ভাতা ২০২৩-২৪। বয়স্ক প্রতিবন্ধী বিধবা ভাতা কত বছর বয়সে দেওয়া হয়? এবং কি ভাবে আবেদন করা যায়?
২০২৩-২৪ অর্থবছরে বর্ধিত কোটায় ভাতা
১. সব ধরনের ভাতা আবেদন ২০২৩
ভাতা ২০২৩-২৪ অর্থবছরে বর্ধিত কোটায় বয়স্ক ভাতা,বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের ভিত্তিতে অনলাইনে আবেদন গ্রহন চলছে।
২.অন লাইনে আবেদন নিয়ম
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
৩. দোকানে আবেদন করার জন্য নিম্নের কাগজগুলো অবশ্যই সাথে নিয়ে আসতে হবে
১৷ স্মার্ট কার্ডের ফটোকপি।
২৷ বিধবা ভাতার জন্য স্বামীর মৃত্যু সনদ।
৩৷ নিজের নামে রেজিস্ট্রিকৃত মোবাইল সীমের বিকাশ নাম্বার।
৪৷ এক কপি ছবি।
৫৷ প্রতিবন্ধী হলে, ডাক্তারি সার্টিফিকেট।
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. পর্যন্ত। সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এসে ভাতার জন্য আবেদন করা যাবে।
১.বয়স্ক ভাতা
১. ভোটার আইডি কার্ড/এনআইডি কার্ড (বয়স পুরুষ-৬৫, মহিলা-৬২ বা তদূর্ধ্ব)
২. নগত হিসাব খোলা আছে অবশ্যই ভাতা গ্রহণ কারীর নিজ নামে রেজি এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন মোবা নম্বার)
২. অচ্ছল প্রতিবন্ধী ভাতা
১. ভোটার আইডি কার্ড/এনআইডি কার্ড অথবা অনলাইন জন্মনিবন্ধন কার্ড ।
২. উপজেলা সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র ।
৩. নগত হিসাব খোলা আছে অবশ্যই ভাতাগ্রহন কারীর নিজ নামে রেজিঃএমন মোবাইল নাম্বার (ইতিপূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নম্বর)
৩.বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা
১. ভোটার আইডি/এনআইডি কার্ড ।
২. নগত হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতিপূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)
৩. বয়স্ক,প্রতিবন্ধী,বিধবা কত বছর বয়সে দেওয়া হবে?
১/ বয়স্ক ভাতা- মহিলাদের ৬২ বছর, পুরুষ ৬৫ বছর
২/ বিধবা ভাতা- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র
৩/ প্রতিবন্ধী ভাতা- অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে।
১. বয়স্ক ভাতা
বয়স
ক) পুরুষ ৬৫+ (যাদের জন্ম ৩০/০৬/১৯৫৮ বা তার পূর্বে)
খ) মহিলা ৬২+ (যাদের জন্ম ৩০/০৬/১৯৬১ বা তার পূর্বে)
১) জাতীয় পরিচয়পত্র
২) ছবি- ২ কপি
৩) নমিনির জাতীয় পরিচয়পত্র
২. বিধবা ভাতা
১) জাতীয় পরিচয়পত্র
২) ছবি- ২ কপি
৩) নমিনির জাতীয় পরিচয়পত্র
৫) স্বামীর অনলাইন মৃত্যুসনদ
৬) পূনরায় বিয়ে করেন নাই এই মর্মে প্রত্যয়ন।
৩.প্রতিবন্ধী ভাতা
১) জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন
২) ছবি- ২ কপি
৩) নমিনির জাতীয় পরিচয়পত্র
৫) সমাজসেবা অফিস থেকে প্রাপ্ত সুবর্ণ নাগরিক কার্ড (প্রতিবন্ধী কার্ড)।
নির্ধারিত সময়ের আগেই ভাতার অনলাইন আবেদন শেষ করুন।
যাহারা এখন ও বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদনের বাকি থাকেন আপনারা দ্রুত আগামী ১০ সেপ্টেম্বরের ২০২৩ এর মধ্যে
Pingback: Online age calculator । অনলাইনে বয়স বের করার উপায় দেখুন - Tricksboss