সর্বশেষ নিউজ

বাংলাদেশের ক্রিকেটারদের মাসিক বেতন কত ২০২৩ । সাকিবের বেতন বা সম্মানী কত টাকা?

স্টার ক্রিকেটারদের বেতন ৬ লক্ষ টাকা হলেও সাধারণ ক্রিকেটারদের ১ লক্ষ টাকা মাসিক বেতন প্রদান করা হয় – বাংলাদেশের ক্রিকেটারদের মাসিক বেতন কত ২০২৩

ক্রিকেটারের পয়েন্ট অনুসারেই কি বেতন নির্ধারিত হয়? – পয়েন্টের হিসাব অনুযায়ী মুশফিকের মাসিক বেতন হবে ৬ লাখ ২০ হাজার টাকা। একই হিসাবে তামিম ও মাহমুদউল্লাহ’র বেতন হবে ৬ লাখ টাকা করে। এর আগের বেতন কাঠামো অনুযায়ী এই তিনজনের বেতন ছিল মাসিক ৪ লাখ টাকা করে। এছাড়া অন্যান্য ক্রিকেটারদের বেতন মাসিক ১ লক্ষ টাকা হয়ে থাকে।

বিসিবি কোথা থেকে ক্রিকেটের বেতন দেয়? বাংলাদেশে ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাদের সব আয়ের উৎস ক্রিকেট থেকেই। বোর্ডের আয়ের একটি বড় অংশ আসে আইসিসির রাজস্ব থেকে সেখান থেকে বর্তমান চক্রে ১২ কোটি ৮০ লাখ ডলার পাচ্ছে বিসিবি। এসব অর্থ হতেই মূলত ক্রিকেটারদের বেতন ভাতাদি পরিশোধ করা হয়।

কবে থেকে ক্রিকেট বাংলাদেশে শুরু হয়? বাংলাদেশ ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সহযোগী সদস্যে পরিণত হয়। পরবর্তীতে রাকিবুল হাসানের নেতৃত্বে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। ৪ ম্যাচের ২ টিতে জয়লাভ করে এবং ২ টিতে তারা হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।

সবচেয়ে বেশি বেতন পাওয়া ক্রিকেটার ২০২৩ । বাংলাদেশের কার বেতন কত?

বাংলাদেশের সাবেক ক্রিকেটার ক্যাপটিন ও রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পদ ও আয় কত টাকা দেখুন।

মাশরাফির বেতন ভাতাদি

মাশরাফির বেতন ভাতাদি

বাংলাদেশের ক্রিকেটারদের মাসিক বেতন কত ২০২৩ । কোন ক্রিকেটারদের বেতন কত?

  1. MD Mushfiqur Rahim 620,000
  2. Tamim Iqbal Khan 650,000
  3. Litton Kumer Das 275,000
  4. Mehidy Hasan Miraz 275,000
  5. MD Taijul Islam 250,000
  6. MD Mithun 200,000
  7. Najmul Hossain Shanto 150,000
  8. Mominul Haque Shawrab 330,000
  9. Nayeem Hasan 100,000
  10. Abu Jayed Chowdhury Rahi 100,000
  11. Ebadot Hossain Chowdhury 100,000
  12. MD Mahmud Ullah 430,000
  13. Soumya Sarkar 300,000
  14. MD Mustafizur Rahman 300,000
  15. MD Shaif Uddin 150,000
  16. Afif Hossain Dhrubo 100,000
  17. Naim Sheikh 100,000
  18. MD Shafiul Islam 300,000
  19. Masrafe Bin Mortaza 450,000
  20. MD Al-Amin Hossain 150,000
  21. Mahadi Hasan 100,000
  22. Hasan Mahmud 100,000
  23. Mohammed Saif Hassan 100,000
  24. Yasir Ali Chowdhury 100,000
  25. Taskin Ahmed 100,000
  26. Nasum Ahmed 100,000
  27. Aminul Islam Biplob 100,000

সাকিবের বেতন কত টাকা?

তিন ফরম্যাটের চুক্তিতে থাকার পাশাপাশি দুই ফরম্যাটের অধিনায়কও এখন সাকিব। বিসিবির নিয়ম অনুযায়ী, অধিনায়ক হিসেবে সাকিব ও তামিম দু’জনই ৪০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। এ হিসাবে সব মিলিয়ে সাকিবের বেতন এখন মাসে প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা। বিসিবি সূত্র জানায়, সাকিবের পরই সর্বোচ্চ বেতন তামিম এবং মুশফিকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *