সর্বশেষ নিউজ

সোনালী ব্যাংক লোন ২০২৩

সোনালী ব্যাংকের ঋণ পলিসি নিয়ে আজ আমরা আলোচনা করবে। সোনালী ব্যাংক অর্থনৈতিকভাবে অনুন্নত অঞ্চল এবং জনগণের দারিদ্র দূরীকরণে বিজনেস /ব্যবসা /এসএমই ঋণ অর্থায়নে সর্বোচ্চ অগ্রাধিকারের উপর জোর দেয়। পুরুষ, নারী ও সুবিধাবঞ্চিত উদ্যোক্তা/ব্যবসায়ীদের জন্য অগ্রাধিকার ভিত্তিক Credit নির্ধারণ করা হয়। সোনালী ব্যাংক তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করছে।

সকল ছোট ব্যবসা প্রকল্প বা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক ঋণ ২০২৩

ছোট বা মাঝারি বা বড় ব্যবসা যেমন নিজের পরিচালিত সংস্থা, কাপরের দোন, খাবারের দোকান, বুক শপ, সুপার শপ, ওয়ার্কসপ, গার্মেন্টস সুইট মিট, স্টেশনারী, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স, কোল্ড স্টোর, ছাপাখানা, জুতা তৈরির ব্যবসা বা রেস্টুরেন্ট ইত্যাদি।

সোনালী ব্যাংক ঋণের সীমা ২০২৩

৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা থেকে ৫,০০,০০০,০০০ (পাঁচকোটি) টাকা পর্যন্ত  লোন সোনালী ব্যাংক দিয়ে থাকে। আপনি কি পরিমাণ ঋণ বা বিনিয়োগ পাবেন সেটি নির্ভর করে আপনার মাসিক উপার্জনের ক্ষমতার উপর। এছাড়া বিভিন্ন প্রোপার্টিজ বা জমিজমা ও অন্যান্য সম্পদের উপর নির্ভর করে ঋণ ঝুকিঁ তারা নির্ণয় করে।

ঋণ গ্রহীতার মানদন্ড বা যোগ্যতা ২০২৩

আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। এই দুটি যোগ্যতা অবশ্যই থাকতে হবে। তারপর ঋণ খেলাপী, ব্যাংক্রাপ্ট, মানসিকভাবে ক্ষতিগ্রস্থ ব্যীক্ত বিনিয়োগ/ঋনের জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া সকলেই আবেদন করতে পারবেন। তবে মহিলা উদ্যোক্তরা আবেদন করলে ঋণ প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে।

ঋণের সিকিউরিটি ও ঋণের পরিমাণ ২০২৩

পুরুষ উদ্যোক্তাদের জন্য জামানত সুরক্ষা মুক্ত বিনিয়োগ/ঋণের সীমা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত। মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে জামানত সুরক্ষা মুক্ত বিনিয়োগ/ঋণের সীমা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত। তবে এটি পরিবর্তনযোগ্য নির্ভর করে ব্যাংক ম্যানেজারের বিচক্ষনতার উপর।

প্রকল্প বা মেয়াদ ঋণ ২০২৩

সর্বাধিক ৫ বছর অথবা প্রকল্পের সময় অনুযায়ী বা মেয়াদ পর্যন্ত। তবে প্রকল্পের সময় নমনীয় হতে হবে এবং সর্ট টাইম হলে ভাল হয়। কার্যকরী মূলধন/বানিজ্য ঋণ ১ বছর মেয়াদী। তবে মেয়াদ শেষে পূর্ণ বিবরণযোগ্য বা প্রতিবেদন পেশ করতে হবে।

ঋণের ক্ষেত্রে ব্যাংক বনা আপনার ইক্যুইটি অনুপাত ২০২৩

প্রকল্প/মেয়াদী ৭০:৩০ অনুপাত
কার্যকরী মূলধন বা বানিজ্য ঋণ ৭৫:২৫ অনুপাত

ঋণ পরিশোধ পদ্ধতি ২০২৩

প্রকল্প /মেয়াদী ঋণ: নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক /ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ পরিশোধ করা যাবে। কার্যকারী মূলধন/ট্রেডিং ঋণ-দৈনিক ভিত্তিতে বা ঋণের সময়কালের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা যাবে। মোট কথা মাসিক, ত্রৈমাসিক বা এককালীন পরিশোধ করা যায়।

সোনালী ব্যাংক ঋণে যে সকল কাগজপত্র প্রযোজ্য ২০২৩

  1. যেখানে ব্যবসা করবেন সেই দোকান/জায়গায় লিজ নেওয়ার দলিল।
  2. জায়গা/দোকান নিজের হলে ডিড বা চুক্তিপত্রের কপি।
  3. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি।
  4. আবেদনকারীর সর্বশেষ ৬ মাস বা ১ বছরের ব্যাংক স্টেটমেন্টের কপি।
  5. আবেদনকারী ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
  6. টিআইন সার্টিফিকের/ কর প্রদানের রশিদ।
  7. ব্যবসা অংশীদারিত্বের ভিত্তিতে হলে এ অংশীদারিত্বের ডিড বা চুক্তির কপি।

Collect your loan From : Download

0 thoughts on “সোনালী ব্যাংক লোন ২০২৩

  • Assalamu Alaikum sir, I want to take a loan of 300000 lakhs

    Reply
    • অনুগ্রহ করে ব্যাংকে যোগাযোগ করুন।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *