বিকাশে কুরবানির পশুর হাসিলের পেমেন্ট করুন
পেমেন্ট বিকাশ করে পছন্দের কুরবানির পশু কিনুন ঘরে বসেই– শুধুই তাই নয় আপনি হাসিলের পেমেন্টও করতে পারেন বিকাশেই– বিকাশে হাসিলের পেমেন্ট ২০২২
বিকাশে কুরবানির পশুর হাসিলের পেমেন্ট করুন – aঅনলাইন কুরবানীর পশুর হাটে আপনাকে স্বাগতম। করোনা চলাকালীন এই সময়ে ঘরে বসেই আপনাকে সপরিবারে পবিত্র কুরবানির পশুটি নিরাপদে কেনার সুযোগ করে দিচ্ছে বিকাশ। নিচে দেয়া পার্টনার মার্চেন্টদের অনলাইন হাট থেকে বেছে নিন আপনার পছন্দের গরু কিংবা ছাগল আর পেমেন্ট বিকাশ করুন। আপনার পছন্দের কুরবানির পশুটি সময়মতো পৌঁছে যাবে আপনার কাছে। আরো পাবেন কুরবানির পশুর ট্রান্সপোর্ট ও মিট প্রসেসিং সুবিধা। তার মানে সব কিছু এক জায়গায়!স্মার্ট বাংলাদেশে, স্মার্ট হাট” এর জমজমাট আয়োজনে, হাটে হাটে আপনার কুরবানির পশুর হাসিলের পেমেন্ট করুন বিকাশ-এ, সহজে ও নিরাপদে।
গরু কিনুন অনলাইনে এবং বিকাশ করুন নিশ্চিন্তে / পরিবারের সাথে ঘরে বসেই ঈদ উদযাপন করুন নিরাপদে
এছাড়া কোরবানির পশু ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে ভিজিট করুন TruckLagbe. Truck Lagbe অ্যাপ থেকে ২০ জুলাই পর্যন্ত কুরবানির পশুর ট্রান্সপোর্টের বুকিং দেয়া যাবে। গরুর হাটের বিস্তারিত তালিকা দেখুন: ডাউনলোড
হাসিল অথবা গরু কেনার পেমেন্ট সংক্রান্ত শর্তাবলী ২০২২
- যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট মার্চেন্ট ওয়েবসাইটে যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।
- যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও তার ডেলিভারি নিশ্চিত না করতে পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না।
- বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে।
হাটে গিয়ে গরু কিনলেও কি হাসিল বিকাশে দেওয়া যাবে?
হ্যাঁ অবশ্যই – আপনি হাটে গরু কিনলে গরুর কেনার খাজনা বা হাসিল পরিশোধ করতে হয়। হাসিল বা ইজারাদারদের হাসিল প্রদানের জন্য বিকাশ নম্বর দেওয়া থাকে। হাটে গরু কিনে বা অনলাইনে গরু কিনে হাসিল প্রদান করতে পারেন বিকাশে। বিস্তারিত তথ্য দেখুন