ইসলামিক কথা

সূরা ইখলাসের ফজিলত এবং কোন সূরা কোরআনের এক তৃতীয়াংশের সমতুল?

কোন সূরা কোরআনের এক তৃতীয়াংশের সমতুল

 

 

১। সুরা ইখলাসের ফজিলত

তিনবার সুরা ইখলাস পড়লে একবার কুরআন খতম দেওয়ার সমান সওয়াব

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুরা ইখলাস সম্পর্কে বলেছেন

নিসন্দেহে এটা কুরআনের এক তৃতীয়াংশের সমান।

মুসলিম- ৮১২, তিরমিযী ২৮৯৯।

ﻗُﻞ ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﺣَﺪٌ

বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।

ﺍﻟﻠَّﻪُ ﺍﻟﺼَّﻤَﺪُ

আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।

ﻟَﻢ ﻳَﻠِﺪ ﻭَﻟَﻢ ﻳﻮﻟَﺪ

তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।

ﻭَﻟَﻢ ﻳَﻜُﻦ ﻟَﻪُ ﻛُﻔُﻮًﺍ ﺃَﺣَﺪٌ

আর তাঁর কোন সমকক্ষও নেই।

 

২। সূরা ইখলাস দশবার পড়ার ফযীলত

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরী করবেন। যে ব্যাক্তি ত্রিশ বার পড়বে,তার জন্য আল্লাহ তিনটি প্রাসাদ তৈরী করবেন। দারিমী- ৩৪৯২, সিলসিলাহ সহীহাহ- ৫৮৯। রাতের বেলা সুরা ইখলাস পড়া মুস্তাহা

 

৩। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সাহাবীদেরকে বললেন-

তোমরা কি রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে পারনা?

প্রস্তাবটি সাহাবাদের জন্য কঠিন মনে হল। তাই তাঁরা বলে উঠলেন, হে আল্লাহর রসুল এই কাজ আমাদের মধ্যে কে করতে পারবে?

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন, ﻗُﻞ ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﺣَﺪٌ

সুরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান। (অর্থাৎ এই সুরা পড়লে এক তৃতীয়াংশ কুরআন পড়ার সমান নেকী পাওয়া যাবে)।সহীহুল বুখারী- ৫০১৫, নাসায়ী- ৯৯৫, আবু দাউদ ১৪৬১, আহমাদ ১০৬৬৯।

 

৪। এক সাহাবী এসে বলল-

হে আল্লাহর রাসূল আমি এই আল ইখলাস ﻗُﻞ ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﺣَﺪٌ ভালবাসি।

তিনি বললেন, এর ভালবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।(বুখারীর ৭৭৪ নংহাদীসের পরবর্তী অধ্যায়, তিরমিযী২৯০১, আহমাদ ১২০২৪)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *