শিক্ষা বোর্ড নোটিশ

ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তা ২০২৩ । স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদনের বিজ্ঞপ্তি

টাকার অভাবে ভর্তি হতে পারবে না এটা হবে না – স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিবে সরকার – ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তা ২০২৩

সরকারি অনুদানে স্নাতকে ভর্তি ২০২৩ – স্নাতক বা সমমান পর্যায়ের স্টুডেন্ট ভর্তি হতে ব্যর্থ হলে বা টাকা যোগাতে না পারলে সরকারি অনুদানে ভর্তি হতে পারবেন। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ২০২৩ । ১০,০০০ টাকা পর্যন্ত ভর্তি সহায়তা নিয়ে নিন

ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে (http://www.eservice.pmeat.gov.bd/admission)-লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে । ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়ােজনীয় কাগজপত্র আপলােড করে শিক্ষার্থীকে আগামী ২১/০৯/২০২৩ খ্রি: তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে (স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থী) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে। গত বছরও ৪৩,৭৬,০০০ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে সরকার।

ভর্তি সহায়তার জন্য অনলাইনে আবেদন করা যাবে / স্নাতক পর্যায়ে ভর্তির জন্য অনুদান গ্রহণের জন্য অনলাইন আবেদন করার নিয়ম ও পদ্ধতি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। বিস্তারিত দেখুন

২১/০৯/২০২৩ পর্যন্ত মাস জুড়ে অনলাইনে আবেদন করা যাবে।

ভর্তি সহায়তার আবেদন করতে কি কি লাগবে?

  1. ছবি, স্বাক্ষর,
  2. জন্ম নিবন্ধন সনদ,
  3. অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে),
  4. পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) ।

এ সংক্রান্ত ফর্ম কোথায় পাওয়া যাবে?

অনলাইনেই ভর্তি সহায়তার জন্য আবেদন করতে পারবেন। প্রত্যয়ন/সুপারিশ ফরম আপনি অনলাইন হতেই সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন ফর্ম ডাউনলোড ও অনলাইন আবেদনের জন্য ভিজিট করুন: eservice.pmeat.gov.bd/admission । অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেটি না জানতে ভিডিও দেখে আসতে পারেন। ভিডিও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *