জন্ম ও মৃত্যু নিবন্ধন

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন। জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন পদ্ধতি ২০২২

আপনার জন্ম সনদে যদি ভুল থেকে থাকে, তবে তা সংশোধনযোগ্য। আসুন আমরা জেনে নিই কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সংশোধন করা হয়। আপনার হাতে থাকা মোবাইল দিয়েই জন্ম নিবন্ধন সংশোধন করা যায়। জন্ম নিবন্ধন সংশোধন করতে প্রথমেই আপনাকে Chrome ব্রাউজারে যেতে হবে। এখানে যে সার্চবারটি রয়েছে সেখানে আপনি লিখুন bdris.gov.bd এখন সার্চ বাটনে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন জন্ম নিবন্ধন সংশোধন App টি। এখান থেকেই আপনি জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল কাজ করতে পারবেন। Birth Certificate Correction System 2022 । জন্ম নিবন্ধন সংশোধন

এই App টিতে আপনি লগইন নামে একটি অপসন দেখতে পারছেন। এখানে যে 3 ডট আছে সেখানে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন :

  1. হোম
  2. জন্ম নিবন্ধন
  3. মৃত‍্যু নিবন্ধন
  4. প্রতিবেদন
  5. নোটিশ বোর্ড

আপনি জন্ম নিবন্ধনে ক্লিক করুন। এখানে অনেক সময় একবার ক্লিক করলে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে একাধিক বার ক্লিক করুন। #জন্ম নিবন্ধন তথ‍্য সংশোধনের জন‍্য আবেদন # এই অপসনে ক্লিক করুন। নতুন পেইজে আপনি নিচের দিকে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ পাবেন। এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নম্বরটি দিন এবং জন্ম তারিখটি বসান। প্রথমে জন্ম সাল তারপর মাস শেষে দিন দিতে হবে। এবার অনুসন্ধান বাটনে ক্লিক করুন। এখন একদম নিচের দিকে দেখেন লেখা রয়েছে নির্বাচন করুন। এখানে ক্লিক করুন। এবার কনফার্ম এ ক্লিক করুন। জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম ২০২২

এখন আপনাকে নিচের অপসনগুলো পূরণ করতে হবে

  • দেশ
  • বিভাগ
  • জেলা
  • উপজেলা

পরবর্তী বাটনে চাপুন এখানে দেখবেন বিষয় লেখা আছে। কোন বিষয়ে আপনি সংশোধন করতে চান এখান থেকে করতে পারেন। যেমন: আপনার নাম বাংলা বা ইংরেজিতে, পিতা – মাতার নাম, জন্ম তারিখ ইত্যাদি। ধরুন আপনার নাম ইংরেজিতে ভুল আছে। তাহলে নাম ইংরেজিতে সিলেক্ট করুন। এখন সংশোধীত তথ‍্যের জায়গায় আপনার সঠিক ইংরেজি বানানটি লিখে দিন। এখানে আপনি যদি আরো একাধিক সংশোধন করতে চান তবে,

#আরো তথ‍্য সংশোধন  বাটনে ক্লিক করে একাধিক ভুল  সংশোধন করতে পারবেন। এবার নিচে থেকে আপনার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দিয়ে দিন। এখানে দেশ, বিভাগ, জেলা, উপজেলা, ডাকঘর, গ্রাম বা মহল্লা ইত‍্যাদি এন্ট্রি করতে হবে।

এবার আপনাকে আবেদনকারীর তথ্য দিতে হবে। যেমন:

  • আবেদনাধীন ব‍্যক্তির সহিত সম্পর্ক (নিজ দিন)
  • আবেদনকারীর নাম
  • আবেদনকারীর ঠিকানা
  • মোবাইল নম্বর

এই তথ‍্যগুলো দেয়া হলে একটি ফাইল সংযোজন করতে হবে। আমরা যেহেতু নামের বানান ভুল সংশোধন করছি তাই আপনার NID সংযোজন করতে পারেন। ফাইল সংযোজন হয়ে গেলে দেখেন লেখা রয়েছে পেমেন্ট এর মাধ‍্যম- ফি আদায়, চালান এর মাধ্যমে। আমরা ফি আদায় সিলেক্ট করছি। মুটামুটি আমাদের কাজ শেষ পর্যায় এবার সাবমিট বাটনে ক্লিক করুন।

এখন দেখাবে আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল এবং আপনার আবেদন নম্বর দেয়া থাকবে। যা আপনি লিখে রাখবেন। আর নিচে আবেদন প্রিন্ট করুন অপসনটি রয়েছে। এখান থেকে আপনার আবেদনপত্রটি প্রিন্ট করে নিন। আর এই আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় জমা দিন। পরবর্তীতে আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে আপনার সংশোধন হয়ে গেছে। নির্দিষ্ট তারিখে গিয়ে আপনার সংশোধীত জন্ম সনদ গ্রহন করতে পারেন।

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *