বিকাশে ফিঙ্গার চালু করার নিয়ম ২০২৩ । পিন নম্বর না দিয়ে ফিঙ্গারিং করেই বিকাশে প্রবেশ করা যাবে?

বিকাশ টার্চ বা ফেসঅ্যাপ আরও নিরাপদ বা আধুনিক প্রযুক্ত বটে কিন্ত এটি আমাদের জন্য আরও ভয়ংকর হতে পারে যদি সচেতন না থাকি-ঘুমের মধ্যে বা অবচেতন অবস্থায় যে কেউ বিকাশ ওপেন করে মিস ইউজ করতে পারে – বিকাশ টাচ/ফেস আইডি চালু করার নিয়ম ২০২৩

বিকাশ বায়োমেট্রিক লগিন কতটা নিরাপদ? বিকাশ গ্রাহকগণ দ্রুত বিকাশ অ্যাপে লগিন করতে পারবেন। বিকাশ অ্যাপে লগিন এর ক্ষেত্রে পিন কোড প্রদান করার বাধ্যবাধকতা থাকছেনা। গ্রাহক নিজে ছাড়া অন্য কেউ অ্যাপে লগিন করতে পারবেনা। বিকাশ পিন ভুলে গেলেও অ্যাপে লগইন করা যাবে।

নতুন ফিচারের কিছু অসুবিধা কি? বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশ শক্তিশালী হয়ে গিয়েছে যার ফলে ফেস ভেরিফিকেশন এর মত নিরাপদ প্রযুক্তিকেও ম্যানিপুলেট করা সম্ভব হতে পারে। গ্রাহকের অগোচরে যেকেউ চালাকি করে গ্রাহকের ফেস আনলক বা ফিংগারপ্রিন্ট এর ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবে। বিকাশ এর নতুন ফিচার এর সুবিধা-অসুবিধা সম্পর্কে। ব্যাপারগুলো জানার পর সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার, আপনি এই ফিচার ব্যবহার করবেন কি করবেন না। তবে সহজ ভাষায় বলতে গেলে ফিংগারপ্রিন্ট বেশ নিরাপদ একটি প্রযুক্তি হলেও আপনি ঘুমিয়ে পড়লে বা অচেতন থাকলেও এটি ব্যবহার করে যেকেউ বিকাশ অ্যাপে লগিন কিন্তু করতে পারবে। তাই সবসময় নিজের বিকাশ একাউন্ট লগিন করা ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে ভুলবেন না। অনেক তো হলো নতুন ফিচার এর ভালোমন্দের আলাপ। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে বিকাশ অ্যাপে ফিংগারপ্রিন্ট বা ফেস আনলক লগিন ফিচার চালু করবেন।

আমার বিকাশে অপশন নাই? অ্যাপ আপডেট করে নিন। বিকাশ অ্যাপে ফিংগারপ্রিন্ট বা টাচ আইডি এবং ফেস আইডি বা ফেস আনলক ব্যবহার করে বিকাশ বায়োমেট্রিক লগিন ফিচার সেটাপ করা যাবে।  প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বিকাশ অ্যাপ আপডেট করে নিন লেটেস্ট ভার্সনে। প্রথমে টাচ বা ফেস আনলক সেট করে নিতে হবে। বিকাশ অ্যাপ ওপেন করুন, অ্যাপে প্রবেশ করে বিকাশ পিন এর পাশে থাকা বায়োমেট্রিক ফিংগারপ্রিন্ট আইকনে ট্যাপ করুন এবং আপনি মোবাইলে সামনে বা ফিঙ্গার টাপে আঙ্গুল রাখুন ব্যাস অ্যাপ ওপেন হয়ে যাবে।

টাচ করলেই বিকাশ অ্যাপ ওপেন হয়ে যাবে? / হ্যাঁ। আপনার চেহারা দেখে বা ফিঙ্গার টাচেই বিকাশ অ্যাপ ওপেন হয়ে যাবে।

বিকাশ ব্যবহার আরও সহজ করতে বিকাশ অ্যাপ খুলতে আর পিন লিখতে হবে না। আপনি টাচ বা ফেস দেখিয়েই অ্যাপ চালু করতে পারবেন।

বিকাশ টাচ/ফেস আইডি চালু করার নিয়ম ২০২৩ । পিন নয় বরং ফিঙ্গার বা ফেস ব্যবহার করেই বিকাশ অ্যাপে ঢোকা যাবে?

bkash.com

বিকাশ টাচ বা ফেস সেট করার নিয়ম ২০২৩ । টাচ করে বিকাশ অ্যাপ খুলতে কিভাবে কি করতে হবে?

  1. প্রথমে Bkash APP ওপেন করুন বা মোবাইলের স্ক্রিনে আনুন।
  2. অ্যাপে প্রবেশ করে বিকাশ পিন এর পাশে থাকা বায়োমেট্রিক ফিংগারপ্রিন্ট আইকনে TAP করুন।
  3. ফিংগারপ্রিন্ট আইকনে ট্যাপ করার পর টাচ/ফেস আইডি সম্পর্কে তথ্য দেখতে পাবেন।
  4. পরবর্তী অপশনে TAP করে এগিয়ে যান।
  5. বিকাশ একাউন্টের পিন প্রদান করতে হবে।
  6. বিকাশ অ্যাপের পিন প্রদান করে নিশ্চিত করুন ও এগিয়ে যান।
  7. আপনার ফোনে ফিংগারপ্রিন্ট বা Face Unlock – যে সিকিউরিটি অপশন চালু হয়েছে সেটি পপ-আপ হিসেবে প্রদর্শিত হবে।
  8. Face Lock বা ফিংগারপ্রিন্ট ব্যবহার করে ভেরিফাই করলে বিকাশ অ্যাপে ফেস আইডি বা টাচ আইডি যুক্ত হয়ে যাবে।
  9. সফলভাবে বিকাশ অ্যাপে ফেস আইডি বা টাচ আইডি লগিন ফিচার যুক্ত করার পর অভিনন্দন লেখা দেখতে পাবেন।

ফিঙ্গার বা ফেস আইডি সেট করেছি কিন্তু লগিন করবো কিভাবে?

বিকাশ অ্যাপ ওপেন করে ফিঙ্গার এ ট্যাপ করবেন এবং ফোনের ফিঙ্গারে টাচ করবেন ব্যাস বিকাশ অ্যাপ ওপেন হয়ে যাবে। তবে যে বিকাশ পিন পরিবর্তন করলে বা মোবাইল ফোন পরিবর্তন করলে বা নতুন ফোনে বিকাশ একাউন্ট লগিন করলে সেক্ষেত্র বায়োমেট্রিক লগিন রিসেট হয়ে যাবে ও নতুন করে এই ফিচার সেটাপ করতে হবে। সঠিকভাবে বিকাশ অ্যাপে বায়োমেট্রিক লগিন যুক্ত করতে পারলে পরবর্তীবার লগিন এর ক্ষেত্রে এগুলো ব্যবহার করেই লগিন করা যাবে। বার বার পিন দেওয়ার চেয়ে ফিঙ্গার বা ফেস সেট করে নিলে বেশ সুবিধা পাওয়া যায় বিকাশ অ্যাপ ব্যবহার করে। বিকাশ নিত্য নতুন প্রযুক্তি ব্যবহারে আমাদের অভ্যস্ত করে তুলছে।
https://reportbd.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%9a-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%95%e0%a6%b0/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *