সর্বশেষ নিউজ

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ । এস এস সি পাশে সেনাবাহিনীতে চাকরির সুযোগ।

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩/এস এস সি পাশে সেনাবাহিনীতে চাকরির সুযোগ।সৈনিক পদে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে,পদ সংখ্যা ৪০৫ জন।

(১)আবেদন: একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে, জেলা কোটা অনুযায়ী ট্রেড ২( বিশেষ পেশায়) আবেদন করতে পারবেন। সন্তান (ss) পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ  ২০০ টাকা  কর্তন করা হবে।

(২) ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশা সমূহ :কুক,( মেস,কুক ইউনিট),কুক(কুক হাসপাতাল), ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়ার,ব্যান্ডসম্যান,কার্পেন্টার, পেইন্টার এন্ড ডেকোরেটর।

(৩)পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ:কুক পেশায় তারা আবেদনের আগ্রহী তাদেরকে অবশ্যই রান্নায় পারদর্শী হতে হবে, ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়ার  পদে যোগদানের তারা আগ্রহী তাদেরকে অবশ্যই বুট মেরামত/ সেলাই ইত্যাদিতে পারদর্শী হতে হবে। টেইলার পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে সেলাইয়ের উপর নিতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে। কার্পেন্টার পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের কে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে।পেইন্টার এন্ড ডেকোরেটর পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে  এবং যারা  ব্যান্ডসম্যান পদে যোগ দানে আগ্রহী তাদের বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর উপর পারদর্শী হতে হবে।

(৪) শারীরিক মান:

  • পুরুষের উচ্চতা:৫ ফুট ৬ ইঞ্চি  এবং বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য  ৫ ফুট ৪ ইঞ্চি লাগবে।
  • ওজন  ন্যূনতম: ৪৯,৯০কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ০.৭৬ মিটার ( ৩০ ইঞ্চি)

  • মহিলাদের উচ্চতা ন্যূনতম: ৫ ফুট ৩ ইঞ্চি এবং বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে ৫ ফুট ১ ইঞ্চি।

  •  ওজন ন্যূনতম: ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি।

  •  জাতীয়তা: বাংলাদেশি।

  •  বৈবাহিক অবস্থা :অবিবাহিত( বিবাহ বিচ্ছেদ কারী নয়) ।

 

আবেদনের সময়সীমা: এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ১ লা মার্চ ২০২৩ এবং শেষ তারিখ ২০ মার্চ ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *