টেলিটক বর্ণমালা সিম পাওয়ার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন? এবং কিভাবে সিম সংগ্রহ করবেন?
টেলিটক বর্ণমালা সিম
টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন লিংক
১। টেলিটক বর্ণমালা সিমে কি কি বিশেষ সুবিধা থাকছে এই প্যাকেজে
বর্ণমালা সিমটি চালু করে প্রথম ৫০টাকা রিচার্জে পাচ্ছেন যেকোন অপারেটরে ৫০ মিনিট, ৫০ এসএমএস (মেয়াদ ৩০দিন) ও ৫জিবি ডাটা,মেয়াদ ৩০দিন। রিচার্জকৃত টাকা একাউন্টে জমা হবে।
পে পার ইউজ ডাটা রেট ১৫KB/১ পয়সা
প্রতি ৩০ টাকা রিচার্জে পাবেন ভয়েস-অন-নেট ৩০ মি, ডাটা-৬০এমবি এবং এসএমএস-৩০(অন-নেট) (মেয়াদ ৩ দিন।
১. ১ জিবি @ ২৪ টাকা (মেয়াদ ৭ দিন)
২. ১জিবি @ ৪৬ টাকা (মেয়াদ ৩০ দিন)
৩. ৫জিবি @ ৯৬ টাকা (মেয়াদ ১৫ দিন)
৪. ১০জিবি @ ১৮৬ টাকা (মেয়াদ ৩০ দিন)
৫. এফএনএফ প্রযোজ্য নয়
৬. ৪৫ পয়সা/মিনিট (২৪ ঘন্টা) ভ্যাটসহ ৬০ পয়সা মিনিট।
৭. পালস- ১ সেকেন্ড
৮. এসএমএস – ৩০ পয়সা (যেকোন অপারেটর)
২। টেলিটক বর্ণমালা সিম পেতে কি কি করতে হবে
এস.এম.এস এর মাধ্যমে রেজিস্টার করার জন্য নিম্নোক্ত ফরম্যাটে SMS করুন
Write BOR [space] SSC_Board(first 3 letters) [space] SSC_Roll [space] SSC_Passing_Year [space] SSC_registration_no.[space] contact_No(Any operator) [space]CC_Code(Optional) and send to 16222 from any Teletalk prepaid number.
Example- BOR MYM 123467 2020 34233402 015******** 105
৩। টেলিটক বর্ণমালা সিম পাওয়ার জন্য অনলাইন লিংক
http://bornomala.teletalk.com.bd/application.php.
উপরের লিংকে ক্লিক করার পরে Online Application এ ক্লিক করবেন তারপর নিচের মত একটা পেজ ওপেন হবে , সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে Next এ ক্লিক করবেন ।
Next এ ক্লিক করার পরে আপনার প্রধানকৃত তথ্যগুলো দেখাবে, তথ্যগুলো সঠিক হয়েছে কি না তা যাচাই করার জন্য, যদি কোন ভুল থেকে থাকে তাহলে সেটা আপনি এডিট করে নিতে পারবেন । এবার যদি সবগুলো তথ্য ঠিক থাকে তাহলে সাবমিট এপ্লিকেশন এ ক্লিক করুন । সাবমিট দেওয়ার পরে আপনাকে একটি সাকসেস ম্যাসেজ দেখাবে।
জরুরী কথা-
অনলাইনে তথ্য পূরণের সময় গ্রাহকগণ যে কাস্টমার কেয়ার সেন্টার থেকে সিম উত্তোলন করতে ইচ্ছুক তা অবশ্যই নির্ধারণ করে দিতে হবে এবং শুধুমাত্র সেই নির্ধারিত টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার থেকেই সিমটি উত্তোলন করতে পারবে। অার যদি কেও Any Teletalk CC সিলেক্ট করে তাহলে বাংলাদেশের যে কোন টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম তুলতে পারবেন।