সর্বশেষ নিউজ

বিসিএস ক্যাডার বেতন স্কেল ২০২৩ । ম্যাজিস্ট্রেট এর বেতন কত বাংলাদেশে?

জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে একজন বিসিএস কর্মকর্তার প্রাথমিক মূল বেতন ২২০০০ টাকা ধরা হয়েছে। তার বেতন ভাতাদি একই স্কেলে সর্বোচ্চ বেড়ে ৫৩০৬০ টাকা হতে পারবে। সিলিংয়ে পৌছে গেলে আর বেতন বাড়বে না। তবে পদোন্নতির সাথে সাথে তার গ্রেড ৯ থেকে ৩য় বা ৪র্থ গ্রেডেও চলে আসতে পারে। তো চলুন চাকরি জীবনের শুরুতে তিনি কত টাকা বেতন পেতে পারে তার একটি স্বারণি আমরা দেখে নিই।

ক্রমিক নং বেতন ভাতাদি টাকা মন্তব্য
১। মাসিক মূল বেতন ২২০০০/- যোগদানকালে বেতন তবে ডাক্তার ও ইঞ্জিনিয়ারগণ ২টি ইনক্রিমেন্ট সহ যোগদান করেন।
২। মাসিক বাড়ি ভাড়া ৮৮০০/- উপজেলায় ৪০%, জেলায় ৫০% এবং ঢাকা সিটিতে ৫৫% হারে মূল বেতনের। উপজেলা ধরে: ২২০০০*৪০/১০০ = ৮৮০০/- (সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়া পাবেন না)
৩। মাসিক চিকিৎসা ভাতা ১৫০০/-
সর্বমোট মাসিক বেতন ভাতাদি ৩২,৩০০/-

প্রতিবছর ৫% হারে মূল বেতন বৃদ্ধি পাবে।

সাধারণত ৫ বছর পরে পদোন্নতি হয়। পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। অন্যদিকে পদোন্নতি না পাওয়া পর্যন্ত ৫ বছর পরে ৩২০০০ টাকার উপর ২৫% বেতন বৃদ্ধি পেলে মোট বেতন আনুমানিক ৮০০০ টাকা বেড়ে ৪০ হাজার টাকায় দাঁড়াবে।

একজন ম্যাজিস্ট্রেট এর বেতন কত?

নির্বাহী অফিসার কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে না এবং এ স্থলে জুডিশিয়াল অফিসার কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। কোন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজেকে শুধুমাত্র “ম্যাজিস্ট্রেট” হিসেবে পরিচয় দিতে পারেন না। বিসিএসের মাধ্যমে যেসব মেধাবী ও সৌভাগ্যবান ব্যক্তিরা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জয়েন করেন, তাদের পদবি হল- সহকারী কমিশনার (প্রশাসন)। ম্যাজিস্ট্রেট নয়। পুলিশের ASP পদমর্যাদার ব্যক্তিদেরকে কিংবা Board Examination ও বিভিন্ন পরীক্ষায় দায়িত্ব পালনের সময় সরকারি কলেজের শিক্ষকদেরকেও (বিসিএস- শিক্ষা ক্যাডার) সরকার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করতে পারেন। যাকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে। তবে তারা কিন্তু নিজেদেরকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন না। যখন বলা হচ্ছে, “অমুক ভাই একজন ম্যাজিস্ট্রেট”। তার অর্থ – অমুক ভাই হলেন বিচার বিভাগে নিযুক্ত একজন বিচারক। যার বেতন স্কেল শুরুতে ৬ষ্ঠ গ্রেড ব্যাসিক ৩৫,৫০০ টাকা (জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড: ৩৫৫০০-৬৭০১০)। আর যিনি বিসিএসের মাধ্যমে সহকারী কমিশনার (প্রশাসন) হিসেবে নিয়োগ প্রাপ্ত হন, তার বেতন স্কেল শুরুতে ৯ম গ্রেড (ব্যাসিক ২২,০০০ টাকা)।

https://bdservicerules.info/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%8f/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *