সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২২ । সঞ্চয়পত্রের মুনাফার হার বা লাভের হিসাব
সঞ্চয়পত্র একটি লাভজনক খাত। যেকোন DPS বা FDR অপেক্ষা সঞ্চয়পত্রের লাভের হার বেশী। তাই দিন দিন সঞ্চয়পত্রের চাহিদা বেড়েই চলছে। আসুন জেনে নেই সঞ্চয়পত্র থেকে কি পরিমাণ মুনাফা বা লাভ আসে। বিভিন্ন মেয়াদে লাভের হার ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
বিভিন্ন মেয়াদে ক্রয়সীমা রয়েছে। যেমনঃ
- ৫ বছর মেয়াদী (বাংলাদেশ সঞ্চয়পত্র)- ক্রয়সীমা একক হলে ৩০ লাখ ও যৌথ হলে ৬০ লাখ।
- ৫ বছর মেয়াদী ১ মাস অন্তর মুনাফাভিত্তিক (পরিবার সঞ্চয়পত্র)- ক্রয়সীমা ৪৫ লাখ টাকা।
- ৩ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক- ক্রয়সীমা একক হলে ৩০ লাখ ও যৌথ হলে ৬০ লাখ।
- ৫ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক (পেনশনার)– ক্রয়সীমা ৫০ লাখ।
বিভিন্ন মেয়াদে মিনিমাম লিমিট রয়েছে। যেমনঃ
- ৫ বছর মেয়াদী (বাংলাদেশ সঞ্চয়পত্র)- সর্বনিম্ন ১ হাজার টাকা।
- ৫ বছর মেয়াদী ১ মাস অন্তর মুনাফাভিত্তিক (পরিবার সঞ্চয়পত্র)- সর্বনিম্ন ১০ হাজার টাকা।
- ৩ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক- সর্বনিম্ন ১ লক্ষ টাকা।
- ৫ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক (পেনশনার)– সর্বনিম্ন ৫০ হাজার টাকা।
- এবার সঞ্চয়পত্রের বিভিন্ন মেয়াদে টাকার পরিমাণের উপর মুনাফার হার হবে নিম্নরুপঃ
১৫ লক্ষ টাকার মুনাফার হারঃ
- ৫ বছর মেয়াদী (বাংলাদেশ সঞ্চয়পত্র)- মুনাফার হার ১১.২৮%
- ৫ বছর মেয়াদী ১ মাস অন্তর মুনাফাভিত্তিক (পরিবার সঞ্চয়পত্র)- মুনাফার হার ১১.৫২%
- ৩ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক- মুনাফার হার ১১.০৪%
- ৫ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক (পেনশনার)- মুনাফার হার ১১.৭৬%।
১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ পর্যন্তঃ
- ৫ বছর মেয়াদী (বাংলাদেশ সঞ্চয়পত্র)- মুনাফার হার ১০.৩০%
- ৫ বছর মেয়াদী ১ মাস অন্তর মুনাফাভিত্তিক (পরিবার সঞ্চয়পত্র)- মুনাফার হার ১০.৫০%
- ৩ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক- মুনাফার হার ১০.০০%
- ৫ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক (পেনশনার)- মুনাফার হার ১0.৭৫%।
৩০ লাখ ১ টাকা থেকে তার উর্দ্ধে
- ৫ বছর মেয়াদী (বাংলাদেশ সঞ্চয়পত্র)- মুনাফার হার ০৯.৩০%
- ৫ বছর মেয়াদী ১ মাস অন্তর মুনাফাভিত্তিক (পরিবার সঞ্চয়পত্র)- মুনাফার হার ০৯.৫০%
- ৩ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক- মুনাফার হার ০৯.০০%
- ৫ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক (পেনশনার)- মুনাফার হার ০৯.৭৫%।
- এবার আমরা সঞ্চয়পত্রের মাসিক মুনাফা জেনে নেই।
৫ লাখ টাকার কম সঞ্চয়পত্র ক্রয় করলে ১ লক্ষ টাকার প্রাপ্ত মুনাফার হার নিম্নরুপঃ (ট্যাক্স কর্তন হবে ৫%)
৫ বছর মেয়াদী ১ মাস অন্তর মুনাফাভিত্তিক (পরিবার সঞ্চয়পত্র)- প্রতি মাসে ৯৬০ টাকা ৫% ট্যাক্স কর্তনের পর ৯১২ টাকা আপনি পাবেন।
৩ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক- তিন মাস পর পর ২,৭৬০ টাকা ৫% ট্যাক্স কর্তনের পর ২৬২২ টাকা পাবেন।
৫ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক (পেনশনার)- তিন মাস পর পর ২,৯৪০ টাকা ৫% ট্যাক্স কর্তনের পর ২,৭৯৩ টাকা পাবেন।
৫ বছর মেয়াদী (বাংলাদেশ সঞ্চয়পত্র)- এখানে মেয়াদ শেষ হওয়ার পর ৫৬,৪০০ টাকা ৫% ট্যাক্স কর্তনের পর ৫৩,৫৬০ টাকা পাবেন।
১৫ লাখ টাকার বেশী সঞ্চয়পত্র ক্রয় করলে ১ লক্ষ টাকার প্রাপ্ত মুনাফার হার নিম্নরুপঃ (ট্যাক্স কর্তন হবে ১০%)
৫ বছর মেয়াদী ১ মাস অন্তর মুনাফাভিত্তিক (পরিবার সঞ্চয়পত্র)- প্রতি মাসে ৮৭৫ টাকা ১০% ট্যাক্স কর্তনের পর ৭৮৮ টাকা আপনি পাবেন।
৩ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক- তিন মাস পর পর ২৫০০ টাকা ১০% ট্যাক্স কর্তনের পর ২২৫০ টাকা পাবেন।
৫ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক (পেনশনার)- তিন মাস পর পর ২৬৮৭ টাকা ১০% ট্যাক্স কর্তনের পর ২৪১৯ টাকা পাবেন।
৫ বছর মেয়াদী (বাংলাদেশ সঞ্চয়পত্র)- এখানে মেয়াদ শেষ হওয়ার পর ৫১৫০০ টাকা ১০% ট্যাক্স কর্তনের পর ৪৬৩৫০ টাকা পাবেন।
সঞ্চয়পত্র ক্রয় করে লাভবান হতে পারেন। সঞ্চয়পত্র ক্রয়ে কোন ঝুঁকি নেই। তবে ১ বছরের আগে সঞ্চয়পত্র ভাঙ্গালে কোন লাভ পাবেন না। আর খুব সহজেই মেয়াদ শেষে আপনার একাউন্টে লাভসহ সঞ্চয়পত্রের টাকা জমা হয়ে যাবে।