নগদে ১৫ টাকা রিচার্জে ১৫ টাকা ক্যাশব্যাক অফার ২০২২ । বাটা ১৫% শপিং ক্যাশ ব্যাক
নগদে ১৫ টাকা রিচার্জে ১৫ টাকা ক্যাশব্যাক অফার ২০২২ – নগদ মোবাইল ব্যাংকিং অফার হতে – Nogod 15% Cash Back at Bata outlet
15 Tk. Cash Back in 15 Taka recharge at own Nogod Offer – In any operator recharge from Nogod App – Take 15 Taka by recharging your nogod mobile number once. Now Do the recharge amount and get your cashback instant.
১৫ টাকা রিচার্জে ১৫ টাকা ক্যাশব্যাক! এখন নিজ নাম্বারে নগদ থেকে ১৫ টাকা রিচার্জে ১৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, পাবেন একবার। অফারটি যারা নগদ একাউন্ট থেকে মে মাসে কোন লেনদেন করেননি কিন্তু জুনে লেনদেন করেছেন, শুধু তারাই নিতে পারবেন। অফারটি চলবে ৩০ জুন, ২০২২ পর্যন্ত।
নগদ তার গ্রাহকদের সেবা প্রদানে সব সময় বদ্ধপরিকর। আপনি আমাদের সেবা গ্রহণ করে সন্তুষ্ট হয়েছেন জানতে পেরে আমরা আনন্দিত। নগদ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তার সেবার মানকে আরো উন্নত করার জন্য। আশা করছি ভবিষ্যতেও নগদের মূল্যবান গ্রাহকদের এভাবেই ভালো সেবা প্রদান করতে পারবো!
মনে রাখবেন, ‘নগদ’ এর কোন কর্মকর্তা কখনোই আপনার একাউন্টের পিন কিংবা ওটিপি জানতে চাইবে না। এই ধরনের কোন ফোন পেলে কিংবা প্রতারণার শিকার হলে সরাসরি কল করুন ১৬১৬৭ নাম্বারে।
নগদে ক্যাশব্যাক অফার ২০২২ / বাটা শপিং এ ১৫% ক্যাশব্যাক অফার ২০২২
এ ক্যাশ ব্যাক অফারটি সবার জন্য প্রযোজ্য নয়
Caption: 15% Cash back offer for Bata Shoe Purchase । তবে সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত এ ক্যাশব্যাক পাওয়া যাবে।
বাটা জুতায় ক্যাশ ব্যাক পেতে কাস্টমারের করণীয় ২০২২
- প্রথমেই আপনি যে কোন ধরনের এবং দামের জুতা সিলেক্ট করুন।
- ক্যাশ কাউন্টারে রাখা কিউআর কোর্ড স্ক্যান করে মার্চেন্ট পেমেন্ট অপশন ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন খুবসহজেই।
- ১৫% ক্যাশ ব্যাক পাওয়া যাবে ইনস্ট্যান্ট।
- সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত নগদ ক্যাশ ব্যাক পাওয়া যাবে।
সবাই কি বাটা জুতার ক্যাশ ব্যাক অফার ভোগ করতে পারবে?
১৫% নগদ ক্যাশ বাটায় –বাটা ছাড়াও রিচার্জ অফার গ্রহণ করতে পারেন। গ্রামীণফোন রিচার্জে এক্সক্লুসিভ অফার! নগদ থেকে নির্দিষ্ট পরিমাণ রিচার্জে পাচ্ছেন ১০% পর্যন্ত ক্যাশব্যাক। অফারটি চলবে ২২ জুন, ২০২২ পর্যন্ত। অফারটি পেতে ন্যূনতম ১০১ টাকা রিচার্জ করতে হবে।