সর্বশেষ নিউজ

ভিসা ক্রেডিট কার্ড কি? UCB ভিসা এবং মাস্টার ক্রেডিট কার্ড সুবিধা

যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ডেই সুবিধা এবং অসুবিধা রয়েছে – তবে আপনি যদি ঝোপ বুঝে কোপ অর্থাৎ সঠিক ব্যবহার করতে পারেন তবে কিছু সুবিধা ভোগ করতে পারবেন– UCB ভিসা এবং মাস্টার ক্রেডিট কার্ড সুবিধা

ক্রেডিট কার্ড গ্রহণের যোগ্যতা কি? ব্যাংক ক্রেডিট কার্ড সংগ্রহের জন্য নির্ধারিত যোগ্যতা থাকতে হয়। চাকরি বা জব হোল্ডার হতে হবে। বেতন বা সেলারি (সরকারি বেসিক ১৬ ব্যাংকে ২০ হাজার+ যেতে হবে)। (প্রাইভেট) ব্যাংকে ৩০ হাজার হতে হবে এবং RMG সেক্টরের ৩৫+ হাজা টাকা ব্যাংকে যেতে হবে । সকল ডাক্তার (ইন্টার্রন হলেও হবে) কার্ড পাবেন। প্রাইমারি শিক্ষকও ক্রেডিট কার্ড নিতে পারবেন। ব্যবসায়ী হলে ২-৩ কোটি বাৎসরিক লেনদেন থাকতে হবে।

ক্রেডিট লিমিট কত? Unsecured Credit Limit from BDT 20,000 up to BDT 75,000. EMV Compliant Contactless Chip Card. Dual Currency Card. Life Time Free 1 Supplementary Card. Maximum 45 days Interest Free Period. Customer can buy Products at 200+ leading Merchants and Pay in Instalments up to 12 months with 0% interest. Fabulous discounts at dining, travel, shopping and entertainment. Customer can draw up to 50% of his limit as cash from ATM.

Customer will earn 1 Reward Point for each BDT 50/$1 value transaction. Customer will be able to waive Annual Fees or Buy products at Merchants by redeeming Reward Points. Annual Fee can be waived if there are 18 POS transactions. Customer will have the option to pay as low as 5% of his outstanding as payment. Transaction alert for all approved & declined transactions.

SMS Pull Service. Customer can issue cheque to any Bank account. Free 5 Page Cheque Book. Online transaction through UCB Card is 3D secured. A one-time password for each online transaction provides extra level of security. Exciting Insurance Scheme with coverage up to 400% of outstanding (enrolment in insurance scheme is required). BDT 1,00,000 insurance coverage for 18 Critical diseases (enrolment in insurance scheme is required). E-Statement at free of cost.

ক্রেডিট কার্ড ব্যবহার লিমিট ও শর্তাবলী /UCB ভিসা এবং মাস্টার ক্রেডিট কার্ড সুবিধা

কত দিনে কার্ড পাওয়া যায়? ৭-৮ দিনে সব প্রসেসিং হয়ে কার্ড হাতে পাবেন।

UCB Visa Credit Card Details

ক্রেডিট কার্ড সুবিধা ২০২৩ । কোন ইন্টারেস্ট ছাড়াই ক্যাশ টাকা তোলার দারুন সুবিধা রয়েছে

  1. ইয়ারলি বা বার্ষিক চার্জ ১০০% ফ্রি(১৮ লেনদেন সারাজীবন ফ্রি)।
  2. উপায় (চার্জ ফ্রি), বিকাশ/নগদ/রকেট এ্যাড মানি করার সুবিধা।
  3. ডুয়েল কারেন্সি কার্ড।
  4. রিয়েল_টাইম EMI সুবিধা। (কেনা কাটা করার সময় সাথে সাথে EMI করতে পারবেন।) (৩ -২৪ মাস মেয়াদে কিস্তি সুবিধা)
  5. ডুয়েল কারেন্সি দিয়ে ফেসবুক বুষ্টিং, দেশে এবং দেশের বাহিরের থেকে অনলাইন কেনাকাটা করতে পারবেন এবং যে কোন দেশে ডলার হিসেবে ব্যবহার করতে পারবেন।
  6. জরুরী প্রয়োজনে ক্যাশ টাকা ATM থেকে এবং চেক এর মাধ্যমে তুলতে পারবেন।
  7. চেক প্রসেসিং ফি ২% প্রদান করতে হবে।
  8. ৪৫ দিনের জন্য ০% সুদে বিল পেমেন্ট এর সুবিধা রয়েছে।
  9. বিকাশ/ নগদ/ উপায় মাধ্যমে বিল দেয়ার সুবিধা রয়েছে।
  10. ডোমিস্টিক এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জে ফ্রি এক্সেস পাওয়া যাবে।
  11. বাই ওয়ান গেট ওয়ান অফার -একটি সার্ভিসের সাথে আরও একটি সার্ভিস ফি সুবিধা। রেডিশন ব্লু, ওয়েস্টিন সোনারগাঁও সহ দেশের লাক্সারি সব রেস্টুরেন্টে এ সুবিধা পাওয়া যাবে।
  12. চিকিৎসা বীমার সুবিধা অন্তর্ভূক্ত রয়েছে।

ক্রেডিট কার্ড কেন বন্ধ করছে মানুষ?

অবশেষে UCB Credit Card ক্লোজ করে দিলাম। কার্ড ক্লোজ করে NOC নিতে ৫৭৫ টাকা লাগল। ব্যাপারটা এমন যে চলেই যাচ্ছেন যখন কিছু দিয়ে যান। যে সকল কারণে কার্ড ক্লোজ করলাম তা হল- MFS Add Money তে চার্জ কাটে। কার্ড ডিক্লাইন হয় বেশি।অধিকাংশ সময় পজে দুইবার করে ট্রাই করতে হয়। ট্রেনের টিকেট কাটতে পারিনি লাস্ট মাসে। দুইদিন ট্রাই করেই দুইদিনই ডিক্লাইন। পরে এমটিবিরটা দিয়ে কেটেছি। সবকিছুতে চার্জ আরোপ করার ধান্দায় থাকে। ০% EMI তেও ৫৭৫ টাকা প্রসেসিং ফি নেয় যা MTB তে নেয়নি। এমটিবিতে সরাসরি দামকে ৩ বা ৬ দিয়ে ভাগ করলে যা আসে সেটাই মাসিক কিস্তি অর্থাৎ ০% মানেই একদম ০% আর ইউসিবিতে ৫৭৫ টাকা বাড়তি ফি গুনতে হয়।আমি এমটিবির কেউ না। ক্রেডিট কার্ড ব্যবহার না করাই শ্রেয়। এটি আপনাকে অতিরিক্ত খরচ বা ব্যয় করতে উৎসাহিত করবে। একটি ক্রেডিট কার্ড থাকার কারণে আপনি সব সময় ঋণে এবং মানসিক চাপে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *