সোনালী ব্যাংকের বার্ষিক সার্ভিস চার্জ নির্ধারণ: জেনে নিন নতুন ফি ও নিয়মাবলি
দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ‘সোনালী ব্যাংক’ তাদের সঞ্চয়ী হিসাব, অনলাইন লেনদেন এবং কার্ড সেবার ওপর বার্ষিক ও ষাণ্মাসিক (ছয় মাস অন্তর) সার্ভিস চার্জের তালিকা প্রকাশ করেছে। গ্রাহকদের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ব্যাংকিং সেবার মান বাড়াতে এই ফি কাঠামো ঘোষণা করা হয়েছে।
সঞ্চয়ী হিসাবের রক্ষণাবেক্ষণ চার্জ (ষাণ্মাসিক)
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্চয়ী হিসাবের গড় আমানত স্থিতির ওপর ভিত্তি করে প্রতি ছয় মাস অন্তর এই চার্জ কাটা হবে:
-
১০ হাজার টাকা পর্যন্ত: সম্পূর্ণ ফ্রি।
-
১০ হাজার থেকে ২৫ হাজার টাকা: ১০০ টাকা।
-
২৫ হাজার থেকে ২ লাখ টাকা: ২০০ টাকা।
-
২ লাখ থেকে ১০ লাখ টাকা: ২৫০ টাকা।
-
১০ লাখ টাকার ঊর্ধ্বে: ৩০০ টাকা।
অনলাইন লেনদেনেও ভিন্ন ভিন্ন ফি
অনলাইনে লেনদেনের সংখ্যার ওপর ভিত্তি করেও সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে:
-
১ থেকে ১২টি লেনদেন পর্যন্ত গ্রাহককে কোনো চার্জ দিতে হবে না (ফ্রি)।
-
১৩ থেকে ৩০টি লেনদেনের জন্য ১০০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
-
৩১ থেকে ৫০টি লেনদেনের জন্য ১৫০ টাকা এবং ৫১টির বেশি লেনদেনের ক্ষেত্রে ২০০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে।
কার্ড ও এসএমএস ব্যাংকিং সেবা
ব্যাংকিং কার্যক্রমকে আধুনিক ও গতিশীল করতে ডেবিট ও ক্রেডিট কার্ডের ফিও সুনির্দিষ্ট করা হয়েছে:
-
ডেবিট কার্ড: বার্ষিক ৪৫০ টাকা।
-
ক্রেডিট কার্ড (সিলভার): বার্ষিক ৮০০ টাকা।
-
এসএমএস চার্জ: লেনদেন বা ট্রানজ্যাকশন অ্যালার্টের জন্য ৫০ টাকা এবং পুশ-পুল সেবাসহ অ্যালার্টের জন্য ১০০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য যে, উল্লিখিত সকল সার্ভিস চার্জের সাথে সরকারি নিয়মানুযায়ী ভ্যাট অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষুদ্র সঞ্চয়কারীদের উৎসাহিত করতে স্বল্প স্থিতির আমানতে চার্জ রাখা হয়নি।
ষান্মাসিক মানে কি বছর দুইবার চার্জ কাটে?
হ্যাঁ, আপনার ধারণা একদম সঠিক। ‘ষাণ্মাসিক’ শব্দের অর্থ হলো প্রতি ছয় মাস অন্তর বা বছরে দুইবার।
সহজভাবে বলতে গেলে:
-
জানুয়ারি থেকে জুন: এই ছয় মাসের জন্য একবার চার্জ কাটা হবে।
-
জুলাই থেকে ডিসেম্বর: এই ছয় মাসের জন্য দ্বিতীয়বার চার্জ কাটা হবে।
ছবিতে দেওয়া সঞ্চয়ী হিসাবের (Savings Account) চার্জগুলো বছরে দুইবার আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে। উদাহরণস্বরূপ, আপনার অ্যাকাউন্টে যদি গড় আমানত ২০ হাজার টাকা থাকে, তবে ছয় মাস পর ১০০ টাকা এবং পরের ছয় মাস পর আরও ১০০ টাকা—অর্থাৎ বছরে মোট ২০০ টাকা (সাথে ভ্যাট) চার্জ হিসেবে কাটা যাবে।
তবে কার্ডের চার্জগুলো সাধারণত বছরে একবারই কাটা হয়।
