বিদেশী নাগরিকদের আয়কর ২০২৩ । ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কর্মরত বিদেশিদের বেতন ভাতায় ৩ বছরের কর অব্যাহতি?
ভিনদেশীদেরও বাংলাদেশ হতে আয়কৃত অর্থের উপর কর দিতে হয়- তবে সম্প্রতি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পে কর্মরত বিদেশীদের আগামী ৩ বছর কর দিতে হবে না– বিদেশী নাগরিকদের আয়কর ২০২৩
বিদেশীদের কত সাল পর্যন্ত আয়কর দিতে হবে না? –ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কর্মরত বিদেশীদের বেতন ও ভাতার উপর ৩ বছরের আয়কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক এস আর ও-তে এই অব্যাহতি দেওয়া হয়। আয়কর অব্যাহতির মেয়াদ শুর হবে এ বছর জুলাই মাস থেকে, আর শেষ হবে ২০২৬ সালের জুন মাসে।
বিদেশী নাগরিকদের কি কর দিতে হয়? হ্যাঁ। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশী নাগরিকদের করের আওতায় আনার জন্য বিনিয়োগ বোর্ড এবং বেপজাকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআরের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বিদেশী নাগরিক কাজ করলেও তারা যথাযথ কর দিচ্ছেন না – এমন ধারণা থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন “বিদেশীদের বাংলাদেশে কাজ করার সুযোগ আছে, কিন্তু তারা যদি করযোগ্য আয় করেও কর পরিশোধ না করেন – তাহলে আয়কর আইন অনুযায়ী সেটা একটা অপরাধ।” বাংলাদেশে ঠিক কত বিদেশী নাগরিক কাজ করেন তার কোন সঠিক সংখ্যা নেই।
ভীনদেশীগণ কি ঠিকমত আয়কর দেন? এনবিআর চেয়ারম্যান বলেন, তারা বিনিয়োগ বোর্ড এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে পরিসংখ্যান সংগ্রহ করেছেন। তাতে দেখা যাচ্ছে যে অনেক বিদেশী নাগরিক পর্যটক ভিসা নিয়ে এসে বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করছেন। ঠিক কি পরিমাণ আয়কর এভাবে ফাঁকি দেয়া হচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সংখ্যা অনেক বড় হবে, তবে তিনি অনুমাননির্ভর কোন কথা বলতে চান না। তিনি বলেন, গত বাজেটের সময় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে যেসব প্রতিষ্ঠানে অবৈধভাবে লোক নিয়োগ করা হবে তাদের বিরুদ্ধে কর সুবিধা প্রত্যাহার, বা জেল-জরিমানার মতো ব্যবস্থা নেয়া হতে পারে। বিনিয়োগ বোর্ড এবং বেপজা (বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি)-কে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর। সূত্র: বিবিসি
বিদেশী নাগরিকদের আয়কর ২০২৩ । ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কর্মরত বিদেশিদের বেতন ভাতায় ৩ বছরের কর অব্যাহতি?
ভিনদেশীগণ কর না দিলে গুনতে হবে জরিমানা।
Caption: Download Full PDF
বিদেশীদের কর হার ২০২৩ । বিদেশীদের কর হার কি তুলনামূলকভাবে বেশি?
- আয়কর অধ্যাদেশ অনুযায়ী, বিদেশি নাগরিকদের আয়ের ওপর কর হার ৩০ শতাংশ।
- কোনো বিদেশি ১০০ টাকা আয় করলে ৩০ টাকা কর দিতে হবে।
- চাকরিদাতা প্রতিষ্ঠান প্রতি মাসে বেতন-ভাতা দেওয়ার সময় তা কেটে রাখবে। বিদেশিদের আয়ের ওপর কর পুরোটাই উৎসে কেটে রাখতে হবে।
-
এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, যেসব কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিও, হোটেল, রেস্তোরাঁয় বিদেশি নাগরিক কাজ করেন কিংবা অদূর ভবিষ্যতে কাজ করার সম্ভাবনা আছে -সেই সব প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিদেশি নাগরিক নিয়োগের ক্ষেত্রে আয়কর বিধিমালা অনুসরণ করতে হবে।
বিদেশীরা কর না দিলে কি জরিমানা হবে?
হ্যাঁ। এনবিআর বলছে, যথা সময়ে যথাযথভাবে কর না দিলে চাকরিদাতা প্রতিষ্ঠান বা ওই বিদেশি নাগরিককে শাস্তি দেওয়ারও ব্যবস্থা আছে। আয়কর আইনে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫ লাখ বা প্রদেয় করের ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। এ ছাড়া তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।