ভুমি আইন গেজেট ২০২৩। নতুন ভুমি আইন গেজেট বই PDF?

ভুমি আইন গেজেট বই ২০২৩

নতুন ভুমি আইন গেজেট বই ২০২৩ PDF

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর গেজেট প্রকাশ হয়েছে

এই আইনে যে সকল প্রতিকার থাকছে

১)ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দন্ড অনদিক ০৭(সাত) বছর কারাদন্ড ও অর্থদন্ড।

২) ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দন্ড অনদিক ০৭(সাত) বছর কারাদন্ড ও অর্থদন্ড।

৩) অবৈধ দখল প্রতিরোধ ও দন্ড অনদিক ০২(দুই) বছর কারাদন্ড ও অর্থদন্ড।

৪) ক্রেতা বরাবর বিক্রিত ভূমির দখল হস্তান্তর না করার দন্ড অনদিক ০২(দুই) বছর কারাদন্ড ও অর্থদন্ড।

৫) সীমানা বা ভূমির ক্ষতিসাধনের দন্ড রং অনদিক ২(দুই) বছর কারাদন্ড ও অর্থদন্ড।

আরোও কিছু অপরাধের শাস্তির বিধান রাখা হয়েছে।

মালিকানাধীন সম্পত্তির দখল ও অধিকার নিশ্চিতকল্পে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর গেজেট প্রকাশ হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদে ০৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ পাসের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর রাষ্ট্রপতির সম্মতিলাভ করার পর বাংলাদেশ গেজেট ১৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত।

হোমিওপ্যাথিক বিষয়ক উল্লেখ যোগ্য আইনের ধারা ও উপধারা সমূহ বাংলাদেশ গেজেট পাতা নং ১৩৩১৬ এর ধারা ২(ঙ), গেজেট পাতা নং ১৩৩২২ এর ধারা ১৩। (খ)(গ), গেজেট পাতা নং ১৩৩২৬ এর ধারা ২২। (১২), গেজেট পাতা নং ১৩৩৩৪ ধারা ৪৫। (৩), গেজেট পাতা নং ১৩৩৪৪ এর ধারা ৭০, গেজেট পাতা নং ১৩৩৪৫ এর ধারা ৭৪, গেজেট পাতা নং ১৩৩৫৩ তফশিল ধারা ২(১৪) দ্রষ্টব্য এর ৩১ সহ অন্যান্য ধারা-উপধারা সমূহ। ড্রাগস/ঔষধ আইন প্রয়োগকারী/নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *