সিম রেজিস্ট্রেশন নতুন নিয়ম ২০২৩। কিভাবে নতুন নিয়মে সিম রেজিস্ট্রেশন চেক করা যায়
সিম রেজিস্ট্রেশন ২০২৩
NID দিয়ে অন্য কেউ সিম রেজিস্ট্রেশন করেছে কিনা যাচাই করার জন্য।আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি অন্য কার সিম রেজিস্ট্রেশন হয়ে থাকে তবে খুবই খারাপ সংবাদ। ওই সিম দিয়ে যদি কোন অপকর্ম করে থাকে তাহলে তার দায় নিতে হবে আপনার।
সুতরাং NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা যাচাই করা খুব জরুরী। যদি দেখেন আপনার অজান্তেই চোরের দল অন্য কোন সিম রেজিস্ট্রেশন করেছে তবে সেই নাম্বারগুলো হয় আপনি নিয়ে নিন, না হলে সেই রেজিস্ট্রেশন বাতিল করতে বলুন মোবাইল কোম্পানিগুলোকে।
বাংলালিংক ও রবি-তে যাচাই করতে পারবেন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।
বাংলালিংক- *1600*2# প্রেস করুন
রবি- *1600*3# প্রেস করুন
গ্রামীনফোন (জিপি), এয়ারটেল, টেলিটক এখনো এই সিস্টেমটি চালু করেনি। চালু করলেই জানিয়ে দিবো।
NID তে কয়টা সীম রেজিস্ট্রার করা আছে জেনে নিন-
বায়োমেট্রিক রেজিস্টার নাম্বার জানার জন্য Dial – *16001#
তারপর, আপনার এনআইডি কার্ডের শেষ 4 ডিজিট ইনপুট করুন নম্বর এবং send প্রেস করুন।
অথবা, SMS টাইপ করুন – আপনার এনআইডি কার্ড নং এর সর্বশেষ 4 টি ডিজিট এবং 16001 এ send করুন (এনআইডির সাথে কতগুলি সিম নিবন্ধিত) (এসএমএস চার্জ ফ্রি)