নগদে পল্লী বিদ্যুৎ বিল দেওয়া নিয়ম ২০২৩। চার্জ ছাড়াই কি ভাবে প্রি পেইড এবং পোস্ট পেইড মিটারে বিল দেওয়া নিয়ম
প্রি পেইড এবং পোস্ট পেইড মিটারে বিল দেওয়া নিয়ম
প্রি পেইড বিল
পোস্ট পেইড বিল
চার্জ ছাড়াই পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন নগদে পল্লী বিদ্যুতের পোস্টপেইড গ্রাহকরা, নগদের মাধ্যমে খুব সহজেই বিল দিন ফ্রি আর প্রতিমাসে ৪টি বিলের চার্জ এমাউন্ট পেয়ে যাবেন ক্যাশব্যাক।
অ্যাপ ডাউনলোড করতে ট্যাপ করুন onelink.to/nagadapp
পল্লী বিদ্যুৎ প্রি-পেইড বিল পেমেন্ট এখন নগদ এর মাধ্যমে দেওয়া নিয়ম
নগদ নিয়ে এল প্রথমবারের মত পল্লী বিদ্যুৎ বিল পেমেন্ট। এখন থেকে নগদ উদ্যোক্তা ও গ্রাহক একাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ প্রি-পেইড বিল পেমেন্ট করা যাবে, খুব সহজেই
১. বিলার নাম্বার- *1315* গ্রাহক একাউন্ট থেকে বিল পেমেন্ট- কোনো সার্ভিস চার্জ নেই
২. App ও USSD – উভয় মাধ্যমেই এই বিল প্রদান করা যাবে। তাই আর দেরি কেন বেশি বেশি পল্লী বিদ্যুৎ প্রি-পেইড বিল দিন।
নগদ অ্যাপ-এর বিল পে অপশন থেকে নেসকো বিল পেমেন্ট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন
১. নগদ অ্যাপে লগ ইন করুন
২. বিল পে আইকন ট্যাপ করুন
৩. নেসকো সিলেক্ট করুন
৪. একাউন্ট নাম্বার দিন
৫. বিলের মাস ও বছর দিন
৬. টাকার পরিমাণ টাইপ করুন
৭. পিন টাইপ করুন
৮. ট্যাপ করে ধরে রাখুন
৯. পেমেন্ট শেষে কনফার্মেশন এসএমএস পাবেন
প্রি পেইড মিটার ব্যাবহারের সরকারি নির্দেশ
প্রি পেইড মিটার ব্যাবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার এটা কি বাধ্যতা মূলক? পল্লী বিদ্যুতের সংযোগে এটা প্রথম ধাপে করা হোক কেননা পল্লী বিদ্যুৎ সরাসরি সরকারি বিদ্যুৎ ব্যাবস্থা আর নেসকো ডেসকো পিডিবি তো এলো পরে।তাহলে আমার কথা হলো বিদ্যুৎ বিল আমি কখনো বকেয়া রাখিনা তাহলে কেন আমাকে প্রিপেইড মিটার ব্যাবহার করতে হবে?বিল তো পোস্ট পেইডেও আসে তাহলে বাধ্যতা মূলক শব্দটা কতটা বৈধ তা কিন্তুু প্রশ্ন থেকে যায়।হাই কোর্ট যদি রুল জারি করে আদেশ দেন যে পোস্ট পেইড মিটার কেন বৈধতা হারাবে বা পোস্ট পেইডে কেন বিলিং সিস্টেম থাকবে না মর্মে জানতে চেয়ে নোটিশ জারি করেন তো তখন?আমি ও সেদিনের অপেক্ষায়।সরকারের নামে সরকারের আদেশ ও নির্দেশ নামক যে শব্দ নেসকো ও ডেসকো ব্যাবহার করে তান্ডব চালাবে বা চালাতে চাইছে সেটার বৈধতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষর সম্বলিত সীল ও মন্ত্রনালয়ের সবার স্বাক্ষরিত অনুলিপি ও প্রতিলিপি দেখানো হোক জনগনকে তারপর আমরা মানবো।