শিশুদের ইসলামিক নাম

মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি ২০২৩ । ড্রাইভিং লাইসেন্স খরচ কত?

পেশাদার ও অপেশাদার লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে ফি ভিন্ন হয় কারণ পেশাদার লাইসেন্স মেয়াদ ৫ বছরের বেশি হয় না-৫ বছর অন্তর পুনরায় পরীক্ষা দিয়ে লাইসেন্স নবায়ন করতে হয় – মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি ২০২৩

ড্রাইভিং লাইসেন্স ফি কত? লার্নার ড্রাইভিং লাইসেন্স করতেও অনলাইন পেমেন্ট করতে হবে। ০১ (এক) ক্যাটাগরি- ৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান) এবং ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান) অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এ ফি জমা দিতে হবে। Driving license fees in Bangladesh । ড্রাইভিং লাইসেন্স ফি কত টাকা?

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফী কত? আপনাকে স্মার্ট লাইসেন্স পেতে  পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ২৭৭২/-টাকা (০৫ বছরের নবায়ন ফীসহ) এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ৪৪৯৭/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ) গুনতে হবে। তবে নবায়নের ক্ষেত্রে কিছু অর্থ কম গুনতে হয়, শুধুামাত্র আবেদন ফি দিতে হয় না। এক্ষেত্রে মোট টাকা হতে ৩০০ টাকা বাদ দিলেই নবায়ন ফি বের হবে।

২/৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট-এ অংশ গ্রহণ করতে হবে। এসময় প্রার্থীকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর এবং অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর হতে হবে। ড্রাইভিং লাইসেন্স ফি, ব্যাংকে জমা, আবেদন প্রক্রিয়া ও কাগজপত্রাদি

অপেশাদার বলতে বানিজ্যিকভাবে যে বাইক বা যানবাহন ব্যবহার করা যাবে না / পেশাদার বলতে যারা পেশা হিসেবে যানবাহন চালক পরিচিত দেখাবে

অপেশাদার লাইসেন্স ফি ৩০০ টাকা হারে ১০ বছরের জন্য ৩০০০ টাকা, আবেদন ফি ৩০০ টাকা এবং কার্ড ফি ৬১০ টাকা পরিশোধ করতে হয়।

মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি ২০২৩ । ড্রাইভিং লাইসেন্স খরচ কত?

Caption: source of information

বিভিন্ন ফি কত? এছাড়াও প্রত্যয়ন, আন্তর্ভূক্তি ও দক্ষতা যাচাই ফি গুলো জেনে নিন

  1. ড্রাইভিং লাইসেন্স প্রতিলিপি ফি : ২০০+৬১০ = ৮১০ /- x ১৫% ভ্যাট ১২২/- = ৯৩২/-
  2. ড্রাইভিং লাইসেন্স শ্রেণি সংযোজন : 800+200 + 610 = 1210 / – ×১৫% ভ্যাট ১৮২/- = ১৩৯২/-
  3. ড্রাইভিং লাইসেন্স শ্রেণি পরিবর্তন : ৪০০+২০০+৬১০= ১২১০/-×১৫% ভ্যাট ১৮২/- = ১৩৯২/-
  4. ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন : ৪০০/-x১৫% ড্যাট ৬০/- = 860/-
  5. ড্রাইভিং লাইসেন্স অন্তর্ভুক্তি ফিঃ ৪০০/- ১৫% ভ্যাট ৬০/- = ৪৬০/-
  6. ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত/প্রত্যয়ন ফি : ২০০x১৫% ভ্যাট ৩০/- = ২৩০/-
  7. ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই (পরীক্ষার ফি প্রতিবার) : ২০০x১৫% ভ্যাট ৩০/- = ২৩০/-

নবায়ন ফি কি একই?

না। ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী প্রদানের ক্ষেত্রে আপনাকে লাইসেন্স ফি, কার্ড ফি এবং ভ্যাট পরিশোধ করতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ৪১৫২/- টাকা এবং  অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা পরিশোধ করতে হবে। পেশাদার ও অপেশাদার উভয় ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পার হলে প্রতি বছরের জন্য ৫১৮/- টাকা হরে জরিমানা প্রদান করতে হবে।

New Driving License Fee । ড্রাইভিং লাইসেন্স নতুন ফি পুন:নির্ধারণ ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *