বিকাশ বিনিময় কি? বিকাশ থেকে টাকা যাবে রকেটে!
বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিনিময় লেনদেন নিয়ন্ত্রিত হবে তাই নিরাপদ – বিকাশ হতে ব্যাংক বা বিকাশে বা রকেটে টাকা পাঠানো যাবে – বিকাশ বিনিময় ২০২২
বিকাশ বিনিময় ২০২২–এখনই সব ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ‘বিনিময়ে’ যুক্ত হচ্ছে না। আপাতত সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ডাচ্–বাংলা ব্যাংক এ সেবায় যুক্ত হচ্ছে। এ ছাড়া এমএফএসে হিসেবে থাকছে বিকাশ ও রকেট। এ ছাড়া পিএসপি হিসেবে যুক্ত হচ্ছে প্রগতি সিস্টেমের টালিপে। ধীরে ধীরে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস ও পিএসপি এই সেবায় যুক্ত হবে।
ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসের (ইউপিআই) আদলেই হচ্ছে দেশের ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি), যা বিনিময় নামে পরিচিত। খাত সংশ্লিষ্টরা বলছেন, এ সেবা চালুর মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হল।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ১৩ নভেম্বর। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে তৈরি হয়েছে বিনিময়। এতে খরচ হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। শুরুতে লেনদেনের ক্ষেত্রে কোন প্রকার চার্জ কর্তন করা হবে না।
বিকাশ হতে রকেটেও এই বিনিময় একাউন্ট ব্যবহার করে অর্থ লেনদেন করা যাবে / ব্যাংক হিসাবেও বিনামূল্যে অর্থ প্রেরণ করা যাবে।
বিকাশ বিনিময় একাউন্ট খোলা খুবই সহজ। বিকাশ অ্যাপের মধ্যেই বিনিময় একাউন্ট খোলা যাবে। এটি একটি ইমেইল একাউন্টের মত। এই ইমেইল একাউন্ট ব্যবহার করে সরাসরি বিনিময় টু বিনিময় অর্থ ট্রান্সফার করা যায়। তবে ঝামেলার ব্যাপার হচ্ছে যে, বিনিময় একাউন্ট খোলার জন্য ই-টিআইএন নম্বর লাগবে।
একাউন্ট তো খোলা শেষ। চলুন এখন একটি লেনদেন করে দেখি। প্রাথমিক পর্যায়ে কোন চার্জ প্রযোজ্য হইবে না। তবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:মি: এ ১% চার্জ প্রযোজ্য হইবে।
Caption: How to open binimoy Account and transact by bkash
যেভাবে বিকাশ বিনিময় একাউন্ট খুলবেন। বিকাশ হতে অন্যান্য বিনিময় একাউন্টে লেনদেন করার নিয়ম ২০২২
- বিকাশ এপ্লিকেশনটি ওপেন করুন এবং একটু নিচের দিকে অন্যান্য সেবায় বিনিময় অপশন দেখতে পাবেন। না থাকলে অ্যাপটি আপডেট করে নিন।
- ইমেইল, টিআইএন এবং ইউজার আইডি বানিয়ে সফলভাবে একাউন্ট খোলে নিন।
- ৬ডিজিটের পিন সেট করে Submit Click করুন।
- বিনিময় ইউজার আইডি খোলা শেষ। প্রতিটা MFS অথবা ব্যাংক একাউন্ট এর জন্যে আলাদা আলাদা বিনিময় আইডি খুলতে হবে। এটি কিছু ইমেইল আইডি’র মত দেখতে হবে।
- সেলফিনে ঢুকে ফান্ড ট্রান্সফার অপশন থেকে ইসলামি ব্যাংকের জন্যে একটি বিনিময় একাউন্ট খুলে নিন। বিনিময় আইডি টু বিনিময় আইডি লেনদেন হবে।
- বিকাশে আবার বিনিময় অপশনে ক্লিক করুন।
- Direct Pay তে ক্লিক করুন এবং এমাউন্ট, রেফারেন্স দিয়ে যে একাউন্টে সেন্ড করবেন সেই বিনিময় আইডি দিয়ে পিন দিয়ে কনফার্ম করুন।
- বিকাশ লেনদেনে গেলে লেনদেন সম্পর্কিত তথ্য বা প্রমানক দেখতে পারবেন।
বিনিময় কিভাবে কাজ করবে?
বিনিময় ব্যবহার করার জন্যে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট একাউন্টের এপ্লিকেশন বা ওয়েবসাইট হতে একটি বিনিময় একাউন্ট খুলতে হবে অর্থাৎ বিকাশ থেকে রকেটে টাকা সেন্ড করতে হলে দুটি বিনিময় একাউন্ট লাগবে, একটি বিনিময় একাউন্ট খুলতে হবে বিকাশে, অন্যটি রকেটে। তারপর আপনি বিনিময় আইডি ব্যবহার করে টাকা সেন্ড করতে পারবেন। এতে কোন চার্জ করা হবে। এটি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে বিধায় নিরাপদ লেনদেন।
বিকাশে বিনিময় ব্যবহারের টার্মস এন্ড কন্ডিশনস: ডাউনলোড