ভ্যাট ও ট্যাক্স

রিটার্ণ স্লিপ জমার নির্দেশনা ২০২৩ । সোনালী ব্যাংকে রেয়াত সুবিধা পেতে আয়কর রিটার্ণ স্লিপের কপি জমা দিন

উৎসে কর কর্তন কি? যেটি লাভ বা সুদ প্রদানের ক্ষেত্রে অগ্রিম কর কেটে রাখায় হয় – ব্যাংক সাধারণত ১৫% কর কাটে যদি কেউ রিটার্ণ স্লিপ জমা দেয় তবে ১০% কাটবে – উৎসে কর কর্তনে রেয়াত সুবিধা ২০২৩

উৎসে কর কর্তনের বিধান – ব্যাংক তার গ্রাহক কে রক্ষিত আমানতের উপর যে মুনাফা দেয়, সাথে সাথে ঐ মুনাফার ১৫% সরকার উৎস কর কেটে রাখে। যদি কোন গ্রাহক আয়কর রিটার্ন দাখিল করে, তাহলে ঐ গ্রাহক কে আয়কর অফিস একটি প্রাপ্তি স্বীকারপত্র দেবে। ঐ প্রাপ্তি স্বীকারপত্রের একটি কপি ব্যাংকে জমা দিলে উৎস কর ১৫% এর স্থলে ১০% কাটবে, অর্থাৎ ৫% রেয়াত/মাফ পাবে। বিষয়টি শুধু যারা আয়কর দেয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং খুবই সাধারণ। যাদের ব্যাংকে বড় বড় ডিপোজিট আছে তারা কাজটি করলে হালকা লাভবান হবে। Tax return verification bd । আয়কর রিটার্ণ দাখিল সফল হয়েছে কিনা চেক করুন

আমি গত মাসে টিন রিটার্ন জমা দিয়ে সঞ্চপত্র ক্রয় করি সোনালী ব্যাংক থেকে আমি একজন প্রবাসী আজকে এই ম্যেসেজটা আসল ব্যাংক থেকে আমি কিছু বুঝতে পারলাম না।কেউ একটু বুঝিয়ে বললে উপকৃত হব। এমন প্রশ্নে উত্তর হচ্ছে সঞ্চয়পত্রের সাথে এটির কোন সম্পর্ক নেই।

উৎসে করের রেয়াত সুবিধা নিতে আয়কর রিটার্ণ স্লিপের কপি ব্যাংকে জমা করুন

এই মেসেজটি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ দিয়েছে। সঞ্চয়পত্র অধিদপ্তর বা সঞ্চয়পত্রের কারণে আসে নি। সোনালী ব্যাংক আপনার ব্যাংক জমার উপর সুদ প্রদান করে থাকে। সুদের উপর তাৎক্ষনিক উৎসে কর কর্তন করা হয় ঐ সুদ আয়ের উপর ১৫% কর কাটবে যদি আপনি রিটার্ণ স্লিপ জমা না করেন। যদি জমা করেন তবে ১০% কর কাটবে। এতে ক্ষুদ্র আমানতকারীদের ভয়ের কিছুই নেই। তবে বৃহৎ আমানতকারীগণ রিটার্ণ দাখিল করে স্লিপ জমা দেওয়াই শ্রেয় বা লাভজনক। রিটার্ণ স্লিপ ফটোকপি করে জমা দিয়ে দিন।

সোনালী ব্যাংকে রিটার্ণ স্লিপ দাখিলের নির্দেশনা ২০২৩ / ব্যাংকে রিটার্ণ স্লিপ দাখিল করা কি বাধ্যতামূলক?

আপনার যদি টিআইএন বা টিন সার্টিফিকেট না থাকে তবে আপনার এই ম্যাসেজ নিয়ে চিন্তার কোন কারণই না। Forget it from Mind. Online tax return Submission 2022 । অনলাইনে ই রিটার্ণ বা আয়কর দাখিল পদ্ধতি ভিডিও সহ

Caption: Picture from Sonali Bank Message

রিটার্ণ দাখিল বাধ্যতামূলক যদি টিন থাকে । যে সকল সেবা পেতে রিটার্ণ দাখিল করতে হবে

  • ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫,০০,০০০ টাকার বেশি ঋণ আবেদন করতে হলে
  • কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা পরিচালক হতে হলে
  • আমদানি-রপ্তানি ব্যবসার সনদ থাকলে বা নতুন সনদ নিতে হলে
  • সিটি বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স থাকলে বা নতুন সনদ নিতে হলে
  • ক্রেডিট কার্ড থাকলে বা নতুন কার্ড নিতে চাইলে
  • ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ারের মত পেশাজীবীদের সংগঠনের সদস্য হয়ে
  • থাকলে বা সদস্য হতে চাইলে
  • বিবাহ নিবন্ধকের লাইসেন্স পেতে হলে
  • কোনো বাণিজ্য সংগঠনের সদস্য হলে বা সদস্য হতে চাইলে
  • ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে
  • দেশের যে কোনো জায়গায় বাণিজ্যিক বা শিল্প কারখানায় গ্যাস লাইন এবং সিটি করপোরেশন এলাকায় বাসা বাড়ির
  • গ্যাস সংযোগ নিতে এবং আগের সংযোগ বজায় রাখতে
  • নৌযানের সার্ভে সার্টিফিকেটের জন্য
  • ইটভাটার অনুমোদন নিতে
  • ইংরেজি মাধ্যমের স্কুলে বা জাতীয় কারিকুলামের ইংরেজি ভার্সনের স্কুলে সন্তান বা পোষ্য ভর্তি করাতে
  • সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে
  • অস্ত্রের লাইসেন্স
  • আমদানির এলসি খুলতে
  • ডাকবিভাগে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়ী হিসাব খুলতে
  • যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি ১০ লাখ টাকার বেশি হলে
  • ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে
  • উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং সংসদ নির্বাচনে প্রার্থী হতে
  • জমি বা বাসা ভাড়া দিলে, পরিবহন সেবার ব্যবসা করলে
  • এমপিওভুক্ত শিক্ষকরা মাসে ১৬ হাজার টাকার বেশি পেলে
  • চার চাকার যে কোনা মোটরগাড়ি নিবন্ধন, ফিটনেস নবায়ন , মালিকানা হস্তান্তর করতে
  • অনলাইনে যে কোনো ধরনের পণ্য বা সেবা বিক্রি করলে
  • সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে গঠিত কোনো ক্লাবের সদস্য হলে
  • পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিতে
  • আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রি জমা দিতে
  • ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা খুলনায় ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য
  • এছাড়া, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড, পেনশন ফান্ড, অনুমোদিত সুপারএন্যুয়েশন ফান্ড এবং
  • শ্রমিক অংশগ্রহণ তহবিল ব্যতীত অন্যান্য ফান্ডের রিটার্ন দাখিল করতে হবে।

রিটার্ণ দাখিল না করলে কি হয়?

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ণ দাখিল না করলে জরিমানা গুণতে হবে। –সময় মত রিটার্ন দাখিল না করলে জরিমানা করারা বিধান আছে । এ ক্ষেত্রে উপ কর কমিশনার সর্বশেষ কর নির্ধারণে প্রদেয় করের ১০% পর্যন্ত এককালীন জরিমানা করতে পারেন। তবে এককালীন এ জরিমানার পরিমান ১,০০০/- টাকার কম হবে না। শুধু তাই নয়, আপনি বিনিয়োগ রেয়াতও পাবেন অর্ধেক।

ঘরে বসে অনলাইনে রিটার্ণ দাখিল করুন (নতুন)

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *