বিজ্ঞাপনে উৎসে কর ২০২৩ । অনলাইন বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ১৫% কর প্রদান করতে হবে
অনলাইনের যুগে গুগল ও ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করা হয়-এসব বিজ্ঞাপন বাবদ যে অর্থ পরিশোধ করা হবে-তাঁর উপর ১৫% উৎসে কর প্রযোজ্য হইবে – বিজ্ঞাপনে উৎসে কর ২০২৩
Digital Marketing – ইন্টারনেট ব্যবহার করে কোন বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ওয়েবসাইটে কোন বিজ্ঞাপন প্রচার বা কোন কন্টেন্ট এর প্রমোশন বা বিপণন করা হলে তা Digital Marketing হিসেবে গণ্য হবে। কোন টেলিভিশন বা রেডিও চ্যানেলে প্রচারিত কোন কন্টেন্ট বা বিজ্ঞাপন Digital Marketing হিসেবে গণ্য হবে না। এক্ষেত্রে ১৫% আয়কর প্রযোজ্য হইবে।
অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৬ ধারার আওতায় ব্যাংকসমূহ কর্তৃক বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক তাদের ১৭/০৪/২০২৩ তারিখের পত্রের মাধ্যমে Digital Marketing এবং Advertisement Broadcasting সেবাদ্বয় সম্পর্কে স্পষ্টীকরণ করা হয়েছে। এপ্রেক্ষিতে ৩০জুন ২০২৩ তারিখ পর্যন্ত বর্ণিত সেবার বিপরীতে প্রযোজ্য কর হার অনুসরণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ইতঃপূর্বে এতদ্সংক্রান্ত বিষয়ে ভিন্নরূপ ব্যাখ্যা সংবলিত কোন পত্র জাতীয় রাজস্ব বোর্ড হতে জারী করা হয়ে থাকলে তা এই পত্র জারির পর হতে অকার্যকর বলে গণ্য হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ডের পত্রে উল্লেখ করা হয়েছে।
কোন টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোন বিজ্ঞাপন সম্প্রচার হলেই কেবল তা Advertisement Broadcasting হিসেবে গণ্য হবে। ইন্টারনেট ব্যবহার করে কোন বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ওয়েবসাইটে কোন বিজ্ঞাপন প্রচার বা কোন কন্টেন্ট এর প্রমোশন বা বিপণন করা হলে তা Advertisement Broadcasting হিসেবে গণ্য হবে
না। এক্ষেত্রে ২০% কর প্রযোজ্য হইবে।
পূর্বের সকল আদেশ অকার্যকর হইয়া যাবে / অনলাইনে বিজ্ঞাপন দিলেই ১৫% আয়কর কর্তন করতে হবে।
ইতোপূর্বে এতদ্সংক্রান্ত বিষয়ে ভিন্নরূপ ব্যাখ্যা সংবলিত কোন পত্র জাতীয় রাজস্ব বোর্ড হতে জারী করা হয়ে থাকলে তা এই পত্র জারীর পর হতে অকার্যকর বলে গণ্য হবে।
Caption: source of information
Digital Marketing Platform 2023 । List Of paid Advertising
- Youtube
- Social media marketing.
- Content marketing.
- Influencer marketing.
- Affiliate marketing.
- Email marketing.
- Paid advertising
পরিপত্র কি?
পরিপত্র হলো কোন লিখিত নথি বা কাগজপত্র যা একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পাঠানো হয়। এই কাগজপত্রে সাধারণত কোন বিষয়ে তথ্য, নির্দেশ, সিদ্ধান্ত, সুপারিশ ইত্যাদি থাকে। পরিপত্র ব্যবহার করা হয় বিভিন্ন উদ্দেশ্যে, যেমন কোন কারণে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোন তথ্য বা সিদ্ধান্ত প্রদান করতে পারে। পরিপত্র ব্যবহার করে কোন সমস্যা সমাধান করা, কোন প্রকল্প বা কাজের জন্য অনুমোদন প্রাপ্ত করা, কোন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করা ইত্যাদি সম্ভব হয় পরিপত্র ব্যবহার করে। বাংলাদেশ ব্যাংকের এ পরিপত্রটি কার্যকর হইবে।