শোক দিবসের ছবি । ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্ট্যাটাস
১৫ আগস্ট জাতীয় শোক দিবস এর বক্তব্য – ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্ট্যাটাস – জাতীয় শোক দিবস ২০২২
জাতীয় শোক দিবস – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশে স্বাধীনতার জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যিনি না থাকলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না। ১৫ আগস্ট তাকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এ দিনটিকে বাংলাদেশ জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে।
জাতীয় শোক দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস। প্রতিবছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়।[১] এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবসের উৎপত্তি।
শেখ মুজিবুর রহমান (১৭ই মার্চ ১৯২০ – ১৫ই আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে অভিহিত করা হয়।[২] এছাড়াও তাকে প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করা হয়।[৩] জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্ট্যাটাস / জাতীয় শোক দিবস ২০২২
জাতীয় শোক দিবসে ফেসবুক বা টুইটারে আপনি শোক প্রকাশ করতে পারেন। নিচের ছবিটি শোক প্রকাশের জন্য ডাউনলোড করতে পারেন।
Caption: Banggabandhu Sheikh Mujibur Rahman । National Mourning Day in Bangladesh
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্ট্যাটাস । জাতীয় শোক দিবসের উক্তি ২০২২
-
শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো একজন মহান নেতাকে, হারালাম একজন অকৃত্রিম বন্ধুকে। – ফিদেল কাস্ত্রো
- শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ। – গৌরী প্রসন্ন মজুমদার
- শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো একজন মহান নেতাকে, হারালাম একজন অকৃত্রিম বন্ধুকে। – ফিদেল কাস্ত্রো
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর। – সাদ্দাম হোসেন
- মুজিব হত্যার পর বাঙালিকে আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে। – উইলিবান্ট
- বঙ্গবন্ধুকে হত্যায় বাংলাদেশ শুধু এতিমই হয়নি, বিশ্ব হারিয়েছে এক মহান সন্তানকে। – জেমস ল্যামন্ড
- যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। – হাসান মতিউর রহমান
- শেখ মুজিবকে তার নিজের সেনাবাহিনী হত্যা করেছিল কিন্তু পাকিস্তানিরা তাকে হত্যা করতে দ্বিধা করেছিল। – বিবিসি – ১৫ আগস্ট ১৯৭৫
- শেখ মুজিবের চরিত্র ছিল আপোষহীন সংগ্রামী নেতৃত্ব এবং কোমল হৃদয়। – ইয়াসির আরাফাত
- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ একটি ঐতিহাসিক দলিল। – ইউনেস্কো
- আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়। – ফিদেল কাস্ত্রো
- ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস। এটি ইতিহাসের সবচেয়ে বর্বর, জঘন্য ও নৃশংস হত্যাকাণ্ডের একটি। জাতির পিতা বঙ্গবন্ধুসহ নিহত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। আর এই জঘন্য হত্যাকান্ডের সাথে জড়িত সকলের প্রতি অনেক বিদ্বেষ রয়েছে।
- “তোমাদের জন্ম হয়েছে বলেই এই দেশের জন্ম হয়েছে, স্বাধীন বাংলাদেশের অপর নাম মুজিব” ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। মহান আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন
- আমার নেতা মুজিব। তিনি আমার চেতনার বাতিঘর । শাহাদাত বার্ষিকীতে তার জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি এবং দোয়া।
- দেশকে ভালোবাসার আগে বঙ্গবন্ধুকে জানো । কেননা তিনি শুধু স্বাধীনতার স্থপতি নন । তিনি সমগ্র বাংলাদেশের প্রাণ।
- শোক দিবসে ঝরছে সবার, চোখের থেকে জল, দেশ গঠনের নিচ্ছি শপথ, নিয়ে শক্তি বল ।
- মুজিব তোমার কন্ঠে শুনেছি, শেকল ভাঙার গান, বাঙালির প্রাণে থাকবে তুমি, হয়ে চির অম্লান ।
- মুজিব আছে বুকের ভেতর, মুজিব মুনাজাতে, সকাল দুপুর রাতে ।
- তুমি জন্মছিলে বলেই, জন্ম নিয়েছিল দেশ , মুজিব তোমার আরেকটি নাম, স্বাধীন বাংলাদেশ……….।”
- ১৫ ই আগস্ট ১৯৭৫ , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
- ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস।বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন । পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেড়া অশ্রুর প্লাবনে।
- যতদিন থাকবে আমাদের পদ্মা মেঘনা, এছাড়া যমুনা বহমান, ততদিনই থাকবে কৃতি আপনার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরও বড় করে যদি যারা তাঁর পুত্রসম বিশ্বাসভাজন জাতির জনক যিনি অতর্কিত তাঁরেই নিধন। নিধন সবংশে হলে সেই পাপ আরও গুরুতর। – অন্নদাশংকর রায়
- ধন্য সেই পুরুষ নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে; ধন্য সেই পুরুষ, নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে প্রজাপতিময় সবুজ গালিচার মত উপত্যকায়; – শামসুর রাহমান
- একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উত্তাম সৈকতে কখন আসবে কবি? সেই কবি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার বিদ্রোহে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল- নির্মলেন্দু গুণ
- এখনো রক্তের রং ভোরের আকাশে। যে রক্ত শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি হত্যা করেছে বাংলাদেশের স্বপ্নকে- সৈয়দ শামসুল হক
এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে- ৩২ নম্বর থেকে সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। – রফিক আজাদ - ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্ট্যাটাস। বাংলাদেশ! বাংলাদেশ! থেকো নাকো নিরব দর্শক ধিক্কারে মুখর হও। হাত ধুয়ে এড়াও নরক যে হাত দিয়ে তুমি তোমার স্বপ্নকে হত্যা করেছ হত্যা করেছ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে- অন্নদাশঙ্কর রায়
- দিকে দিকে আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান নাই নাই ভয়, হবে হবে জয়, জয় মজিবুর রহমান- অন্নদাশঙ্কর রায়
- রং বেরঙের পাখি ওড়াতে ওড়াতে। ধন্য সেই পুরুষ, কাহাতের পর মই দেওয়া ক্ষেত থেকে যে ছুটে আসে ফসলের স্বপ্ন দেখতে দেখতে।- শামসুর রাহমান
- জানি, সেদিনের সব স্মৃতি, মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান- নির্মলেন্দু গুণ
- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্ট্যাটাস বোটা থেকে দেখো আজও অভিভূত রক্ত যায় ঝরে বাঙালির কলমের নিবের ভেতরে। – সৈয়দ শামসুল হক
- স্তব্ধ নয় ইতিহাস! বাংলাও শুধু দামি ১৩ শত নদীর উপরে ওই আজও তো নৌকায় রক্তমাখা জনকের উত্থান বিস্ময়। – সৈয়দ শামসুল হক
মাঠময় শস্যও তিনি ভালোবাসতেন, আয়ত দুচোখ ছিল পাখির পিয়াসী, পাখি তার খুব প্রিয় ছিল- রফিক আজাদ - পিতার হৃদয় ছিল, স্নেহের-আদ্র চোখ – এদেশের যা-কিছু তা হোক না নগণ্য, ক্ষুদ্র তার চোখে মূল্যবান ছিল তিনি ছিলেন বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- রফিক আজাদ
- নিজের জীবনই শুধু তার কাছে খুব তুচ্ছ ছিল; স্বদেশের মানচিত্র জুড়ে পড়ে আছে বিশাল শরীর- রফিক আজাদ
- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্ট্যাটাস। তার রক্তে এই মাটি উর্বর হয়েছে সবচেয়ে রুপবান দীর্ঘ মঙ্গল পুরুষ তার ছায়া দীর্ঘ হতে হতে মানচিত্র ঢেকে দ্যায় সস্নেহের আদরে- রফিক আজাদ
- তার রক্তে প্রিয় মাটি উর্বর হয়েছে- তার রক্তে সবকিছু সবুজ হয়েছে। – রফিক আজাদ
- এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে- স্বপ্নের স্বদেশ বপ্যে সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। পূর্ব-পশ্চিম এমনই – রফিক আজাদ
- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্ট্যাটাস। আমরা সন্ধ্যায়, হারিয়ে যাওয়া ছায়ারই মতো হয়ে যাচ্ছিলাম, আমাদের দিনগুলি থেকে যা ছিল শোকের পোশাকে, তোমার বিচ্ছেদের সংকটের দিনে – শামসুর রাহমান
- তোমার বুক ফুঁড়ে অহংকারের মতো ফুটে আছে রক্তজবা, আর আমরা সেই পুষ্পের দিকে চেয়ে থাকি, আমাদের চোখের পলক পড়তে চায় না, অপরাধে নত হয়ে আসে আমাদের দুঃস্বপ্নময় মাথা। – শামসুর রাহমান
- দেখ, একে একে সকলেই যাচ্ছে বিপথে অধঃপাত মোহিনি নর্তকীর মতো জুড়ে দিয়েছে বিবেক-ভোলানো নাচ মনীষার মিনারে – শামসুর রাহমান
বিশ্বস্ততা চোরা গর্ত খুঁড়ছে সুহৃদের জন্য সত্য খানখান হয়ে যাচ্ছে যখন তখন কুমরের ভাঙ্গা পাত্রের মত- শামসুর রাহমান - ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্ট্যাটাস।সে কাল রাতে বিশ্বস্ত এক চোর গর্ত খুঁড়ে বঙ্গবন্ধুর বুক ফুঁড়ে দিয়ে বাংলাদেশকে নিস্তব্ধ করে দিয়েছিল।
আমরা লাল গোলাপের দিকে তাকাতে পারিন, এ অলরাধে চোখ সরে আসে , তোমায় কি জবাব দেবো বলো?
আমাদের মতোই এক বিশ্বস্ত ঘাতক সেদিন ৩২ নম্বরে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে বাংলাদেশকে হত্যা করেছিল, সে স্মৃতি ভোলার নয়।
এই কালো দিনে বাংলাদেশের সূর্য অস্তমিত হয় পাকিস্তানের দালালদের রক্তাক্ত হাতে। হে মহান নেতা তোমায় গভীর চিত্তে স্মরণ করে জাতি। - ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্ট্যাটাস। যতদিন থাকবে বাংলাদেশ বঙ্গবন্ধু তোমায় স্মরণ করবে এ জাতি।
১৫ আগস্ট কতজন মারা গিয়েছিল??
১৯৭৫ সালের ১৫ আগস্ট ছিল বাংলাদেশে জন্য আরও একটি কাল রাত। এই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবার সহ মোট ২৬ জনকে হত্যা করা হয়। কিন্তু বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ রেহানা ও শেখ হাসিনা জার্মানিতে থাকার কারণে তারা দুইজন বেঁচে যান। ১৫ আগস্ট নিহত হন মুজিব পরিবারের সদস্যবৃন্দ: ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু পুত্র শেখ রাসেল; পুত্রবধু সুলতানা কামাল ও রোজী কামাল; ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি। বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসেন কর্নেল জামিলউদ্দীন, তিনিও তখন নিহত হন। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা।