাতার ভোটার আইডি কার্ডের / জম্ম নিবন্ধনের ফটোকপি।

২. টিকা কার্ড/ স্বাস্থ কার্ড অথবা উইনিয়ন/ পৌরসভা কর্তৃক প্রত্যায়ন পত্রের কপি।

 

২। অফিসে কি কি কাগজ জমা দিতে হবে

১. অনলাইন আবেদনের মুল কপি।

২. পিতা মাতার ভোটার আইডি কার্ডের / জম্ম নিবন্ধনের ফটোকপি।

৩. টিকা কার্ড/ স্বাস্থ কার্ড অথবা উইনিয়ন/ পৌরসভা কর্তৃক প্রত্যায়ন পত্রের কপি

৪. বাড়ির টেক্সট রশিদের ফটোকপি।

 

৩। জন্ম নিবন্ধন করার নিয়ম প্রয়োজনীয় কাগজপত্র, খরচ ও সময়

জন্ম নিবন্ধনের জন্য প্রথমেই কিছু কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এর জন্য বিভিন্ন বয়সের লোকদের জন্য কাগজপত্রেও ভিন্নতা রয়েছে।

শিশুদের জন্ম নিবন্ধকরণে জন্মের পর প্রথম ৪৫ দিনের মধ্যে যে কাগজপত্রগুলো প্রয়োজন তা হলো-

১। অনলাইনে আবেদনকৃত ফর্মের প্রিন্ট কপি।

২। শিশুর এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

৩। শিশুর ইপিআই (এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন) টিকা কার্ড কিংবা ইপিআই কর্মীর নিকট থেকে প্রত্যয়নপত্র

৪। শিশুর জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে হাসপাতাল বা ক্লিনিক থেকে শিশুর জন্ম সনদের সত্যায়িত অনুলিপি বা বার্থ এটেনডেন্ট-এর প্রত্যয়ন পত্র বা শিশুর জন্ম সংক্রান্ত অন্য কোনো প্রমাণ পত্র।

৫। বাংলা-ইংরেজি দুই ভাষাতেই বাবা-মার অনলাইনে নিবন্ধিত জন্ম সনদ।

৬। বাবা-মার জাতীয় পরিচয়পত্র।

৭। শিশুর যে কোন একজন অভিভাবকের কর পরিশোধের প্রমাণ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *