ব্যাংকিং নিউজ

Sonali Bank Personal loan 2023 । ৮ বছর মেয়াদী ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের তথ্য

ব্যক্তিগত লোনের জন্য আপনি সোনালী ব্যাংকে যোগাযোগ করতে পারেন, অন্যান্য ব্যাংকের থেকে সোনালী ব্যাংক সহজ শর্তে ঋণ দিয়ে থাকে – Sonali Bank Personal loan 2023

কে কে ব্যক্তিগত লোন পাবেন?– পার্সোনাল লোন ১০ লক্ষ টাকা পাওয়া যাবে। এ লোনটি সবাই পাবেন না। সরকারী, আধাসরকারী, সকল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও বীমা কোম্পানির কর্মকর্তাগন, সরকারী কর্মকর্তা / কর্মচারীগন, এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক, কর্মকর্তা / কর্মচারীবৃন্দ, সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, চাকুরীর মেয়াদকাল কমপক্ষে এলপিআরসহ ০৫( পাঁচ) বছর থাকতে হবে।

সোনালী ব্যাংকে আপনার বেতন জমা হতে হবে।  আপনি ১ লক্ষ থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন। মেয়াদ ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর। যদিও অন্যান্য ব্যাংক ৫ বছর মেয়াদী লোন দিলেও সোনালী ব্যাংক ৮ বছর মেয়াদী পর্যন্ত লোন প্রদান করে থাকে।

আচ্ছা, আমি কত টাকা সর্বোচ্চ পাবো, তা বুঝবো কিভাবে? আপনার একাউন্টে যে টাকা জমা হয়, তার দুই তৃতীয়াংশ টাকা, লোনের যে কিস্তির সমান বা উপরে না যায়, আপনি সে পরিমাণ লোন পাবেন। ধরলাম, আপনার একাউন্টে ১৯২০০ টাকা জমা হয়. তাহলে, ৩ দিয়ে ভাগ করে ২ দিয়ে গুন করুন. তাহলে হয়, ১২৮০০ টাকা. আপনি ১২৮০০ টাকা কিস্তির সমান বা এর উপরে না হয়, এই পরিমাণ লোন পাবেন. লোন ৬ লক্ষ টাকা এর ৫ বছরে কিস্তি ১২৪৫৫/- টাকা. তাহলে, আপনি ৬ লক্ষ টাকায় পাবেন।

ঋণের সুদের হার বৃদ্ধি করা হলেও এখনও ব্যাংকগুলো কার্যকর করেনি / যদিও লোনের হার পূর্বে ৯% নির্ধারিত ছিল।

কনজিওমার লোনের সুদের হার ১২% পর্যন্ত ধার্য করা হয়েছে।

Sonali Bank Personal loan 2023 । ৮ বছর মেয়াদী ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের তথ্য

Caption: Source of information

লোন পাওয়ার ডকুমেন্ট ২০২৩ । কী কী ডকুমেন্টস লাগবে?

  1.  হুম, এটা নির্ভর করে, আপনি কীসে আছেন, তার উপর।
  2. যদি, প্রাইমারী শিক্ষক হন তাহলে, আপনার ২ কপি ছবি।
  3. ২ কপি আইডি কার্ডের ফটোকপি।
  4. আপনার গ্যারান্টর যিনি আপনার মতো সরকারী চাকরীজীবি উনারও ২ কপি ছবি।
  5. ২ কপি আইডি কার্ডের ফটোকপি আর প্রভিডেন্ট ফান্ড শীটের ফটোকপি।
  6. এমপিও ভুক্ত শিক্ষক হলে, এমপিওর কপি।

লোনটি আমি কেন নিবেন?

তার আগে বলুন, আপনি কেন এই লোন নিবেন না! আপনি একটি জমি পেলেন যার দাম ১০ লক্ষ টাকা. ২ গন্ডার এই জমি, আপনি না নিলে, আরেকজন নিয়ে ফেলবে. মধ্যে, আপনি একটা Asset হারালেন. অর্থাৎ, যখনই কোন কাজ লাভজনক মনে হবে, তখনই এটা নিয়ে ফেলবেন। আচ্ছা, লোনটি যদি আগে শোধ করতে চাই, তখন ইন্টারেস্ট হিসাব কীভাবে হবে? সোজা কথা বলি. সোনালী ব্যাংকে, কোন hidden চার্জ নেই. আপনি টাকা নিয়ে যেদিন আসবেন তার আগেরদিন পর্যন্ত ইন্টারেস্ট নিবে।

লোনটি পেতে কতদিন লাগতে পারে? আপনার আবেদন করার মধ্য থেকে ১-৪ দিন।  ডকুমেন্টেশন খরচ কত? ১০০০-১২০০ টাকা পর্যন্ত।

0 thoughts on “Sonali Bank Personal loan 2023 । ৮ বছর মেয়াদী ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের তথ্য

  • আমার বেতন 10113/- টাকা আমি কত টাকা ঋণ নিতে পারবো ?

    Reply
    • ৫ হাজার টাকা মাসিক কিস্তি হিসেবে যত মাসের জন্য নিবেন।

      Reply
  • ২৮-০২-২০২৩ তারিখ থেকে বলা হচ্ছে সোনালী ব্যাংক এ পার্সোনাল লোনের মেয়াদ নাকি ৮ বছর এর স্থলে ৫ বছর পর্যন্ত দেওয়া যাবে ৮ বছর দেওয়া যাবে না?

    Reply
    • জি। এটি সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি মূলত অন্যান্য ব্যাংক আপত্তি করায় হয়েছে।

      Reply
    • সোনালী ব্যাংকে আমার বেতন আসে এখন যদি আমি অন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকি।আবার কি সোনালী ব্যাংক থেকেও লোন নিতে পারবো।

      Reply
      • সেটি সক্ষমতার উপর নির্ভর করে। প্রত্যেক ব্যাংকে লোনের তথ্য থাকে।

        Reply
  • আমরা কি তাহলে ৮ বছর মেয়াদি লোন নিতে পারবো না?

    Reply
    • না। বর্তমানে বন্ধ।

      Reply
      • আমার বেতন ১৮০০০ + আমি সরবচ্চ কত টাকা এবং সরবচ্চ কত বছরের জন্য লোন নিতে পারবো

        Reply
        • যদি ব্যাংকে ১৮০০০ টাকা ঢোকে তবে ৯০০০ টাকা মাসিক কিস্তি হরে মেয়াদ ভিত্তিতে লোন পাবেন ৯*৪৮ = ৪৩২০০০ যদি চার বছরের জন্য হয়।

          Reply
  • আমার বেতন ২৫,৪০০ টাকা, তবে কি আমি ১৫লক্ষ টাকার লোন নিতে পারবো?

    Reply
    • অন্যান্য আয় থাকতে হবে এব জামানত যোগ্য সম্পদ থাকতে হবে।

      Reply
  • আমার বেতন সর্বসাকুল্যে 33,500/- টাকা এবং পি.আর এল সহ চাকুরী আছে 43 মাস। আমি 10,00,000/- টাকা লোন নিতে পারবো কি না ?

    Reply
  • আমি BSRM job করি আমার একাউন্ট আছে ডাচবাংলাই আমার বেতন হয় ডাচবাংলাই আমি কি লোন নিতে পারবো বেতন=২৫৪০০টাকা
    ৬ লাক্ষ লোন নিতে পাড়ি

    Reply
      • আমি সেনাবাহিনীতে চাকরি করি। আমার বেতন ট্রাষ্ট ব্যাংক এ হয়। আমার বেতন 17100/-। আমি কি সোনালী ব্যাংক থেকে ঋণ পেতে পারি।

        Reply
        • না। ট্রাস্ট ব্যাংক হতেই নিতে হবে।

          Reply
  • আমি সরকা‌রি চাকু‌রি ক‌রি আমার বেতন ১৭৩০০ টাকা আমি কি ২০০০০০ টাকা লোন নি‌তে পার‌বো? আমার বেতন সোনা‌লি ব‌্যাংক এ হয় শ্রীপুর হেড কোয়াটার শাখায় আমি কি গাজীপুর কোট বি‌ল্ডিং শাখা হ‌তে লোন নি‌তে পার‌বো?

    Reply
    • এ ব্রাঞ্চে একাউন্ট ট্রান্সফার করতে হবে।

      Reply
  • আসসালামু আলাইকুম। আমি প্রাইমারী স্কুল শিক্ষক।আমার বেতন ২৩৪৯০ টাকা।আমি আগেও লোন নিয়েছি। ওটার আরও ২০৩০০০০ টাকা বকেয়া আছে।ঐ লোন কাটিয়ে এখন আমি কি ১০০০০০০ টাকার জন্য আবেদন করতে পারবো?তাছাড়া আমার পূর্বের স্কুলের সকল সহকর্মীদের একাউন্ট সোনালী ব্যাংকে।আমরা সবাই একসাথে একাউন্ট খুলি।আজ ৫ মাস হলো আমি অন্যত্র বদলি হয়েছি।যে বর্তমানে আমি যে স্কুলে কর্মরত সে স্কুলের সবার একাউন্ট জনতা ব্যাংকে। এখন আমি কি পূর্বের স্কুলের সহকর্মীকে জামিনদার বানাতে পারব?

    Reply
      • ধন্যবাদ স্যার

        Reply
  • আমি বাংলাদেশ রেলওয়েতে জব করি, আমার ডি ইপিজেড শাখায় বেতন ডুকে ১২৩০০ টাকা আমি কি ৫০০০০০টাকা লোন নিতে পারবো? বিস্তারিত জানতে চাই

    Reply
    • পাবেন। ব্রাঞ্চে যোগাযোগ করুন।

      Reply
  • আমার একাউন্ট প্রাইম ব্যাংক এ বেতন 26,200 ‍আমি কি সোনালী ব্যাংক থেকে লোন নিতে পারব?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *