থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগে? এবং সরকারি ভাবে খরচ কত?
থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের নিয়ম ও সরকারি খরচ
থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের জন্য যা যা লাগে
থাইল্যান্ড টুরিস্ট ভিসা বা থাইল্যান্ড ভ্রমণ ভিসা আবেদনের প্রথম ধাপ হচ্ছে আবেদন জমা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করা। তো চলুন দেখে নেই কি কি কাগজপত্র লাগে থাইল্যান্ড ভিসা পেতে।
১/থাইল্যান্ড ভিসা আবেদনের ফরম
২/পাসপোর্ট
৩/২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি. ৪.৫ সে.মি. মাপের)
৪/ব্যাংক স্টেটমেন্ট
ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (মোট ব্যালেন্স উল্লেখ থাকা ভাল তবে আবশ্যক না)
৫/পেশার প্রমাণপত্র (ট্রেড লাইসেন্স, NOC, স্টুডেন্ট আইডি ইত্যাদি)
৬/ভিসা রিকুয়েস্ট লেটার
৭/এয়ার টিকেট বুকিং
৮/হোটেল বুকিং
৯/ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা
১০/পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি (ছবির পাতা)
১১/জাতীয় পরিচয়পত্রের কপি
১২/সর্বশেষ থাই ভিসা কপি (যদি থাকে)
১৩/ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
১৪/১৮ বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র
থাইল্যান্ড টুরিস্ট ভিসা সরকারি ভাবে খরচ কত?
থাইল্যান্ড টুরিস্ট ভিসা মাত্র ৫৫৯৯ টাকা। কিন্ত থাইল্যান্ড টুরিস্ট ভিসা সরকারি ভাবে খরচে থাইল্যান্ড এর বিমান ভাড়া যাওয়া ও আসা সরকারি ভাবে খরচে সর্বনিম্ন ১৪-১৬ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০-৫৬ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সরকারি ভাবে অতি কম খরচে ও কম মূল্যে টিকেট পেতে প্রায় ৩ মাস আগেই টিকেট কেটে রাখতে হবে।
থাইল্যান্ডের প্রাণবন্ত সংস্কৃতিতে ভ্রমণ যাত্রাসূচী
ভ্রমণ যাত্রাসূচী
১. ৩দিন ২রাত ৪২,৯০০টাকা
২. ৪রাত ৫দিন ৪৯,৯০০টাকা
ভ্রমণ জন্য কি কি অন্তর্ভুক্ত থাকবে
1. এয়ার টিকেট
2. হোটেল
3. বুফে ব্রেকফাস্ট
4. পিক অ্যান্ড ড্রপ
5. সমস্ত পরিবহন
6. সিটিট্যুর
7. 24 ঘন্টা ট্যুর গাইড