রমজান মাসে করনীয় এবং বর্জনীয়। রমজান মাসের গুরুত্ব ও ফজিলত আমল সূমহ
রমজান মাসে করনীয় এবং বর্জনীয় আমল সূমহ
রমাদান মাসকে আল্লাহ তাআলা বরকতময় মাস বলে অভিহিত করেছেন। এ মাসের রয়েছে বিশাল মর্যাদা ও ফযীলত। রয়েছে বিশেষ বিশেষ আমল। এ মাসকে কেন্দ্র করে মহান আল্লাহ প্রতিটি ঈমানদারের ইহলৌকিক ও পারলৌকিক উন্নতি ও কল্যাণের সুযোগ অবারিত করে দিয়েছেন।
পবিত্র রমজান মাসের ২৮ টি করনীয় ও বর্জনীয় এবং আমল সূমহ।
১. চাঁদ দেখা
২. রোজা রাখা
৩. তারাবীহ পড়া
৪. ছাহারী খাওয়া
৫. ছাহারী শেষ এর দিকে খাওয়া আজানের ১৫-২০ মিনিট আগে
৬. ইফতার করা
৭. ইফতার তারাতাড়ি করা
৮. ইফতারে দোয়া পড়া
৯. ছাহারী এবং ইফতারে খেজুর খাওয়া
১০. বেশি বেশি দোয়া করা
১১. সকল প্রকার পাপ বর্জণ করা
১২. সকল প্রকার খারাপ কাজ বর্জণ করা
১৩. বেশি বেশি ভালো কাজ করা
১৪. বেশি বেশি ইস্তেগফার করা
১৫. বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাওয়া
১৬. রোজাদার কে ইফতার করানো
১৭. বেশি বেশি কোরআন তেলওয়াত করা
১৮. কোরআান শুনা শুনি করা
১৯. বেশি বেশি দান করা
২০. তাহাজ্জুদ পড়া
২১. সামর্থ থাকলে ওমরাহ করা
২২. বেশি বেশি মেসওয়াক করা
২৩. ইতেকাফ করা
২৪. শেষ দশক এ বেশি বেশি ইবাদত করা
২৫. কদর তালাশ করা
২৬. কদরের দোয়া পড়া
২৭.ফিতার আদায়করা
২৮. চাঁদ দেখে দোয়া করা