সরকারি চাকরির বয়স বৃদ্ধি ২০২২ । সরকারি চাকরির আবেদনে ৩৯ মাস ছাড়।
সরকারি সকল চাকরির নিয়োগের ক্ষেত্রে (বিসিএস ব্যতিত) প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছর তিন মাস (৩৯ মাস) সিথিল করার সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ–সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় হতে একটি আদেশ জারি করা হয়েছে।
নির্দেশনায় জানানো হয়েছে, যেসব মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর ও সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দপ্তর/প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ঐ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
আরও পড়ুনঃ
- ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ২০২২ । ভূমি সংক্রান্ত অপরাধ দমনে চালু হচ্ছে ডিজিটাল কেস সিস্টেম
- ইভ্যালি নিউজ ২০২২ । Evaly news update । বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে নতুন পর্ষদ
- স্বর্ণের দাম ২০২২ । Gold Prices । স্বর্ণের দাম ভরিতে কমলো ৯৩৩ টাকা
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।এর পূর্বে করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দুই দফায় বয়স সিথিল করে নির্দেশনা জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে সময় মোট ২১ মাস বয়সের সিথিল করা হয়েছিল। তবে বয়সের এই ছাড় বিসিএস প্রত্যাশিদের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি।
তবে চাকরিপ্রার্থীরা ৩০ বছরের পরিবর্তে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়ে আসছেন।
সূত্র: প্রথম আলো